নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইনোসেন্স

জাতি - মুসলিম, জাতীয়তা - বাংলাদেশী, ভাষা - বাংলা, চেতনা - ৫২,৭১

ইনোসেন্স

জাতি - মুসলিম, জাতীয়তা - বাংলাদেশী, ভাষা - বাংলা, চেতনা - ৫২,৭১

ইনোসেন্স › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলামের লং মার্চে কে পরাজিত হলো?

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

৬ মার্চ হেফাজতে ইসলাম আয়োজিত লংমার্চ-মহাসমাবেশে ইসলামী চেতনার যে মহাজাগরণ বিস্ফোরিত হলো, তার শুরুটা হয়েছিল আমারদেশ পত্রিকার মাধ্যমে।কেউ স্বীকার করুন আর নাই করুন মাহমুদুর রহমানই দেশের আলেম-ওলামাদের বিভিন্ন প্লাটফর্ম থেকে শাহবাগে কথিত নাস্তিকতার বিরুদ্ধে এক করেছেন।বাংলাদেশের ইতিহাসে সরকারী ছুটিরদিনে নজিরবিহীন হরতাল-অবরোধ চুরমার করে দিয়ে তৌহিদী জনতার মহাসমুদ্র কোন ভাবেই ছোট করে দেখা যাবেনা। অপরদিকে লংমার্চ প্রতিহত করার ঘোষনা দিয়েছিল-ঘাদানিক, সম্মিলিত সাংস্কিতিক জোট, সেক্টর কমান্ডারস ফোরাম সহ ২৭ টি নাম সর্বস্ব বাম দল ও গণজারণ মঞ্চ।কিন্তু তারা সম্পূর্ন সরকারী সহায়তায় বাস,ট্রেন, লঞ্চ, ফেরী বন্ধ করেও লংমার্চ কোন ভাবেই প্রদিহত করতে পারেনি।হেফাজতে ইসলামের সর্বকালের সর্ব বুহত সমাবেশ এবং লং মার্চে কে পরাজিত হলো- ঘাদানিক? সম্মিলিত সাংস্কিতিক জোট? সেক্টর কমান্ডারস ফোরাম? ওয়ার্কাস পার্টি সহ ২৭ টি নাম সর্বস্ব বাম দল ? না গণজারণ মঞ্চ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.