নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"হতে পারে আবার না ও হতে পারে সেটিই প্রশ্ন\"।

ইকরামা

একজন পাঠক

ইকরামা › বিস্তারিত পোস্টঃ

তারিক বিন যিয়াদ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

ইসলাম এর ইতিহাস এ যার নাম স্বর্ণঅক্ষরে লিখা থাকবে তার অসাধারণ বীরত্ব , সামরিক দক্ষতা এবং
স্পেন এ ইসলাম এর বিজয়গাতা রচনার জন্য। স্প্যানিশ ইতিহাসবেত্তারা এই কিংবদন্তিকে তারিক এল তুএর্ত বা এক চক্ষুর তারিক নামে অবহিত করে থাকেন। তারিক বিন যিয়াদ ছিলেন একজন বারবার মুসলিম উমাইয়াদ সেনাপতি যিনি উমাইয়াদ খলিফা আল-ওয়ালিদের নির্দেশে ১১তম শতাব্দীতে স্পেন এ সামরিক অভিযান চালান, যা ইতিহাসএ অন্যতম একটি সফল সামরিক অভিযান হিসাবে গণনা করা হয়। ইতিহাসবিদ ইবনে খালদুন এর মতে তিনি ছিলেন আলজেরিয়ার বারবার জাতির
একজনযোদ্ধা।তিনি উত্তর আফ্রিকার শাসক মুসা ইবনে নুসাইর অধীনে একজন সেনাপ্রধান ছিলেন। মুসা ইবনে নুসাইর তাকে ৭১১ সনে স্পেন অভিযানের জন্য মনোনিত করেন এবং ১২০০০ থেকে ১৮০০০ সেনার এক ছোট সৈন্যবাহিনী তার অধীনে
নিযুত্ত করেন।৩০ এপ্রিল ৭১১ সনে তার বাহিনী জিব্রালটার প্রণালীতে উপনীত হয়। জিব্রালটার প্রণালীর নামকরন তারিক বিন যিয়াদ এর নামে নামকরন করা হয়, যা তার নামের পরিবর্তিত রুপ। এই জিব্রালটার প্রণালীর সমুদ্রসৈকতে তারিক তার ঐতিহাসিক ভাষনটি প্রদান করেছিলেন “ আমি এখন আমাদের জাহাজটি আগুনে পুড়িয়ে দিতে যাচ্ছি ।অামাদের আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেয়। বিজয় অথবা যোদ্ধের ময়দানে সম্মানের সাথে মৃতু্ বরন এখন আমাদের একমাত্র উদ্দেশ্য”। স্পেনের তত্কালীন খ্রীষ্টান রাজা রদেরিক একলক্ষ সেনার এক বিশাল বাহীনি নিয়ে আরব ক্ষুদ্র বাহীনির মুকাবিলায় এগিয়ে আসেন। ক্ষুদ্র আরব বাহীনির বিরুদ্ধে একলক্ষ খ্রীষ্টান যোদ্ধা, রদেরিক এই যোদ্ধে আরবদের পরাজিত করার ব্যাপারে সম্পূর্ণ সুনিশ্চিত ছিলেন। কিন্তু তারিক বিন যিয়াদের অসাধারন সমরকুশলতা, আরবযোদ্ধাদের বীরত্বের মুখে রদেরিকের বিশাল বাহীনির সকল পতিরোধ তাসের ঘরের মত উড়ে যায় এবং ইতিহাসে আরবযোদ্ধাদের এক অসাধারন বিজয়গাথা রচিত হয়।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.