নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন ও চলছি নিরন্তর

টানেলের শেষ দেখার অপেক্ষায় আছি

এখন ও চলছি নিরন্তর › বিস্তারিত পোস্টঃ

ইবে থেকে পণ্য কেনার ব্যাপারে হেল্প চাই

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

পণ্য আসতে কয়দিন লাগে?

কাস্টমস এর কোন ঝামেলা আছে নাকি সরাসরি বাসায় পণ্য আসে?



আমাজানের ক্ষেত্রে কিরকম নিয়ম?



ধন্যবাদ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

তানভীর স্বপ্নীল বলেছেন: কি কিনতে চান সেটা বলুন?

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

তানভীর স্বপ্নীল বলেছেন: কাস্টমসের কিছু ব্যাপার আছে। কিন্তু সেটা কি পন্য আপনি কিনতে চান তার উপর নির্ভর করে

২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

এখন ও চলছি নিরন্তর বলেছেন: Click This Link

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

ভোরের সূর্য বলেছেন: সোজা কথায় ইবে থেকে আপনি বাংলাদেস থেকে কোন পন্য কিনতে পারবেন না কারন পেপাল দিয়ে কিনতে হবে আর বাংলাদেশে পেপাল accepted না। আর কিনতে পারলেও বাংলাদেশে পাঠাবেনা। আমেরিকা,কানাডা বা ইংল্যানডে পাঠাতে হবে। depend করবে seller এর উপর। তবে বেশির ভাগ সময় আমরকিাতেই ডেলিভারি দেয় কারন ইবের বেশিরভাগ product আমেরিকার।

২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

এখন ও চলছি নিরন্তর বলেছেন: আমার পেপাল, মাস্টার কার্ড আছে

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

ভোরের সূর্য বলেছেন: তখন ট্যাব থেকে লিখেছিলাম তাই ডিটেইল বলতে পারিনি।
মাস্টার কার্ড তো সমস্যা না সমস্যা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল ক্রেডিট বা ডেবিট কার্ড কিনা।ডুয়াল কারেন্সি হলে হবেনা।

আপনি হয়তো দেশের বাইরে থাকেন তাই পেপাল একাউন্ট আছে আপনার। আবার হয়তো দেশের বাইরকে আপনার বন্ধুবান্ধবের মাধ্যমে আপনি পেপাল একাউন্ট খুলেছেন তবে আমেরিকাতেও ডেলিভারি নিলেও সাবধান থাকবেন কারণ আপনি বাংলাদেশে থেকে জিনিসটা কিনছেন কিন্তু বাংলাদেশে যেহেতু পেপাল এ্যাক্সসেপ্টেড নাই পেপাল লক্ষ্য রাখবে যে আপনি কোন দেশে থেকে কিনছেন কারণ বাংলাদেশ থেকে কিনলে বাংলাদেশের আইপি ইউজ হবে তাই ওরা ফোন করতে পারে বা ব্লক করে দিতে পারে।তাই সাবধান থাকবেন।

আর ইবের বেশিরভাগ পেমেন্ট হচ্ছে পেপাল দিয়ে।আপনার পেপাল একাউন্ট থাকলে আপনি কিনতে পারবেন কিন্তু ডেলিভারি এড্রেস হবে আমেরিকার তবে মাঝে মাঝে কিছু সেলার আছে যারা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে থাকে তারা কুরিয়ারে পাঠাতে পারে কিন্তু সেটার খরচ আর প্রডাক্ট এর খরচ একই পরে যায় আর সেরকম সেলারো খুব কম।তাই সোজা করে বল্লে আপনি কিনতে পারলেও বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন না।আপনি ইবেতে সার্চ করে দেখেন।ওখানে প্রডাক্টের জায়গায় ডেলিভারির অপশন দেয়া আছে।কেউ ফ্রি ডেলিভারি দেয়।কেউ চার্জ করে কেউ লিখেই দেয় যে শুধু আমেরিকাতে ডেলিভারি দিবে ইত্যাদি।আর নরমালি ইবে আমেরিকাতেই ডেলিভারি দেয়।ইউকে,চায়না,ভারত বা অস্ট্রেলিয়ার জন্য আলাদা ইবে আছে যেখানে ঐসব দেশে ডেলিভারি দেয়।

২৬ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৫

এখন ও চলছি নিরন্তর বলেছেন: লিস্টে তো বাংলাদেশের নাম আছে। লিঙ্কে একটু কষ্ট করে চেক করেন Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.