| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে সমাজে জুলুম অন্যায় হবে, মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে সেখান থেকে বিপ্লবের সূত্রপাত হবে। এটি একটি চিরন্তন সত্য ব্রত।
তেমনি একটা বিপ্লবের ফসল হিসাবে আমরা বাংলা পেয়েছি। সেই বিপ্লবের সনদ ছিল-
"আর দাবাইয়া রাখতে পারবা না"
ঠিক একই ধরনের ভুলের পুনরাবৃত্তি কারণে বাকশাল বাংলার একটা ইতিহাস বটে। যে বাংলাকে দাবাইয়া রাখা যায় না! তাই বাকশাল পরবর্তী ঘটনা প্রবাহকে আমরা একপক্ষীয় দুষ দিতে পারি না। এটাকে বলা চলে "খাল খেটে কুমির আনার" মত ইতিহাস!
যিনি বিপ্লবীদের শিখিয়েছেন দমিয়ে থাকা চলবে না, সে তিনিই যখন সেকেলের বাণী শুনালেন 'সব বলতে পারবে কিন্তু সত্য বলতে পারবে না' ঠিক তখনই আর দবাইয়ে রাখা যায় নি! কারণ সত্য আইয়ুব খানের আমলেও যেমন সত্য ছিল, বাকশাল পরবর্তী সময়ও সত্য সত্যই ছিল, এখনো সত্য ইজ সত্য। 
©somewhere in net ltd.