নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব!

ইমরান আল হাসান

কলম সন্ন্যাসী এক!

ইমরান আল হাসান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা একদিন!

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৪

এক পশলা বৃষ্টি শেষে। :)
গাছের পাতা চুঁয়ে পড়া ফোঁটা ফোঁটা বৃষ্টি কণার টুপটাপ শব্দ।খানিকবাদে আবার টুপটাপ! যেন 'টুপ', একটু থেমে 'টাপ'!
.
ধোঁয়া উড়া, জলভর্তি পুকুর।শেষ না হওয়া ঢেউতে, নতুন ঢেউয়ের মেশামেশি খেলা করা পুকুরের পাশের রাস্তা।কাদা-জলে ভিন্নতা বটে!
.
ছাতা হাতে চপ-চপিয়ে জোড়া পায়ের হেঁটে চলার শব্দ। কাদার বুক মাড়িয়ে চলা
তাল মেলানো পদযুগলের শব্দ। তাল মেলানো পা'গুলোর মালিক ছেলেটা!তার লক্ষ আরেকটু এগুনো! ছাতা হাতে চপ-চপিয়ে চলা মেয়েটা সমানুপাতিক হারে হাঁটার গতি বাড়িয়ে দেয়।মুখে অভিমানের ছাপ স্পষ্ট!
.
হালকা আলোর ঝলকানি দিয়ে একটু পর্‌ই বজ্রপাতের শব্দ! শব্দ!
মেয়েটি চোখ বন্ধ করে দাঁড়িয়ে গেল! খানিকবাদে পিছনে ছেলেটার দিকে ফিরে হালকা কাঁদো গলায়,'এই!তুমি কি আমার ছাতার নিচে আসবে?'
ছেলেটা 'এটাইতো চাই' টাইপের একটা হাসি দিয়ে ছাতাবন্ধী হল। দুইকদম না ফেলতেই মেয়েটা আবার আহ্লাদী গলায়,'ভেবোনা যে বজ্রের শব্দে ভয় পেয়েছি তাই তোমায় ছাতার নিচে ডেকেছি।জাস্ট ভিজে যাচ্ছ তাই মায়া দেখিয়ে ছাতার নিচে জায়গা দিলাম।'
'এখনতো বৃষ্টিই নেই।ভিজবো কিভাবে'-ছেলেটা এই কথা বলে,রাগিয়ে দিয়ে আবার ছাতাছাড়া হতে চায়না বলেই বললনা।
উত্তরে মেয়েটার হাতের উপর দিয়ে ছাতাটাকে ধরল। এটা ছাতা ধরা নয় 'ছলে' তার হাত ধরা মেয়েটা তাও জানে

এর্‌ই মাঝে আর্‌ও কয়েকবার বজ্রের শব্দ শোনা গেল! স্রষ্টাকে ধন্যবাদ দিয়ে ছেলেটার্‌ও একটু শব্দ করেই বলতে মন চাচ্ছে,''প্রতিটা 'ঝগড়া'র পর এমন অনেকগুলো 'বজ্রপাতের শব্দ' চাই!'' :)
.
বেঁচে থাকুক ছাতার নিচের ঝগড়াটে ভালোবাসাগুলো!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৪

রোদেলা বলেছেন: বেঁচে থাকুক ছাতার নিচের ঝগড়াটে ভালোবাসাগুলো!

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

ইমরান আল হাসান বলেছেন: :)

২| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৩

ইমরান আল হাসান বলেছেন: জ্বী :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.