| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

------No Spoiler------
Series: The End Of The F***ing World ( Season - 1 )
Direction: Jonathan Entwistle & Lucy Tcherniak
Cast: Jessica Barden, Alex Lawther, Steve Oram, Christine Bottomley & Others
Country : United Kingdom
Language : English
Imdb : 8.1/10
Personal : 7/10
প্লট : জেমস, এক তরুণ বয়সী বালক। জেমস সবসময় নিজেকে একজন সাইকোপ্যাথ ভাবে। সে নিজেকে সাইকোপ্যাথ ভাবাই ছোটবেলায় অনেক ধরণের প্রাণী সে হত্যা করে। বিভিন্ন ধরনের প্রাণী হত্যা করার পর জেমস একসময় ঠিক করে যে সে মানুষ হত্যা করবে। একদিন হঠাৎ জেমস'র পরিচয় হয় এলিসা নামের এক তরুণীর সাথে যে কিনা তার চরিত্র থেকে সম্পূর্ণ ব্যতিক্রম । এলিসার সাথে জেমস একটু ঘনিষ্ঠ হলে, জেমস ভাবে যে এটাই সুযোগ মানুষ হত্যা করার।
তারপর জেমস চেষ্টা করতে থাকে এলিসাকে হত্যা করার।
কিন্তু জেমস কি আসলেই সাইকোপ্যাথ?
নাকি এলিসার ঘনিষ্ঠতার পিছনে লুকিয়ে আছে অন্যকিছু?
সব প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে সিরিজটি।
মন্তব্য : ডার্ক কমেডি-ক্রাইম জনরার এই সিরিজটির প্রথম সিজন ২০১৭ সালে নেটফ্লিক্সে রিলিজ পায়। ২০১৭ সালে নেটফ্লিক্সে রিলিজের পর বেশ আলোচনায় এসেছিলো সিরিজটি। গত বছর নেটফ্লিক্সে এই সিরিজের দ্বিতীয় সিজনও রিলিজ পেয়েছে।
প্রথম সিজনে জেমস চরিত্রে অভিনয় করা এলেক্স লুথার এবং এলিসা চরিত্রে অভিনয় করা জেসিকা বারডেন অসাধারণ অভিনয়ে মুগ্ধ করেছে। তাদের অভিনয় সিরিজকে আলাদাই প্রাণ দিয়েছে। যদিও সিরিজের কিছু যায়গা বোরিং লেগেছে তবে মেকিং, গল্প আর সবার সুন্দর অভিনয় মিলিয়ে সিরিজটা বেশ ভালো লেগেছে। খুব শীঘ্রই দ্বিতীয় সিজন দেখতে বসবো।
কোয়ারেন্টাইনের এই সময়ে ভালো সময় কাটাতে আপনারাও নেটফ্লিক্সে দেখে নিতে পারেন এই সিরিজটি।
#StayHome
#StaySafe
©somewhere in net ltd.