![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখ বিলাসী
(হুমায়ুন কবির)
অতৃপ্ত মন নিয়ে দুঃখের খেলা
আজীবন দীর্ঘশ্বাস অবিরাম
দুঃখ দুঃখ খেলায় অবসাদহীন প্রতিটি ক্ষণ।
দুঃখে মন কাঁদে-
কলায় কেন ছিলকা থাকে,
আমড়া কেন ছিলতে হয়,
ভিক্ষুক কেন ভিক্ষা মাগে,
গরমে কেন কষ্ট হয়?
দুঃখ জাগে- ছিঃ, অপরাধ করলেই কি
জেলের ভাত খেতে হয়,
লক্ষ (!) সন্তানের আহাজারি-
শুনতে বড় কষ্ট হয়।
নাহয়, মারল বোমা, গ্রেনেড, গুলি
মরেনি তো আসল জন,
গুটিকয়েক মরেছে যদিও
তাই বলে কি সাজা হতেই হয়!
গুলি করে ঝাঁঝরা বুকে
মরেছে না হয় ক’জন লোক।
তাই বলে কি বিদেশ থেকে টেনে এনে
পড়াতে হবে ম্যানিলা রোপ!
সাধু বলে ওহে পাগল,
দেখত একটু উল্টা করে,
ঘটনাটা তোর বেলাতে-
তোর মনে কি হতো বল?
©somewhere in net ltd.