![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার সরিয়েই ফেলল আস্ত পেইজটাকে।
আইসিসির ওয়েবসাইটে হক-আই দেখা যায়। সেখানে রুবেলের সেই ওভার সিলেক্ট করলে নিচের অপশনে সাতটা বল আসে। অথচ ট্র্যাজেকটরি ভিউয়ে দেখা যায় মাত্র ৬ টা বল
ওই নো বলটা নেই। যাতে আমরা, ক্রিকেটপ্রেমীরা দেখতে না পারি বলটার সঠিক উচ্চতা ঠিক কতটুকু ছিল।
গতকাল আর কোটি বাংলাদেশীর মত আমিও ঢুকেছিলাম Click This Link লিংকে। এখানেই দেখা যেত সেই ম্যাচের হক আই সহ যাবতীয় ডিটেইলস। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে দেখেছিলাম একটা বলকে 'উধাও' করে ফেলার জঘন্য অপপ্রচেষ্টা।
আজ লিংকটাতে ক্লিক করে দেখলামঃ
Error 404 - Page not found.
This might be because:
You have typed the web address incorrectly
the page you were looking for may have been moved, updated or removed
সামথিং ইজ ভেরি ভেরি রং, মেইট ... সবকিছুকে কাকতলীয় ভেবে আমরা নিতে চাইলেও কি পারছি?
এসব আচরণের মানে আইসিস আমাদের দয়া করে বলবে কি? বলবে না। সংবাদমাধ্যম থেকে জানা গেলঃ
"আম্পায়ারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে নেমেছিল বলে যে অভিযোগ ওঠে, বিবৃতিতে সেটা উড়িয়ে দেন রিচার্ডসন। ২০১৫ বিশ্বকাপকে রোমাঞ্চকর উল্লেখ করে তিনি এর শেষ ভাগটা উপভোগ করার আহবান জানান সবাইকে।
বাংলাদেশ-ভারত ম্যাচের আম্পায়ারিং নিয়ে আইসিসির সভাপতি এবং বাংলাদেশের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের করা মন্তব্যকে দু:খজনক বলে আখ্যা দেওয়া হয় বিবৃতিতে।
"মুস্তফা কামালের মন্তব্য আইসিসির নজরে এসেছে, যেটা খুবই দুঃখজনক। কিন্তু এটা তার ব্যক্তিগত অভিমত। সংগঠনটির সভাপতি হিসেবে আইসিসির ম্যাচ কর্মকর্তাদের (আম্পায়ার) সমালোচনা করায় তার আরও সতর্ক হওয়া উচিৎ ছিল। তাদের (আম্পায়ারদের) সততা নিয়ে প্রশ্ন তোলা যাবে না।""
শাক আর মাছ নিয়ে বসে আছে আইসিসি।
যদি লুকানোর কিছু না থাকে, সবকিছুই ফেয়ার হয়ে থাকে, রাখাঢাকি কেন রে ভাই?
তবে স্ক্রিণশট থেকেই গেছে।
** যদি ওটা লিগালি নো হয়ে থাকে, তাহলে তো ইন্ডিয়ার(আইসিসির) কিছু লুকানোর থাকার কথা না।
আমরা কেন আইসিসির সাইটে গিয়ে তাহলে নো বলটাকে ট্র্যাজেকটরি ভিউয়ে দেখতে পাচ্ছি না?
দেখুনঃ
i) http://goo.gl/mDxDaG
ii) http://goo.gl/tamBzt
গতকালকেই ক্রিকইনফো মাহমুদুল্লাহর ক্যাচটার রিপ্লে তাদের ওয়েবসাইট থেকে বাংলাদেশের জন্য আন-অথরাইজড ভিডিও হিসেবে সিলেক্ট করেছে।
কেন? যাতে আমরা বার বার দেখে ওটা রোপ টাচড ক্যাচ সেটা ধরে না ফেলতে পারি?
আরে ভাই, তোমাদের ছাড়া কি ভিডিও পাব না নাকি? পা যে রোপে ছুঁয়েছিল তা একদমই স্পষ্ট। ওটা যার মন চায় গুগলে/ইউটিউবে সার্চ দিয়ে দেখে আসতে পারেন।
এই হল অরিজিনাল লিংক। ক্লিক করে নিজের চোখেই দেখুনঃ Click This Link
আর যদি তারা এটাও ডিলেট করে ফেলে, তো ভিডিও লুকানোর স্ক্রিণশট দেখতে পারেন আপনারাও।
** যদি পা রোপে না লেগে থাকে, তাহলে তো ইন্ডিয়ার(আইসিসির) কিছু লুকানোর থাকার কথা না। মাহমুদুল্লাহর আউটের ভিডিও আমরা বাংলাদেশীরা কেন দেখতে পাচ্ছি না তাহলে? পা রোপে আছে ওটা দেখে ফেলব তাই?
দেখুনঃ http://goo.gl/B7TC2k
#ICCisSoldOut
#ICCdestroyingCricket
#IndiaBoughtICC
#Shame_ICC
আইসিসি কি মনে করে আমরা আঙুল চুষি আর দুধ খাই?
সব অভিযোগ ভিত্তিহীন হলে অনলাইনে চুদুরবুদুর কেন?
সাহস থাকলে বাঘের বাচ্চার মত কাজ কর। হক-আই, ভিডিও লুকানোর মানে কি?
#Fuck_ICC
২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫০
মু.ই.মা ইমন বলেছেন: ওটা আগের খবর। এখন পেইজই উধাও ঃডী
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৭
আলাপচারী বলেছেন: দেখেছি। রুবেলের ৪র্থ বলটি গায়েব করে দেয়া হয়েছে!!!