নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব!

ইমরান আল হাসান

কলম সন্ন্যাসী এক!

ইমরান আল হাসান › বিস্তারিত পোস্টঃ

হৃদয়সঙ্গম বাক্যটুকু!

০৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৫


অনেক্ষন ধরে কুকুরটা প্লাষ্টিকের প্যাকেটটা খোলার চেষ্টা করছে। পা দিয়ে চেপে ধরে মুখ দিয়ে টানছে। এতো টানছে, ছিঁড়ছেও না প্যাকেট টা। চেষ্টাটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, আমিও চাইছি কুকুর প্যাকেট খোলা সম্পর্কিত সফলতা অর্জন করুক। প্যাকেটের ভেতরকার নোংরা বাসি-পঁচা খাবারটা খাক। এক সময় সফলতা পেল। যখন প্যাকেট খুলল অন্য একটা কুকুর এসে থাবা মেরে নিয়ে নিল। সফলতা পাওয়া কুকুরটা শুধু 'কুঁই' করে একটু পেছনে সরে গেল।
.
নদীর ঘাটে বসে অসুস্থ-অবসর পার করছি। ঢেউগুলো দূর থেকে এসে পাড়ে বাড়ি খেয়ে মিলিয়ে যাচ্ছে। আঙুলের ফাঁকে যে ধোঁয়া উড়িয়ে দিচ্ছি, তাও দূরে গিয়ে মিলিয়ে যাচ্ছে। এতক্ষন টিকিয়ে রাখা পাহাড়সম সিগারেটের ছাইগুলো একটু নাড়া খেয়ে পড়ে গেল। এমনটা আমি চাইনি। ছাই না ফেলেই সাবধানে পুরোটা শেষ করার ইচ্ছা ছিল।
.
ভাড়া কম-বেশী নিয়ে মাঝিকে গাল দেয়া বৃদ্ধটা ঘাটে নামতে গিয়ে একবার পিছলে গেল। আমি খুব করে চাইলাম লোকটা চিত্‍পটাং হয়ে পড়ে যাক। মনে হলো আমার ইচ্ছেটা তার পায়ের তলায় বাধা হয়ে ঠেকল। পড়লেন না তিনি। নিজেকে সামলে নিয়ে আবার গালাগাল দিতে দিতে এগিয়ে গেলেন।
.
পিচ্ছি একটা ছেলে ঘাটের সিঁড়ি বেয়ে দৌড়ে আসছিল। পাথরে পা পরে সরে গেলেই সর্বনাশ হয়ে যাবে। বসে থেকে মনে মনে আরেকটা ইচ্ছার জন্ম দিলাম। ছেলেটা পড়ে না যাক! আর তাতেই পিচ্ছিটা 'হাম্পটি-ডাম্পটি' স্টাইলে পরল। শুধু হাত-পা-মাথা খুলে ছিটকে পরল না!
সিগারেটের শেষ অংশ টোকা দিয়ে ফেলে দিলাম। পানিতে পড়ল। আগুন পানিতে নেভালে ছ্যাঁত করে একটা শব্দ হয়। সেটা শুনতে ইচ্ছা করল। শুধু ঢেউয়ের শব্দটাই কানে এলো।
.
প্রকৃতি আসলে কারও ইচ্ছাকেই প্রাধান্য দেয় না। সে কেবলই বিপরীত অপশন তৈরী করে নেয়। ব্যাপারটা যদি এমন হয়, তার ইচ্ছার সাথে আপনারটা পুরো মিলে গেছে।(!) সেক্ষেত্রে তার ইচ্ছাটা সে ঘুরিয়ে নেবে। অন্যভাবে কিন্তু আপনি প্রাধান্য পেয়ে বসলেন। বোকা প্রকৃতি!
.
এখন অব্দি ইচ্ছেটা জয়ী হলো না। সবই ইচ্ছার বিরুদ্ধে ঘটল। মাথাটা ঘুরছে। হেঁটে চলে যেতে পারবো বলে মনে হলো! উঠে দাঁড়াতেই পড়ে গেলাম। জ্ঞান হারাবো এমনটা মনে হলো না। চোখের সামনের সব অন্ধকার হয়ে আসছে। সব ছোট হয়ে আসছে! প্রিয় অনিচ্ছাটাকে জয়ী করার স্বাদ জাগল। মনে মনে আওড়ালাম অন্তরপ্রাচ্যে গোপন অর্থবহ বাক্যটা, "আমি তোমাকে চাই-না!"
.
....ইমরান আল হাসান।
তারিখঃ ২০১৬/০৮/০৮ | রাত ০১:৩৬

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৭ রাত ৮:১৬

ফকির আবদুল মালেক বলেছেন: ভাব ভাষা উপস্থাপনা+

২| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:১৪

ইমরান আল হাসান বলেছেন: :)

৩| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৩

নতুন নকিব বলেছেন:



লেখার হাত অনন্য!

৪| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৬

ইমরান আল হাসান বলেছেন: ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.