![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএসসি অনার্স(রসায়ন)নরসিংদী সরকারি কলেজ
চমেকের ৫৬ ব্যাচের লুবনা আপু মারা গেছেন। মাত্র কিছুদিন আগেই ফাইনাল প্রফ পাস করে ইন্টার্নি করছিলেন। কত নির্ঘুম রাত, কত পরিশ্রম করে ডাক্তার হয়েছিলেন। আহা! কত স্বপ্ন ছিল হয়ত তার — বড় ডাক্তার হবে। সামনে কতটা পথ চলা বাকি ছিল। কত ভালো ক্যারিয়ার হত। মা বাবার স্বপ্ন পুরন করবে। কিন্তু মৃত্যুর সাথে সাথেই সব শেষ, একদম সব...
.
ঠিক গত বছরই প্রায় একই সময়ে এই অক্টোবর মাসেই ৫৭ ব্যাচের ফাহিম ভাইয়া মারা গেছেন।
.
এই অল্পবয়সের মৃত্যু গুলো আমাদের জন্য খুব বড় ধরনের রিমাইন্ডার।
.
আমরা হয়তো একটা নির্দিষ্ট বয়সের জন্য অপেক্ষা করে বসে থাকি যে এখন পড়ালেখা, ক্যারিয়ার, বিয়ে সাদী করে নেই পরে বয়স হলে 'ভালো' হয়ে যাব। কিন্তু মৃত্যু তো আমাদের ভালো হয়ে যাওয়ার অপেক্ষায় থাকবে না। মৃত্যু তো তার সময় মত আমাদের হানা দেয়ার জন্য ওত পেতে আছে। তাই ভালো হয়ে যাওয়ার জন্য শেষ বয়সের অপেক্ষা না করে, ভালো হয়ে মৃত্যুর অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে — ইন শা আল্লাহ!
.
আমাদের মত তরুন-তরুণীরা ভাবি যে,
.
— এত আগেই দাড়ি রাখলে মানুষ কি বলবে (আনস্মার্ট),
— টাখনুর উপর কাপড় পড়লে মানুষ কি বলবে (ক্ষেত),
— নিয়মিত মসজিদে গেলে মানুষ কি বলবে (জঙ্গি),
— সুন্দরী ললনাদের ভিড়ে আপাদমস্তক আবৃত করে বের হলে মানুষ কি বলবে (৬০ বছরের বুড়ি),
— একটু ফ্যাশনাবলি যুগের সাথে তাল মিলিয়ে না চললে মানুষদের কি বলবে (আনকালচারড),
— এতদিনের রিলেশন সবাই জানে এখন ব্রেক-আপ করলে মানুষ কি বলবে,
.
যেই মানুষদের কটুক্তির ভয়ে আমরা যুবক বয়সে দ্বীনকে আকড়ে ধরতে ভয় পাই শেষ পর্যন্ত সেই মানুষরাই বলে, 'ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন' অর্থাৎ আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি এবং তাঁর কাছেই আমাদের শেষ প্রত্যাবর্তন।
.
আমাদের শেষ ডেস্টিনেশনটা যদি আল্লাহর কাছেই হয়, তবে কেন সারাটাজীবন আমরা 'আল্লাহ কি বলবে' সেই ভয় না পেয়ে 'মানুষ কি বলবে' সেই ভয়ে কাটিয়ে দিব?
.
তাই আবার এবং বারবার বলছি এই তরুণ তরুণীদের মৃত্যু গুলো আমাদের জন্য সত্যিই অনেক বড় রিমাইন্ডার। এদের নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করছেন, তোমরা ফিরে এসো, সময় থাকতে হিদায়াতের পথে চলো, নামাজ পড়ো তোমার জন্য নামায (জানাজা) পড়ার আগেই...
.
আল্লাহ আমাদের সবাইকে সহীহ বুঝ দান করুন এবং ঈমানের সাথে মৃত্যু বরন করার উত্তম সৌভাগ্য দান করুন। আমিন...
২| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
মুজাহিদুর রহমান বলেছেন: এই রকম একটি পোস্ট করায় আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রায় ২-৩ বছর পর লগিন করলাম।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৯
মা.হাসান বলেছেন: চিন্তাশীলদের মাঝে মৃত্যুর মাঝে চিন্তার খোরাক রয়েছে।
সব সুস্থ লোকের মাঝে মাঝএ হাসপাতাল এবং গোরস্থান ভিজিট করা দরকার, আল্লাহর নেয়ামতের প্রতি শুকরিয়াবোধ এতে বাড়ে। সুন্দর লেখার জন্য ধন্যবাদ। আপনি কোন ব্যাচের ছিলেন?