![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখন কি করবো। চাকরি ও হচ্ছে না ব্যাবসা করার জন্য টাকাও নাই। এমন কি কেউ টাকাও ধার দিচ্ছে না / পাওয়া যাচ্ছে না। ফ্যামিলি তো না-ই। তাও নাহয় মেনে নিলাম, কারো টাকার দরকার নেই আমার আমারটা আমিই জুটিয়ে নিতে পারবো ইনশা আল্লাহ। কিন্তু সবার কাছ থেকে তো অন্তত মানসিক সাপোট টা পেতে পারি। সবাই, বিশেষ করে ফ্যামিলি যদি ২৪ ঘন্টার মধ্যে ২২ ঘন্টাই আমাকে পেইন এর মধ্যে রাখে আমি কি করে একটা ভালো কিছু করার চেষ্টা করবো। তাদের অস্বাভাবিক কথা-বার্তায় আমি দিন দিন সাইকো হয়ে যাচ্ছি। নতুন কিছু করার প্রেরণাটা হারিয়ে ফেলছি দিন দিন। এই মুহুর্তে আমার মানসিক সাপোর্ট খুব দরকার।
কেউ প্লিজ আমাকে একটু সাজেজড করেন, এখন আমি কি করবো.... প্লিজ প্লিজ প্লিজ!!!
২| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬
মোজাহিদুর রহমান ব বলেছেন: আপনার শিক্ষাগত যোগ্যতা ?
কোথায় থকেন ?
৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭
আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৬
নতুন বলেছেন: আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কি ভালো পারেন সেই ব্যাপারে জানালো ভালো হতো।
পরিকল্পনা। পরিকল্পনা পরিকল্পনা ... ১,২ ৩...
আপনি কিসে ভালো... ?
আপনি যেই চাকুরী করতে চান তার কাছা কাছি কোন চাকুরীতে যোগ দেবার চেস্টা করুন...
অনেক ব্যবসাও আছে যাতে প্রথেমেই পুজি লাগেনা। খুজতে থাকুন... পথ পাবেন...