নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে প্রতিষ্ঠিত করব,মানবতার সমাজ গড়বো ইনশাআল্লাহ।

মোঃ হৃদয় মোল্লা

বিএসসি অনার্স(রসায়ন)নরসিংদী সরকারি কলেজ

মোঃ হৃদয় মোল্লা › বিস্তারিত পোস্টঃ

বিপদে ভেঙ্গে পড়েছেন?

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২


.
• যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করবে ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ (আ.) আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন।
.
• যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন, ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইব্রাহীম (আ.) নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন।
.
• যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোন উপয়ান্তর খুঁজে না পান, আশার শেষ আলোটুকুও দেখতে না পান, ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউনুস (আ.) মাছের পেটের অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন।
.
• যখন আপনার বিরুদ্ধে (মিথ্যা) অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙ্গে পড়বেন না, এসবে কান দিবেন না। মনে রাখবেন, হযরত আয়শা সিদ্দিকা (রা.)-এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল।
.
• যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাথায় কাঁতরাতে থাকবেন, ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হযরত আইয়ুব (আ.) আপনার চেয়েও হাজারগুন বেশী অসুস্থ ছিলেন।
.
• যখন আপনি নির্জন/একাকীত্বে ভোগেন, ভেঙ্গে পড়বেন না। স্মরন করুন, হযরত আদম (আ.)-কে, যাকে প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল।
.
• যখন কোন যুক্তি দিয়েই আপনি কোন একটি অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন কোন প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হযরত নুহ (আ)-এর কথা। যিনি অসময়ে কিস্তি/নৌকা তৈরী করেছিলেন।
.
• যখন আপনি পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, ভেঙ্গে পড়বেন না। স্মরণ করুন, আমাদের প্রিয় নাবী হযরত মুহাম্মাদ ﷺ এর কথা। যিনি তাঁর আপনজনের হাসি-তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন।
.
• আল্লাহ্ তায়ালা তাঁর প্রেরিত সকল পয়গম্বরগণকেই পরীক্ষায় ফেলেছিলেন এবং তাঁদেরকে উদ্ধার করেছিলেন। এজন্য যে, যাতে করে দ্বীন পালনের ক্ষেত্রে পরবর্তী উন্মতেরা ধৈর্য্য ধারন করতে পারে, কষ্টসহিষ্ণু হতে পারে।
.
ﻭَﺍﻟﻠَّﻪُ ﻣَﻊَ ﺍﻟﺼَّﺎﺑِﺮِﻳﻦَ
.
''আর আল্লাহ্ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।''
[সূরাহ বাকারাহ, আয়াত : ২৪৯]
[সুরাহ আনফাল, আয়াত : ৬৬]

মন্তব্য ৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০০

ইব্‌রাহীম আই কে বলেছেন: পোস্টটি ভালো লাগলো।

২| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:২১

ইসিয়াক বলেছেন: আজকের পোষ্টটি অসাধারণ হয়েছে।
আপনার দেয়া সেরা পোষ্ট।
খুব ভালো লাগলো ভাইয়া।
আল্লাহ হাফেজ।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৭

আখ্যাত বলেছেন:
যখন সামুর প্রথম পাতা থেকে আমাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দেয়া হবে
তখন কার কথা স্মরণ করবো হৃদয় ভাইয়া?

৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৭

ইমরান আশফাক বলেছেন: খুবই ভাল লাগলো পোষ্ট টা।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: বার বার আল্লাহকে স্ম্রন করলে সব বিপদ কেটে যায়।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: খুবই উপদেশ মূলক লেখা। ভাল লাগলো।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

জগতারন বলেছেন:
সুন্দর !
সংগ্রহ করিয়া রাখিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.