নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে প্রতিষ্ঠিত করব,মানবতার সমাজ গড়বো ইনশাআল্লাহ।

মোঃ হৃদয় মোল্লা

বিএসসি অনার্স(রসায়ন)নরসিংদী সরকারি কলেজ

মোঃ হৃদয় মোল্লা › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেন্টাইন ডে ও কিছু কথা!

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

বিভিন্ন দিবস পালন যা অমুসলিমদের অনুসরণ করে করা হয়, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, যা শরিয়ত সম্মত নয় সেই সব দিবস গুলো পালন করা হারাম।

রোজ ডে, চকলেট ডে, টেডি ডে, ভ্যালেন্টাইন ডে ইত্যাদি হারাম যে সব ডে রয়েছে যেগুলো ইসলাম বহির্ভূত; সেগুলো কোন মুসলমানের পালন করা উচিত নয়।

আপনি মুসলমান হয়েও এই সব গুনাহের ডে পালন করছেন; কিন্তু মনে রাখবেন আসল একটা ডে রয়েছে যেইদিন সব ডে এর হিসেব নেওয়া হবে।

এই ডে হচ্ছে “জাজমেন্ট ডে”।

ভয় করুন সেইদিন কে যেইদিন কেউ কারো সামান্য উপকারে আসবে না। এই বিচার দিবসে আপনার কৃতকর্মের সকল হিসেব নেওয়া হবে।

বিচার দিবসের দিন উত্তম প্রতিদান পেতে হলে আমাদের সকল গুনাহের কাজ করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে, গুনাহের ডে গুলো পালন করা ‌‌‌‍ত্যাগ করতে হবে।

মহান আল্লাহ্'র পথে ফিরে আসুন। কুরআন ও সুন্নাহ অনুসারে জীবনযাপন করার চেষ্টা করুন; দ্বীনে সম্পূর্ণ ভাবে প্রবেশ করার চেষ্টা করুন।

মহান আল্লাহ্ বলেন:

وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ

'আর সে দিনের ভয় করো, যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোন সুপারিশও কবুল হবে না; কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেয়া হবে না এবং তারা কোন রকম সাহায্যও পাবে না'। (সূরাহ আল-বাকারাহ, আয়াত : ৪৮)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: সব ব্যাপারে ধর্ম নিয়ে আসবেন না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭

মোঃ হৃদয় মোল্লা বলেছেন: একজন মুসলিম সব জায়গায় ধর্মকে আগে আনবে এটাই নিয়ম।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৪

রুরু বলেছেন: দুই দিন আগেই ক্যাচাল শুরু হয়ে গেছে!ভাই আপনাদের কাছে তো পহেলা বৈশাখ পালন করাও হারাম। মঙ্গলশোভা যাত্রা হারাম। মেলা হারাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৬

মোঃ হৃদয় মোল্লা বলেছেন: সত্যকে সত্য বলতে বাঁধা কিসের?

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৯

নেওয়াজ আলি বলেছেন: Ha ha ha

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.