![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশীকিছু যাবে না আমার;
বড়জোর অনুভূতিরা চলে যাবে!
এইযে বৃষ্টি বাড়ছে স্বর্দির মতো করে;
টিনের চাল বেয়ে চলে যায়,
চিলেকোঠা ঘেঁষা নারিকেল পাতা চুঁয়ে,
ঝরে যায়।
তেতলার বারান্দায়-
বেড়ালভেজা ব্ল্যাকরোজের আলিঙ্গন শেষে-
বৃষ্টিরা ফোঁটায় ফোঁটায় রিক্সার হুডে আত্নহত্যা ছড়ায়!
এসবইতো যায়-যাচ্ছে-যাবে!
খুব বেশীকিছু যাবেনা হয়তো আমার;
অথচ গরম ভাতেও ধোঁয়া হয়,
রঙ চায়ের কাপে করেও আসবে;
সাথে কয়েলের ধোঁয়াটাও মিশিয়ে দিলে-
আলাদা করতে পারবে? কোনটা খাবে?
সিগারেটের-ধোঁয়া নাহয় ছেড়ে-ফেঁড়ে দিলাম!
আমার আসবে সব আসবে,
একটু একটু করে নাহয় সব আসবেও না।
তবু গভীর রাতে-
একটা-দুটা রিক্সার ক্রিং ক্রিং শব্দ আসবে
তৃতীয় কুত্তার যৌনহিংসাত্নক ঘেউ ঘেউ আসবে!
পাশের বারান্দার শীৎকার সেসাথে মিলিয়ে আসবে।
আমি বহুদিন ব্রায়ান এডামস্ শুনিনা-
হোয়েন ইউ লাভ সামওয়ানের লিরিক মনে আসবে,
জানুয়ারির পর ডিসেম্বর আসবে।
আমার সব স্মৃতি বছর শেষে রিসাইকেল বীনে জমা পরে যায়!
কেবল নভেম্বর এলে কান্না আসবে,
মার্চের রোদে শুকিয়ে, হাসি পর্যন্ত আসবে!
সূর্যগ্রহনের মতন গিলে খাবে!
তখন আবারও কান্না আসবেনা!
জানুয়ারির পর ডিসেম্বর আসলে আমি ভুলে যাই!
আমার সবসময় সবকিছু আসবে না!
এসবইতো আসে-আসছে-আসবে!
খুব বেশীকিছু আসবে না হয়তো আমার;
কই নাতো!
কিছু আসবে যাবে না আমার-
বড়জোর অনুভূতি-শূন্য হয়ে যাবো!
তুমি বরং থেকে যেও প্রিয়দর্শিনী!
জ্বরালাপ || ২০১৮/০৭/২৪
©ImRan AL Hasan
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭
ইমরান আল হাসান বলেছেন: ধন্যবাদ।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪০
মাহমুদুর রহমান বলেছেন: মন ছুয়ে গেল।