নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে সাহিত্য চর্চা করতে ভালো লাগে।

এইচ আর রাহাত

এ সমাজের নিন্দিত এক মুখপাত্র!

সকল পোস্টঃ

সুখের পানে

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৫


সুখ!
সুখের লাগিয়া এ ভুবনের তরে
চরকি হয়ে, তেপান্তরের পানে-
তবুও কি সুখ পেয়েছি?
সুখ সে তো সুখের লাগিয়া সুখ জ্যোৎস্না পোহাতে
ব্যতিব্যস্ত!

আত্মায় সুখ বিরাজ করে,
সুখের খোঁজে সুখ জ্যোৎস্না আয়েশে
সুখের ব্যাধি ডাকিলে,সুখ পালালে
আত্মার মরণ...

মন্তব্য১৪ টি রেটিং+২

আহা জীবন

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৫

জীবন নায়ের মাঝি এক পাগলা ব্যটা,
উদ্ভট সব জোয়ার ভাটা!
কোথাও মরণের চিতা জ্বলল,
কোথাও নিয়নবাতির ঝলকানি।

আাহা জীবন!
কত রঙ্গ আর বাকি?
ডিজিটালাইজড আরাম আয়েশ,
তার মাঝে চালচুলোহীন খুপরির রঙ্গমঞ্চের ট্রাজেডি উপলব্ধির কি নিদারুণ চিৎকার!

আহা জীবন!
কেউ...

মন্তব্য৬ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.