![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথে আমার কি কি হয়েছে-
কোথায়, কখন, কবে?
কোন মাসে, কোন সাজে?
ফেলে আসা মেঘের ভাঁজ খুলে রেখে
চোখ দিয়ে নামাই-
পঁচিশশো পৃষ্ঠা খুঁজে খুঁজে দেখি কিছুই নাই,
অযথাই পৃষ্ঠার অপচয়।
এক শব্দের এতো নাম হয়?
যাযাবর মনের ক্ষেত্রফল মেপে
ব্যক্তিগত আর্কাইভ ঘাঁটি-
সমস্ত শব্দের উচ্ছেদেও প্রেম বাড়ে
পুরোটা মুছে লিখে দিই ভালোবাসা-
ভালোবাসা টু দি পাওয়ার ইনফিনিটি!
০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২১
ইমরান আল হাসান বলেছেন: ধন্যবাদ
২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৪
নেওয়াজ আলি বলেছেন: পরিপক্ব লেখা ।
০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২২
ইমরান আল হাসান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: খুব ভালো।