নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরান

ইমরান বিন জাবের

আমি শুধু আমার ভাগ্যকে অনুসরণ করছি

ইমরান বিন জাবের › বিস্তারিত পোস্টঃ

সোনারগাঁও, মুসলমানির গল্প!

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫

ভারতে মুসলিম সাম্রাজ্য তথা ইসলামের গোড়াপত্তন হয় মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু ও মুলতান জয়ের মাধ্যমে। তারপর পর্যায় ক্রমে এক বংশ হতে অন্য বংশ ভারতে অভিযান পরিচালনা করার মাধ্যমে সর্বশেষ মুহাম্মদ ঘুরির নেতৃত্বে ১২০২ খ্রিষ্টাব্দে দিল্লীতে মুসলিম সম্রাজ্য প্রতিষ্ঠার হয়। তখন থেকে ভারতে মুসলমানদের পদযাত্রা শুরু।

সর্বশেষ মুহাম্মদ ঘুরির মাধ্যমে ভারতে মুসলিম সম্রাজ্য প্রতিষ্ঠা হলেও বঙ্গে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয় ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি নেতৃত্বে। ১২০৩ খ্রিষ্টাব্দে তিনি বিহার ও ১২০৪ খ্রিষ্টাব্দে নদীয়া জয়ের মাধ্যমে বাংলায় এবং বাংলার একটি অংশে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।

কিন্তু এই পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) প্রথম স্বাধীন মুসলিম রাজ্যের গোড়াপত্তন করেন ফখরুদ্দীন মোবারক শাহ।

প্রথমে তিনি দিল্লির তুগলক সুলতানের অধীনে সোনারগাঁয়ের শাসনকর্তা নিযুক্ত হলেও ১৩৩৭ খ্রিস্টাব্দে দিল্লির সুলতানের গভর্নর বাহরাম খানের মৃত্যুর পর তিনি সোনারগাঁয়ে শাসন ক্ষমতা সুদৃঢ় করেন এবং স্বীয় অবস্থান সুদৃঢ় করে ১৩৩৮ খ্রিস্টাব্দে নিজেকে বাংলার স্বাধীন সুলতান ঘোষণা করেন। এবং সোনারগাঁও কে রাজধানী ঘোষণা করেন। এরপর তিনি কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম জয়ের মাধ্যমে একটি স্বাধীন বৃহৎ বাংলা প্রতিষ্ঠা করেন এবং বাংলায় নতুন সুলতানি যুগের সূচনা করেন।
যা দুশ বছর অব্যাহত ছিল (১৩৩৮-১৫৩৮)।

এবং ১৬১০ সালে দিল্লির মোঘল সম্রাট জাহাঙ্গীর কর্তৃক পূর্ববাংলা বিজয়ের আগপর্যন্ত সোনারগাঁও ছিল পূর্ববাংলার রাজধানী।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

ইমরান বিন জাবের বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

পবিত্র হোসাইন বলেছেন: কিছু জানলাম। ধন্যবাদ আপনাকে

৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০০

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: +++

৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

স্রাঞ্জি সে বলেছেন:
অনেক কিছু জানা হলো।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

ইমরান বিন জাবের বলেছেন: ধন্যবাদ।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

পবন সরকার বলেছেন: চমৎকার পোষ্ট।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

এস এম মামুন অর রশীদ বলেছেন: ছিমছাম পোস্ট। তবে বাহরাম খান নামে দিল্লীর কোনো সুলতান ছিলেন না।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

ইমরান বিন জাবের বলেছেন: তিনি তুগলকি শাসক তথা দিল্লি সালতানের অধিনে সোনারগাঁও এর গভর্নর বা শাসক ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.