নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা থাকা ভালো,\nএকা থাকা বোরিং!

ইমতি্য়াজ আনাম মাহমুদ

undefined

ইমতি্য়াজ আনাম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

সকালের এককাপ ফালতু চা, আর মাথায় আসা জঞ্জাল মিলে খিচুরি.....

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৩

যার কাজ, তারই করা ভালো। শুধু শুধু চা টা বানাতে গেলাম। বিচ্ছিরি হইসে ! কি বানালাম এটা ? এমন চা ও মানুষ বানায় ?

আমার চা বানানোর অভ্যাস নাই তেমন । চা বেশি খাওয়াও হয় না । বেশিরভাগ চা বন্ধুদের সাথে চায়ের দোকানেই খাই । এটা যদিও কমে গেছে অনেক । সামনে এক্সাম , সবারই সিরিয়াস হয়ে যাবার কথা । লাইফটাই অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে । এই কথাটা অবশ্য ছোট বড় সবার জন্যই খাটে । ছাদে উঠে আশেপাশের অনেকটুকু এলাকা দেখা যায় । প্রচুর মানুষ । এত মানুষের ইমোশনে কিছু ভ্যারাইটি থাকা উচিত । কিন্তু কাউকে দেখেই মনে হচ্ছে না সে খুব সুখে বা খুব ফুর্তিতে আছে ।

অবশ্য দেখার মধ্যে ভুল থাকাটা খুবই স্বাভাবিক । চোখের দেখায় সাধারনত অনেক ভুল থাকে । আমাকে ছাদের রেলিং এর বাইরের দিকে পা ঝুলিয়ে বসে চা খেতে দেখে সামনের বাড়ির মেয়েটা কপাল কুঁচকে তাকিয়ে থাকে । সে হয় আমাকে সাহসী ভাবে , নয়ত পাগল ভাবে । আমি কিন্তু দুইটার একটাও না । তিনতলা ছাদ থেকে পড়ে গেলে ডাইরেক্ট মরে যাবার সম্ভাবনা একটু কম , তাই এভাবে বসে থাকতে পারি । সাততলা ছাদের রেলিংএ বসতে বললে আমি সম্ভবত দৌড়ে পালাব ! আমার উচ্চতাভীতি ভয়ংকর রকম বেশি । একটু সাহস বাড়ানো দরকার । জীবনটা ভীতু মানুষদের জন্য আরো বেশি কঠিন হয়ে যায় । তাদের জন্য বেঁচে থাকার সবচেয়ে বড় সমস্যা হল , তাদের বেঁচে থাকতে হয় । জীবনটাকে ঠুস করে শেষ করে দিতে পারে না তারা ।

জীবনটা জটিল হয়ে যাচ্ছে । অবশ্য জীবন তো জটিল হবেই । জীবনের ধর্মই জটিল হওয়া । ছোট ছেলেটা ভাবে যে , কবে সে বড় হবে , স্বাধীন হবে । আবার বড় ছেলেটা ভাবে , ছোটবেলায় জীবন কতই না সুখের ছিল , স্বাধীন ছিল । জীবন সবার জন্যই জটিল । পাশের বাড়ির মেয়েটা ডায়েরী লেখে । তার ডায়েরীর সব পাতাতেও সুখের স্মৃতি লেখা থাকার কথা না । তার ডায়েরীতে অবশ্য একটাও সুখের কথা থাকার কথা না ! ছয়মাস যাবত দেখছি মেয়েটাকে , একটা দিনও দাঁত বের করে হাসতে দেখলাম না !

যাক , আমার কী ? মেয়েটা বসে নিজের মত ডায়েরী লিখুক । আমি বসে বসে নিজের মত চা খাই । থুহ্ , বিচ্ছিরি ! এমন চা ও মানুষ বানায় ?...................

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩

ডরোথী সুমী বলেছেন: আমারও উচ্চতাভীতি রয়েছে। তিন তলার রেলিং থেকেও নীচে তাকাতে ভয় লাগে। উমমম....যাই বলুন চা বানানো শেখা কিন্তু খুব জরুরী। দুধ চা না বানাতে পারলেও লিকার চায়ের রেসিপি জানতেই হবে। ভাল থাকুন।

২| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৬

ইমতি্য়াজ আনাম মাহমুদ বলেছেন: কফিটাই বেশি খাওয়া হয় তো........ যাই হোক, শিখে নেব! :-)

৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫

আদম_ বলেছেন: দুর্দান্ত একটা লেখা হয়েছে। সুন্দর।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৯

ইমতি্য়াজ আনাম মাহমুদ বলেছেন: ধন্যবাদ!! :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.