![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু আগের ঘটনা।
আমি আম্মুকে বললাম যে,
: আম্মু প্রাক্টিকাল খাতার ছবি গুলা আঠা দিয়ে লাগায় দাও তো।
[৫ মিনিট খাতায় ছবি লাগানোর পর....]
আম্মু (চিৎকার করে) : এই কয়টা বাজে? সাড়ে ৮ টা বাজছে নাকি? বাবা, তুই একটুকষ্ট করে ছবি গুলো লাগা, আমি জাস্ট আধাঘন্টা পর আসতেছি।
অত:পর আমি আম্মুর গমন পথের দিকে চাহিয়া রইলাম।
আম্মু ছোটপর্দার (স্টার জলসা চ্যানেলএ) দুনিয়ার সব থেকে নিকৃষ্টতম "মা" নামক অখাদ্য ভক্ষণ করিতে গেল।
হায়রে মা রেহহহহহ....!!!!
কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো,
এক মা হইয়া কেমন করিয়া আরেকটি মা কে তার ছেলের কাছ থেকে কাড়িয়া লইতে পারে?
২| ১১ ই জুন, ২০১৩ রাত ১:০৬
দড়ি বাবা বলেছেন: কিন্তু আমার কাজটা খুব জরুরী ছিল । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬
খেয়া ঘাট বলেছেন: এক মা হইয়া কেমন করিয়া আরেকটি মা কে তার ছেলের কাছ থেকে কাড়িয়া লইতে পারে? -
আধঘন্টা পরেই তো এসে পরবেন????