নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব!

ইমরান আল হাসান

কলম সন্ন্যাসী এক!

ইমরান আল হাসান › বিস্তারিত পোস্টঃ

এ কেমন বিচার?

২২ শে মে, ২০১৭ দুপুর ২:২২

ক্যামনে জানি ভাতের মধ্যে একটা পোকা পরছিল। আর সেটা আমিই পাইছি। আম্মুরে বললাম, 'ঠিকমতো বাছতেও পারেন না। পোকা থাকে ক্যামনে?' আম্মু শুধু নিঃশব্দে কি যেন ভাবলো!
.
এমন কতোবার ভাত খেতে বসে রিয়াজ-ওমর সানিকে বলতে দেখেছি, 'তোমার এতো কষ্ট করতে হবেনা মা। কতবার বলেছি একটা কাজের লোক রেখে দাও।'
উত্তরে আনোয়ারা-ডলি জহুরকে মা হয়ে বলতে শুনেছি, 'বলেছি একটা বিয়ে করে ফেল। আমার কথাতো শুনিস না।'
সে আশা থেকে আম্মুকে বলেছি, 'আপনি না পারলে কেউ একজনকে রেখে দেন হেল্প করার জন্য। আজকে ভাতে পোকা। কয়েকদিনপর দেখা যাবে ডালে পোকা, সবজিতে পোকা।'
এবারও আম্মু শুধু নিঃশব্দে কি যেন ভাবলো। এবার একটু হাসিও দেখলাম।
.
এরপরের কাহিনী ইতিহাস! আমি এখন প্রতিদিন রান্নার আগে চাল-ডাল-সবজি তে পোকা আছে কিনা সেটা বাছি! আম্মু কাজের লোক রাখছে। বিশ্বস্ত কাজের লোক!
.
এ কেমন বিচার?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৭ রাত ৮:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: শুভ বিবাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.