নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফুর রহমান

মোঃ আসিফুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মহানবী সা:-এর চিকিৎসা বিধান

০৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৫

মধুর সাহায্যে ডায়রিয়ার চিকিৎসা

এক ব্যক্তি নবী সা:-এর নিকট এসে বলল, আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। তখন নবী সা: বললেন, তাকে মধু পান করাও। এরপর সে আবার এলে তিনি বললেন, তাকে মধু পান করাও। লোকটি আবারো এলে নবী সা: বললেন, তাকে মধু পান করাও। এরপর লোকটি আবারো এলো এবং বলল, আপনার পরামর্শ অনুযায়ী আমি কাজ করেছি। নবী সা: বললেন- আল্লাহ সত্য বলেছেন, কিন্তু তোমার বাইয়ের পেট মিথ্যা বলছে। তাকে মধু পান করাও। অতঃপর লোকটি তাকে মধু পান করাল এবং সে ভালো হয়ে গেল (বুখারি)।

সহি মুসলিমে বর্ণিত হয়েছে, জনৈক ব্যক্তি রাসূল সা:-এর নিকট এসে বলল, আমার ভাইয়ের উদরাময় (ডায়রিয়া) হয়েছে। রাসূল সা: বললেন, তাকে মধু পান করাও। ...পঞ্চমবারে রাসূল সা:-এর নির্দেশনায় মধু পান করে লোকটি সুস্থ হলো। অর্থাৎ ডায়রিয়ার চিকিৎসায় মধু উপকারী।

কালো জিরা দিয়ে চিকিৎসা

নবী সা: বলেছেন, মৃত্যু ছাড়া এমন রোগ নেই কালো জিরায় যার আরোগ্যতা নেই। কালো জিরা ব্যবহারের নিয়ম হচ্ছে, পাঁচটি কিংবা সাতটি কালো জিরার দানা পিষে তার সাথে অলিভঅয়েল (যাইতুন) মিশিয়ে নাকের দু’দিকের ছিদ্রে ফোঁটা ফোঁটা করে দেয়া (বুখারি)।

রোগীর পথ্য তালবিনা :

নবী সা: রোগী এবং শোকাহত ব্যক্তিকে ‘তালবিনা’ খেতে নির্দেশ দিয়েছেন। ‘তালবিনা’ রোগীর প্রাণে শক্তির সঞ্চার করে, শান্তি দান করে এবং দুশ্চিন্তা দূর করে (বুখারি, মুসলিম)। তালবিনা এক প্রকার তরল খাদ্য, যা রোগীর জন্য উপকারী। আটা, মধু ও পানি মিশিয়ে তা তৈরি করা হয়। কেউ কেউ এতে দুধও দিয়ে থাকেন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.