নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না -

ইমরান নীল

আমি খুব সাধারণ মানুষ । তাই অসাধারণ মানুষ গুলো থেকে একটু দূরে থাকি । নিজেকে বুঝি না বোঝার চেষ্টাও করি না ।

ইমরান নীল › বিস্তারিত পোস্টঃ

চেষ্টা করে দেখুন একটি বার এই শীতার্ত মানুষ গুলোর জন্য ।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

বাংলাদেশের সর্বকালের শীতের ইতিহাস কে যেন পেছনে ফেলানুর এক প্রতিযোগিতায় নেমেছে আজ প্রকৃতি , আমাদের কারো হাত নেই প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার । কিন্তু আমরা চাইলে একটু সহানুভূতির হাত বাড়াতে পারি কিছু শীতার্ত পথ মানুষের জন্য । আমরা অনেক কিছু যদি করতে নাও পারি অন্ততপক্ষে আমাদের পুরাতন , ছিঁড়া , ফেলে দেয়া কাপড় গুলো এই পথ মানুষ গুলো কে দিতে পারি । যেখানে সমাজের উচুস্তরের মানুষ গুলো তাদের ক্ষমতা থাকা সত্তেও তাদের হাত সীমিত মাপে প্রসার করেছে , সেখানে না হয় আমরা নিন্মবিত্তের বা মধ্যবিত্তের হয়ে নিজেদের যত টুকুই আছে তা দেবার জন্য হাত কে প্রসারিত করি । হয়তো আমাদের এই নিজ নিজ উদ্যোগের ফল স্বরূপ কয়েকটি পথের মানুষ এই শীতের তীব্রতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে । আর আপনি একটি মুহূর্তের জন্য দেখতে পাবেন একজন মানুষের অন্তরের উচ্ছলতা আর প্রাণ খোলা একটি হাসি ।

চেষ্টা করে দেখুন না একটি বার , আপনার এই একটি বারের চেষ্টা হয়তো একজন পথ শিশুর প্রাণ বেঁচে যাবে । তাই যদি আপনার এত টুকু সামর্থ্য থাকে তাহলে বাড়িয়ে দিন এই শীতার্ত মানুষ গুলোর জন্য সাহায্যের হাত ওরা আপনার বাড়িয়ে দেয়া হাতের দিকেই তাকিয়ে আছে । আর অপেক্ষা করছে একটা শীত বস্রের জন্য । মনে রাখবেন এই উদ্যোগ আপনার নিজের , তাই কারো জন্য অপেক্ষা না করে বাড়িয়ে দিন আপনার হাত এই শীতার্তদের জন্য ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ....

ভাল চেষ্টা!! +++ :(

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ:
প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.