| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলাইমান হোসেন
সামুতে যা প্রকাশযোগ্য নয় তা আমার ব্যক্তিগত ব্লগে লিখে রাখি যেমন আত্মজীবনি,কবিতা ইত্যাদি https://hridoyeralo.blogspot.com/
সারা জীবন নফস,শয়তান আর নাস্তিক বদমাইশদের সাথে যুদ্ধে কাটিয়ে দিলাম,কিন্তু অনন্ত প্রেমে এখনো ডুব দিতে পারলামনা।
অন্তর হল যুদ্ধের মাঠ।মানুষের পুরো জীবনটা মুলত যুদ্ধ করেই কাটিয়ে দিতে হয়।পৃথিবীতে কেউই পরিপূর্ণ শান্তিতে নেই,সবারই অভাব অনটন রয়েছে।এজন্য মানুষ সারাদিন কাজ করে,কত কষ্ট করে টাকা কামাই করে,মানুষের অভাব রয়েছে অনেক কিছুর,মানুষের চাওয়া এবং চাহিদা অন্তহীন,এবং মানুষ মুখাপেক্ষী।
কিন্তু আল্লাহর এমন কিছু বান্দাও রয়েছে এই ধরণীপৃষ্টে যাদের আল্লাহ তায়ালা ছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন নেই।
প্রাচিন কালে এক লোক যমুনা নদীর তীরে এসে দেখলো নদী খুবই উত্তাল।ঢেউয়ের উপর ঢেও আছড়ে পরছে।এই অবস্তায় লোকটি চিন্তিত হয়ে পরল,নদী কিভাবে পাড়ি দেওয়া যায়, মাঝিরাও কেউ রাজি নয়,উত্তাল নদীতে নৌকা ছাড়তে।(কারন মানুষ মরতে চায়না,না চাওয়া সত্তেও মরন একদিন ঠিকি এসে হাজির হয় সম্মুখে)।এদিকেতো নদীর অবস্তা ভয়ংকর, ওদিকে লোকটারও নদী পাড়ি দিতেই হবে।সেখানকার এক লোক তাকে পরামর্শ দিল,তুমি এক কাজ কর ঐ-যে খানিক দূরে বাগান দেখছো, সেখানে যাও।সেখানে জঙ্গলের মধ্যে একজন বুজুর্গ লোক বাস করেন,তার নিকট গিয়ে তুমি,কান্নাকাটি কর,এবং দুঃখের কাহিনি শুনাও।মনে রেখ বুযুর্গ কিন্তু তোমাকে কোনো পাত্তা দিবেনা,তারপরও তুমি জেদ ধরে থাকবে
।লোকটি সত্য সত্যই বুযুর্গের নিকট গিয়ে জেদ ধরল,এবং বলল,হযরতওয়ালা; আমি তো বড় একটি বিপদ পরে আপনার কাছে এসেছি,বিপদটি হল যমুনার ওপারে যেতে হবে,অথচ নদীর অবস্তা খুবই ভয়ংকর ।বুজুর্গ বললেন,আমি তো বিপদ থেকে উদ্ধারের মালিক নই।আমার কাছে তোমাকে কে পাঠালো।আমিতো কোনো কিছুইনা।
বুজুর্গের এসব কথায় কোনো কাজ হলো না,লোকটি জেদ ধরে বসে রইলো।
উপায়ান্তর না দেখে বুজুর্গ বললেন, আচ্ছা, তুমি যমুনার তীরে গিয়ে বল,হে নদী খামোশ হয়ে যাও।আমাকে এমন একজন পাঠিয়েছেন, যিনি জীবনে কোনো কিছু আহার করেন নাই এবং বিয়ে করেন নাই।লোকটা নদীর তীরে গিয়ে বুজুর্গের শিখানো কথাগুলো বলল,বলামাত্রই নদী প্রশান্ত হয়ে গেলো।লোকটা ঠান্ডা মাথায় নদী পার হয়ে গেল।যখননাকি বুজুর্গ উক্ত কথাগুলো বলতেছিল বুযুর্গের স্ত্রীও নিকটেই ছিল।স্ত্রী বলল,এরকম ডাহা মিথ্য কথাতো জীবনেও শুনিনাই,না খেয়ে এমনিতেই এমন হাতির মতো হয়েছো,তা না হয় হয়েছো।কিন্তু ঐ লোকটার সামনে আমাকে ব্যাভিচারিনী সাব্যাস্ত করতে লজ্জা হলোনা।বিয়ে না করলে এই সন্তানগুলো এমনি এমনি হয়ে গেল।
বুজুর্গ বললেন,আমি মিথ্যা বলিনি,যা বলেছি সত্য বলেছি।আমি আমার নফসের তারনায় জীবনে খাইনাই,এবং নফসের তারনায় বিবাহ করিনাই।
[
১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৯
সুলাইমান হোসেন বলেছেন: Ok
২|
১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৯
নকল কাক বলেছেন: আমার লেখা সিরিজ গল্প "এ্যমবুশ" এর ৩য় পর্ব "এ্যমবুশ ৩" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।
৩|
১১ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০২
এইচ এন নার্গিস বলেছেন: অনেক সুন্দর প্রকাশ ।
১২ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:৫৪
সুলাইমান হোসেন বলেছেন: thank you
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৭
নকল কাক বলেছেন: ছোটগল্প "এ্যমবুশ" এর ২য় পর্ব "এ্যমবুশ ২" পড়ার জন্য আমন্ত্রণ রইল।