![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম:- ইকবাল জিল্লুল মজিদপেশা:- চাকুরী ও চিকিৎসা পেশার সাথে জড়িতহবি:- সমাজ উন্নয়ন মূলক কাজে নিয়মিত অংশ নেওয়া, প্রতিদিন কিছু বিষয় ভিত্তিক লিখা,নিয়মীত মেডিটেশন করা
দৈনিক খবরের খাগজ খুলা মাত্র যে খবর সবার আগে চোখে পড়ে,সেটা হচ্ছে দুর্ঘটনা এবং অপমৃতু।দৈনিক কত পরিবারের বুক খালি হচ্ছে তার হিসাব কে রাখে। যদিও মনে রাখেন তা স্বল্প সময়ের জন্য।নিত্য দুর্ঘটনা,অসংখ্য সমস্যায় জর্জরিত সমাজ কে কার খবর রাখবে।
তবু ও সমস্যার সমাধান সম্ভব। আমাদের পার্শ্ববর্তী দেশে ব্যাপক জনসংখ্যা থাকা অবস্হায় উন্নতি লক্ষণীয়।
আমাদের সমস্যা হচ্ছে আইনের প্রতি সীমাহীন অবহেলা। ঢাকার রাস্তায় চলাচল করলেই দেখা যায় পুলিশের সামনেই একই রাস্তায় রিকশা সহ অন্যান্য যানবাহন ব্যাপক ভাবে চলতেছে। কেন ব্যবস্হা নেওয়া হয় না। এরজন্য দেশের প্রচলিত আইনে ব্যবস্হ রয়েছে। সচতেনতা শব্দ ব্যবহার করতে করতে আমরা ক্লান্ত। আইনের শাসনই পারে ব্যাপক সমস্যার সমাধান।
তাই আসুন যার যা দায়িত্ব আছে,চেষ্টা করি মানুষের অপমৃতু সহ অন্যান্য সমস্যার চেষ্টা করি।
©somewhere in net ltd.