| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন ধরে একটা বিষয় লক্ষ্য করছি যে সব মুসলিম দেশে ইসলামের মোটামুটি সঠিক আকিদা উনুসরন করা হয় অথবা যেখানে ইসলামি রাজনীতির ক্ষেত্র উনুকুলে সেই সব দেশে ইসলামি আন্দোলন বা ইসলামি রাজনিতির বিরুদ্ধে বা সেই দেশগুলির বিরুদ্ধে এক শ্রেণির মিডিয়া এবং ব্যাক্তি সোসাল মিডিয়াতে তাদের (ঐ দেশগুলোর ) ছোট খাট ত্রুটি গুলো বড়
করে তুলে ধরে মানুষের ভিতর সন্দেহ সংশয় তৈরি করে । সংবাদের উৎস খোজ করে দেখা গেছে এদের উৎস শিয়া ভিত্তিক মিডিয়া এবং বিভিন সংস্থা যাদের ফাইন্যান্স করে থাকে ইয়াহুদি লবিস্ট প্রতিস্টান। তাই এদের সংবাদ দেখে হুট করে কোন মন্তব্য করবেন না উদেরকে চিনার উপায় হলো উরা সব সময়ই গনতন্ত্রের বিরুধে সরিয়তের ফতুয়া দেয় কিন্তু যেটা সরাসরি হারাম সেই ধর্ম নিরপেক্ষতার বিরুধ্যে কথা বলে না । এরাই হল ইসলামের আসল শত্রু ।
ধর্ম নিরপেক্ষতা হলো একটি কুফরি মতবাদ । গনতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতা এক জিনিস নয় । খুব ভাল করে চিন্তা করবেন দুটা কে একসাথে গুলিয়ে ফেলবেন না ।
গনতন্ত্রেরএকটি মুলনিতি যেটা ইসলামের বিপরিত সেইটা বাদ দিলে গন্তান্ত্রিক উপায়ে ইসলামি রাষ্ট্রব্যাবস্থা প্রতিষ্ঠিত করা খুব সহজ একটা মাধ্যম হতে পারে । গনতন্ত্রের মূলনীতি জনগনই স্বারবভোম খমতার মালিক এই কথাটাই আল্লাহ্ বিরোধী কথা । এটা বাদ দিলে ইসলামি রাজনীতির জন্য আমাদের দেশে প্রচলিত গন্তান্ত্রিক শ্বাসনব্যাবস্থা ই উত্তম হবে বর্তমান বিশ্বব্যাবস্থায়।
ইয়্যাহুদি-খ্রিস্তান দের দ্বারা পরিচালিত এই বর্তমান বিশ্বব্যাবস্থায় আপনি চাইলেই ইসলামের শতভাগ নিতি উনুযায়ি ইসলামি আইন চালু করতে পারবেন না।
তাই যে সব আলেম পির বুজরগরা গনতন্ত্রকে হারাম বলে ইসলামি রাজনিতিটাই হারাম করে রেখে নিজেরা ধর্ম ব্যাবসা চালাচ্ছে আর বিশ্বব্যাপি মুসলিম সমাজ কে জঙ্গিবাদি এবং সন্ত্রাসবাদের দিকে ঠেলে দিচ্ছে তাদের সম্পরকে সজাগ থাকুন।
বাংলাদেশের ইফা ডিজি আর মাসুদ গংদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন । এরা ইয়াহুদি আর ধরম নিরপেক্ষবাদিদের সহায়ক শক্তি। উরাই ইসলামের দুষমন ।
©somewhere in net ltd.