![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নায়ের মাঝি এক পাগলা ব্যটা,
উদ্ভট সব জোয়ার ভাটা!
কোথাও মরণের চিতা জ্বলল,
কোথাও নিয়নবাতির ঝলকানি।
আাহা জীবন!
কত রঙ্গ আর বাকি?
ডিজিটালাইজড আরাম আয়েশ,
তার মাঝে চালচুলোহীন খুপরির রঙ্গমঞ্চের ট্রাজেডি উপলব্ধির কি নিদারুণ চিৎকার!
আহা জীবন!
কেউ এবেলা খোঁজ নিলো বলে
চারদিনের অনাহার থাকব বুঝি!
ধুপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করলাম
তবুও মহাজনের আদেশ আসলো না!
আাহা জীবন!
মরণ বাঁশি এই বাজলো বুঝি,
তবুও মরণের নাহি ভয়,
মরণ তো আত্মার প্রতিদিনই হয়!
আহা জীবন
৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫
এইচ আর রাহাত বলেছেন: ❤️
২| ৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫১
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: কবিতা পড়ে আমিও বলে উঠলাম আহা জীবন...!!
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
এইচ আর রাহাত বলেছেন: আহা জীবন!
রঙ্গমঞ্চের এক রংহীন গল্প।
৩| ৩০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭
অজানা তীর্থ বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি পড়ে, সত্যি আহা জীবন! শুভ কামনা আপনার প্রতি।
৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৪
এইচ আর রাহাত বলেছেন: ধন্যবাদ❤️
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: অতি চমৎকার।