![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে ছুঁতে গিয়ে আমি দূরে সরে পড়ি;
তোমার স্পর্শ পঙ্গুত্বের হিমালয়।
কেবল চুয়াল্লিশবার পলক ফেলে গুনতে পারি!
অথবা বাঁ-পাশের দুঃখগুলো ডান-পকেটে দেখি!
নিজের কাছাকাছি গিয়ে আমি আয়নায় ঠেকি;
ডান হাত ছুঁতে গিয়ে আমি ডান হাতেই ধরা পড়ি!
কেবল চুয়াল্লিশবার পলক ফেলে গুনতে পারি!
.
॥আয়নাবৃত্তান্ত॥
©somewhere in net ltd.