নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব!

ইমরান আল হাসান

কলম সন্ন্যাসী এক!

ইমরান আল হাসান › বিস্তারিত পোস্টঃ

চওড়া হাসি বিপদজনক!

২২ শে মে, ২০১৭ রাত ৮:২০

এলাকার এক বড় ভাইয়ের এটা অভ্যাস বলা চলে! দেখা হলেই উনি ভালো থাকার প্রশ্নটা চাপিয়ে যান। সম্ভবত শরীরের দিকে তাকিয়ে বলেন, 'কি খাবা বলো? শরীরতো শুকায়া কাঠ বানায়া ফেলছো!' চায়ের দোকানে বসা থাকলে চা-বিস্কিট-পাউরুটি খাওয়ান। চওড়া হাসি হেসে বলেন, এখানে এগুলাই পাওয়া যায়। ডিপার্টমেন্টালে হলে স্পীড-কেক-আইসক্রীম খাই! এই লোকটা আমারে খাওয়াইয়া আরাম পান! রেষ্টুরেন্টে হইলে বার্জার (পড়ুন বার্গার)-পিজা-স্ট্যান্ডউইচ (পড়ুন স্যান্ডউইচ) সবগুলা খাওয়ায়! আর চওড়া হাসি হেসে বলেন, এখানে আর কিছু পাওয়া যায়না, এগুলাই! লোকটা আমারে ছোট ভাইয়ের মতো মায়া করে আর বিদায় বেলায় শুভ বিদায় না বলে বলেন 'খাদ্য বিদায়', ''সারাদিন খাওয়ার উপ্রে থাকবা। যখন যেটা পাইবা খিচ্চা খাইবা। হুমায়ূন আহমেদ বলেছেন 'চা' এর বেলায় না নেই। তুমি থাকবা খাদ্যের বেলায় না নেই এর উপ্রে! তখন শরীর শুকায়া কাঠের বদলে শরীর বাড়ায়া হস্তী হবা!''
আজকে দীর্ঘ ছ'মাস(!) পর সেলুনে শখের বিরাটাকায় চুলগুলা কাটাইতে গিয়ে দেখি ভাইয়ে বইসা আছে। আমি দেখা না দিয়ে ফিরে আসলাম!
বিলিভ মি, আমি শেভিং ফোম, ক্ষুর, কাঁচি, চুল এগুলা খাইতে চাইনা!! চওড়া হাসি বিপদজনক! সেলুনে এগুলাই পাওয়া যায়! :v
.
--ইমরান আল হাসান।
২০১৭/০২/১৬ | ১০:৪০ চায়ের দোকানে বসা থাকলে চা-বিস্কিট-পাউরুটি খাওয়ান। চওড়া হাসি হেসে বলেন, এখানে এগুলাই পাওয়া যায়। ডিপার্টমেন্টালে হলে স্পীড-কেক-আইসক্রীম খাই! এই লোকটা আমারে খাওয়াইয়া আরাম পান! রেষ্টুরেন্টে হইলে বার্জার (পড়ুন বার্গার)-পিজা-স্ট্যান্ডউইচ (পড়ুন স্যান্ডউইচ) সবগুলা খাওয়ায়! আর চওড়া হাসি হেসে বলেন, এখানে আর কিছু পাওয়া যায়না, এগুলাই! লোকটা আমারে ছোট ভাইয়ের মতো মায়া করে আর বিদায় বেলায় শুভ বিদায় না বলে বলেন

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৭ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি কি ভবিষ্যত ক্যাডার?

২| ২২ শে মে, ২০১৭ রাত ৮:৩৯

ওমেরা বলেছেন: শুধু অন্যদের টা খেতে হয় না মাঝে মাঝে খাওয়াত্ ও হয় আজকে আপনি তাকে খাওয়াতেন । হি হি হি হি --------

৩| ২২ শে মে, ২০১৭ রাত ৮:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বিলিভ মি, আমি শেভিং ফোম, ক্ষুর, কাঁচি, চুল এগুলা খাইতে চাইনা। :)

লেখা দারণ হয়েছে। হুমায়ুন আহমেদের গল্পের মতই!

৪| ২২ শে মে, ২০১৭ রাত ৯:১১

দীপঙ্কর বেরা বলেছেন: লেখা দারুণ হয়েছে।

৫| ২২ শে মে, ২০১৭ রাত ১০:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো লাগেনি। আপনার সাথে এত খাতির। অথচ কথা না বলে চলে এলেন। যে রম্য করেছেন সেটা রম্য নয়...

৬| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:০০

ইমরান আল হাসান বলেছেন: কেন বলুনতো?

৭| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:০২

ইমরান আল হাসান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.