| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলাইমান হোসেন
সামুতে যা প্রকাশযোগ্য নয় তা আমার ব্যক্তিগত ব্লগে লিখে রাখি যেমন আত্মজীবনি,কবিতা ইত্যাদি https://hridoyeralo.blogspot.com/
একটি পিপিলিকার জীবন
পিপিলিকারা একটি জাতি,যেমন মানুষ একটি জাতি। নিপুণতম স্রষ্টা আল্লাহ তায়ালা পিপিলিকাদেরকে সৃষ্টি করেছেন নিপুণতার সাথে।
পিপীলিকার গঠন
একটি পিপিলিকার ছয়টি পা রয়েছে।মাথার মধ্যে রয়েছে দুটো চোখ।চোখদুটো দিয়ে তারা সৃষ্টি জগত দেখতে পারে।পিপিলিকারা দলবদ্ধ হয়ে চলতে ভালোবাসে।তবে তারা এককভাবেও চলাফেরা করে। পিপিলিকারা সাধারণত ওদের রিযকের সন্ধানে জমিনে বিচরন করে।অন্য সব প্রাণিদের মত পিপিলিকাদেরও রিযকের প্রয়োজন রয়েছে।পিপিলিকার পাকস্থলী ছোট হওয়ার কারনে, তাদের বেশি খাবার খেতে হয়না,অল্প খেয়ে নিলেই চলে।খাবার কেটে টুকরো টুকরো করে খাওয়ার জন্য পিপিলিকার রয়েছে অত্যান্ত শক্তিশালী দাঁত ।
পিপিলিকা আকৃতি অনুপাতে অত্যান্ত শক্তিশালী একটি প্রাণী।পিপিলিকার রয়েছে নিজস্ব টেলিকমিউনিকেশন সিস্টেম। পিপিলিকারা খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়।যখন কোনো পিপিলিকা খাবারের সন্ধান পায়,তখন সে একাই খাবারটিকে টেনে বাসায় নেওয়ার জন্য চেষ্টা করে। যখন খাবার ভারি হওয়ার কারনে নিতে না পারে, তখন ওদের দলের লিডারকে টেলিকমিউনিকেশন সিস্টেমে ডেকে নিয়ে আসে।
পিপিলিকাদেরও নিজস্ব ভাষা রয়েছে। কিন্তু ওদের ভাষা আমরা বুজতে পারিনা।হযরত সুলাইমান নবী আলাইহিসসালাম পিপিলিকাদের ভাষা বুজতেন।যখন হযরত সুলাইমান আ. প্রচুর পিপিলিকা রয়েছে এমন একটি উপত্যকা অতিক্রম করছিলেন,তখন একটি বুদ্ধিমান পিপিলিকা তার জাতিকে সতর্ক করে দিতেছিলেন।ঘটনার বিস্তারিত বিবরন কুরআন মাজিদে রয়েছে।তখন সুলাইমান আলাইহিসসালাম অহি মারফত অথবা মানতেক জ্ঞানের সাহায্যে পিপিলিকার কথা শুনেছিলেন,এবং মুচকি হেঁসেছিলেন।এই ঘটনা থেকে অনুধাবন করা যায়,পিপিলিকাদেরও জ্ঞান বুদ্ধি রয়েছে। এবং তারাও একটি বুদ্ধিমান জাতি।
০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১:৩৪
সুলাইমান হোসেন বলেছেন: Thank you
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ২:৫৬
এইচ এন নার্গিস বলেছেন: ভালো বলেছেন ।