![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তীব্র গরমে, ছায়াহীন রাস্তায়
এলোমেলো-ঘর্মাক্ত আমি;
.
পাশ কাটিয়ে,
মিষ্টি পারফিউমের ঘ্রান ছড়িয়ে,
যখন রিক্সায় চড়ে যাবে তুমি,
হুড-তোলা রিক্সায় তুলে নিতে হবেনা;
শুধু পিছন ফিরে
মায়াভরা চাহনিতে
একটা হাসি দিও!
.
তোমাতে ব্যাস্ত আমি
টোল পড়াতে আর্ও ব্যাস্ত হব।
.
পূনর্বার যখন হবে দেখা
মধ্যদুপুরে; ক্লান্ত আমি।
করো একটু গাল বাঁকা!
'হা' করে তোমার পানে চেয়ে থাকা
সেই ঘর্মাক্ত আমি।
.
সেই মায়াভরা চাহনিতে,
কপাল থেকে চুলগুলো সরিয়ে
কানের পিছে টেনে
চশমার ফাঁক গলে
একটু আড় চোখে তাকিও!
.
ছুটন্ত রিক্সায়
ঠোঁটে দাঁত চেপে
রাবার ব্যান্ডের ঘূর্নি খুলে,
এলোমেলো বাতাসে
চুলগুলো উড়িও!
মুগ্ধতায় আমি শীতল হব!
.
©somewhere in net ltd.