নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বদেশ প্রেম মুখে নয় হৃদয়ে লালন করতে চেষ্টা করি

ঘৃণা পাকিপন্থি রাজাকারদের, ততোধিক ঘৃণা ভারতপন্থি দালালদের।

ইরফান আহেমদ

ভালোবাসি যা কিছু সুন্দর। ভালোবাসি মাতৃভাষা বাংলাকে। ভালোবাসি মাতৃভুমি বাংলাদেশকে।

ইরফান আহেমদ › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের নামটা কেনো এমন হলো?

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:২৮



(আওয়ামী লীগ) শব্দ দু'টিই বিদেশী ।

প্রথম শব্দটি উর্দুতে ব্যাবহার হয়,

দ্বিতীয় শব্দটি ইংরেজী।

এই দেশ, উর্দুভাষীদের নিয়ন্ত্রনে ছিলো ২৪ বছর (১৯৪৭-১৯৭১)

আর ইংরেজদের নিয়ন্ত্রনে ছিলো ১৯০ বছর (১৭৫৭-১৯৪৭)

তা হলে জেনে শুনে এভাবে নামটা ধরে রাখার মানেটা কি?

মন্তব্য ৬৮ টি রেটিং +১৯/-১৩

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৫

রোহান বলেছেন: ইরফান মানে সিন্ধি তে গ্রেট ফুল নেস তাই না ;)

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৭

ইরফান আহেমদ বলেছেন: রোহান
ওমর হাসান আল জাহিদ
দু'জন মাইনাস দিলো।

না বাহে, ইরফান আরবী শব্দ যার মানে চিনে নেয়া।

২| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪০

সজল বলছি বলেছেন: খাইয়া দাইয়া আর কোন কিছু নিয়া গবেষণা করতে পারেন না?

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৩

ইরফান আহেমদ বলেছেন:
কি আর করি,
মাথায় যা ঢোকে তাই নিয়ে চিন্তা করি, এই যা।
সম্ভবত আমি অযৌক্তিক কিছু লিখেছি, নইলে আওয়ামী লীগার রা না খোশ হলেন কেন?

৩| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৪

নাফিস ইফতেখার বলেছেন: আচ্ছা বলেনতো "ইনকিলাব" কোন দেশী শব্দ?

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৮

ইরফান আহেমদ বলেছেন:
ইনকিলাব যতটুকু জানি আরবী শব্দ যার অর্থ হলো বিপ্লব।

৪| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৫

রোহান বলেছেন: তো ইরফান নাম বাদ দিয়া জেনে নেয়া নাম নেন ;) নাকি আরব রা শাসন করে নাই তাই বেবাকডি আরবী নাম নিবো ???

বিএনপি তো অন্য ভাষার, জামায়াতে ইসলামী কি বাংলা ভাষা, জাতীয় পার্টি এর পার্টি কি বাংলা?

সব বাদ দিয়া আম্লীগের পিছে লাগলেন কেনু?

বেবাকতে করলে লীলা খেলা আম্লীগ করলে পাপ ;)

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৮

ইরফান আহেমদ বলেছেন:
বেবাকতে করলে লীলা খেলা আম্লীগ করলে পাপ।

খাইছে গো, আম্লীগের ব্যাপারে লেইখ্খা জন্মের ভুল করলাম না তো?

৫| ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৭

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: উর্দূ ইংরেজি মিশিয়ে যে কেউ যে কোন মানুষ বা দলের নাম রাখতেই পারে। কোন সমস্যা নাই। কিন্তু যদি তাতে ইসলাম জাতীয় কোন কিছুর গন্ধ থাকে তাইলেই কম্ম সারা। সারা গায়ে শুরু হয়ে যায় চুলকানী।

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:০০

ইরফান আহেমদ বলেছেন:
মনে হয়, আমার গাধা ঘোড়া, আর আপনার ঘোড়া গাধা।
আম্লীগ করলে এই নিয়ম মানতে অইবো।

৬| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১০

সোনালীডানা বলেছেন: হুমম.....

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৩

ইরফান আহেমদ বলেছেন:
স্যরি, কিছুই বুঝলাম না

৭| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৩

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভায়া, আম্বালীগের নাম নিয়া পড়ছ কেন?

রাজাকার, হাফ স্বৈরাচার (বিএমপি), ফুল স্বৈরাচারগো দেহ না?

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৫

ইরফান আহেমদ বলেছেন:

বুঝলাম ওখানেও কিছু গন্ডগোল আছে। কিন্তু আম্লীগের নাম নিলে এত কান্না কাটি কেন?

৮| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৩

জিকো বলেছেন: আওয়ামী লীগ কোন প্রদেশিক দল ছিল না।

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৭

ইরফান আহেমদ বলেছেন:
আমার চিন্তা সেখানে নয়। চিন্তা হলো, ঐ গোলামীর মানসিকতা এখনো রয়ে গেলো না তো?

৯| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৯

রোহান বলেছেন: জন্মে ভুল আছে এরম পার্টির নাম নিলেন না তো তাই কিরাম একচুকা হইয়া গেলো :) আর ভায়া বাকী দল গো নাম করণ নিয়া কিছু কইলেন না পিছলায়া গেলেন কেনু? আর আফনার নাম বদলায়া আকিকা দিয়া "জেনে নেয়া" কবে রাখতাছেন :)

মাইনাচ দিলেই আম্লীগ হয়া গেলো নাকি? পোষ্ট দিতে পারতেন যে আমাগো সব দলের নামে অন্য ভাষার ছড়াছড়ি তাইলে একটা কথা আছিলো, এক আম্লীগ রে নিয়া আপনের চুলকানিরে মাইনাস দিসি :)

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৬

ইরফান আহেমদ বলেছেন:
কথায় কথায় দেশপ্রেম, আর কাজে কম্মে অন্যের পিরিতীতে মশগুল বনিতার মতো। তাই এই চুলকানি।
টিপাইমুখ বাঁধ আর করিডোরের কথা চিন্তা করলেই বোঝা যায়।

১০| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৫

হেমায়েতপুরী বলেছেন: আপনি অযথা বিতরকে যাচ্ছেন।


আপনার জন্য মাইনাস।


ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩০

ইরফান আহেমদ বলেছেন:
অযথা কেন তা বুঝলাম না।
দেশের প্রধান একটি দলের নামের মাঝে (গাধা+ঘোড়া=খচ্চর) এর সিষ্টেম। বলতে গেলে আবার অযথা বিতর্ক হয়ে গেলো। যথাটা তাইলে কোথায়?

১১| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৪

রোহান বলেছেন: অন্য ভাষার শব্দে নাম হইলে কি খচ্চর সিস্টেম তয় আপনের নামে তো পুরা গাধা সিস্টেম, আহেমদ লেকার ইসটাইলডাও সেরাম ;)

তো আম্লীগ বাদে বেবাকের অনেক দেশপ্রেম হের লিগা তগো খচ্চর সিস্টেমের নামও আপনার কাছে জায়েজ নাকি?

নয়া আইছেন অহনই না আবার লেজ বেরিয়ে যায় ;)

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৭

ইরফান আহেমদ বলেছেন:
আম্লীগের নাম নিলে আমনেরা এত চটেন কেন।
কারন কি গোড়ায় গলদ?

১২| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৪

লেখাজোকা শামীম বলেছেন: কুভ গিয়ানের খতা খইজেন ঝনাব । আপনার আখিখা খাইবার মুঞ্চায়। ধাওয়াত পামু নি ?

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৯

ইরফান আহেমদ বলেছেন:
ধাওয়াত পাবেন জধি আখিখা খরাই।
আমি এখটু বেখুব টাইপের গিয়ানের খতা থেমন ঝানিনা।

১৩| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৫

রোহান বলেছেন: যতটা ঘৃণা পাকিপন্থি রাজাকারদের, ততটাই ঘৃণা ভারতপন্থি দালালদের।


খালি পরেরডার (!!) পিছে লাগলেন? জামায়াতে এছলামী নামের মধু নিয়া আলুচনা দিলেন না যে ;)

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪২

ইরফান আহেমদ বলেছেন:
পরথম আলুচনা দেওয়াতে লক্ষণের গায়ে শরাঘাত হলু।
জানিনা জামায়াতে এছলামীর নাম নিলে কি অয়।

১৪| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৬

রোহান বলেছেন: শামীম ভাই উনার নামেই আছে চিন্না নেওয়া ;) অহন আকিকার আগে আগে চিন্না নেন পরে না চিন্না আখিখা খাইয়া ফেইলা পস্তাইতে পারেন :)

১৫| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪২

রোহান বলেছেন: বসে মুনে কয় আসলেই বেকুব টাইপের :) নাইলে কেমতে ধইরা ফেললেন আম্লীগের নাম লইলেই মাইনসে ক্ষেইপা যায় :)

গোড়ায় গলদ না রে ভাইডি, আসল কতা হইলো আইজকাল বলগ ভর্তি বলদ ;)

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৪

ইরফান আহেমদ বলেছেন:
(আসল কতা হইলো আইজকাল বলগ ভর্তি বলদ) ।
সত্যিই তাই, নইলে কি আর সাদা কে সাদা কইলে গুতো দিতে আহে।

১৬| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখাজোকা শামীম বলেছেন: আপনার জন্য একটা তথ্য দেই।
বাংলা ভাষার মোট শব্দ সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার।
তার মধ্যে ৫৫ হাজার তৎসম মানে সংস্কৃত শব্দ।
প্রায় আড়াই হাজার আরবী-ফারসী শব্দ।
৪০০ তুর্কী শব্দ।
৮০০ ইংরেজি শব্দ।
১৫০ পর্তুগীজ ও ফরাসী শব্দ।
এর বাইরে যা আছে সেগুলো তদ্ভব ও দেশি শব্দ।
তথ্যসূত্র : বাংলা বানান বিচিন্তা , অধ্যাপক পি আচার্য।
তবে আমার ব্যক্তিগত মত হল, বর্তমানে বিশ্বায়ন ও ইন্টারনেটের কারণে ইংরেজি ভাষার শব্দ আত্তীকরণ হচ্ছে বেশি। যে কোন ভাষার জন্য এই ব্যাপারটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৩

ইরফান আহেমদ বলেছেন:
ধন্যবাদ, শাজাহান শামীম ভাই,
আমার প্রশ্ন সেখানে নয়। আওয়ামী লীগের নামের সাথে তাদের চরিত্রের একই অবস্থা নয় তো?
বিশেষ করে টিপাইমুখ বাঁধ আর করিডোরের ব্যাপারে তাদের যে অবস্থান, তা ভেবে দেখলে কি মনে হয়।

১৭| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫০

রোহান বলেছেন: এসলামীর নাম নিয়া ডেহেন কি হয় :) বেতুন ভাতা বন হয়া যাইতে পারে, আগে নয়া একডা চাকরী খুইজা নিয়েন ;)

আহারে বলগ বলদে আসলেই ভর্তি হয়া গেলো... এই দুর্যোগের দিনে ছাগু গুলা কাডল পাতার অভাবে আপচুষ চুষতে চুষতে শুকায়া যাইতাছে রে :)

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৪

ইরফান আহেমদ বলেছেন:
বাড়িতে কাডল গাছ লাগান।

১৮| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৪

রোহান বলেছেন: করছেন কি শামীম ভাই? কাঠাল পাতা না দিয়া গিয়ান দিতাছেন এইখানে??? দেহেন না মামুর চোখে ঠুলি দেওয়া, ঠুলির পিছে আম্লীগ লেখা হের লিগা উনি আর কিছু চুকে দেখেন না :)

অহন কইলাম "চিন্না নেয়া" বসে আপনার শামীম নাম হইলো ইদ্দিস ভাষার শব্দ এরম অপবাদ দিয়া আপনেরে ডেশ ছাড়ার পিলান দিবার পারে :)

১৯| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৬

রোহান বলেছেন: বিশেষ করে টিপাইমুখ বাঁধ আর করিডোরের ব্যাপারে তাদের যে অবস্থান, তা ভেবে দেখলে কি মনে হয়।

অবস্থান কি হেইডা নিয়া আলুচনা পোষট দিলেই তো হয়, খামাখা কাডল পাতা চিবায়া বলগ নোংরা করার কি দরকার আছিলো :)

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

ইরফান আহেমদ বলেছেন:
সত্য বড়ই তেতো রে মামু,

২০| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৫

নাজমুল আহমেদ বলেছেন: রোহান জেডা তুমি জানু না আমি কাডল পাতা সাপ্লাই কমিটির উপদেষ্টা, এই সমস্ত রাম ছাগলদের কাডল পাতার অভাব কুনদিনই বুঝতে দেই না।


০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:১২

ইরফান আহেমদ বলেছেন:
কাডল পাতা সাপ্লাই কমিটির উপদেষ্টা।

এটাই বাস্তবিক।

২১| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:১০

রোহান বলেছেন: চিন্না নেয়া ভচ, আম্লীগের নাম তো উর্ডু আর য়াংরেঝির খচ্চর সংস্করণ তয় হেগো ডেহি খাতির হিন্দিভাষীগো লগে... আফনের ফর্মুলা ফেইল খাইলো যে ;)

নাজমুল জেডা ইনি হইলেন আরব গো গুলাম (উনার নামকরনের বিখ্যাত খচ্চর ফরমুলা অনুযায়ী), উনি কাডল পাতা খাইভেন কেনু? উটগো খাওন আইনা দাও জেডা ;)

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৫

ইরফান আহেমদ বলেছেন:
ওরে ডবল জেডা,(জেড+জেডা=েডা)
ব্যাক্তিগত আক্রমণ না করলে কি চুলকায়।

২২| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২১

রোহান বলেছেন: চুলকানি একটা সংক্রামক ব্যাধি গো ভাইস্তা... বড়ই খতরনাক ব্যাধি... চুলকানী ওলাগো বলগে আইসা আক্ড়ান্ত হইলে কি ক্ষ্যাতি পূরণ পামু নি ;)

ইহার মইধ্যে ব্যাক্তি আক্রমন কই? ইহা তো কেবল আপনার মহান থিওরীর বাগ নিয়া আলুচনা... আফনের ইরাম একটা ফর্মুলা যেটা কিনা টিপাই মুখ সমস্যা নিয়ে সরকারের অবস্থানের আসল কারণ উদঘাটন করলো সেটার সর্বত্র প্রয়োগ আমাদের সবার কাম্য। আহেন আমরা নামকরণের ভাষার সাথে আচরণের মিল বের করা ইরাম একটা সূত্রের ব্যাফক বিস্তৃত প্রয়োগ কামনা কইরা খাস দিলে দোয়া করি...

২৩| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৩

হেমায়েতপুরী বলেছেন: ভাই আন্নে কিন্তু হিট।
ভালো হারে কমেন্ট পড়তাছে।

বেহুদা হিট বাড়ানের এই ফন্দি কিন্তু ইফেক্টিভ।

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৩

ইরফান আহেমদ বলেছেন:
হিটে গা জইলতাছে।

ভালো না লাগলে, কমেন্ট না করলে সমাধান হয়ে যায়।
কালো কে সাদা বললে হয়তো হুদা হইতো। এখন যেটা বেহুদা।

২৪| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:০১

মহসিন৭১ বলেছেন: বেশীরভাগ মন্তব্য রোহানের। তিনি লীগার তাই এ নিয়া বিতর্ক না বাড়ানোই ভাল।

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৯

ইরফান আহেমদ বলেছেন:
ধন্যবাদ, অনেকটা তাই।
ওনাদের যে কোন বাস্তব কথা সহ্য করার ক্ষমতাটা একটু কম।

আবার পোষ্ট হিট হচ্ছে কিনা চিন্তায় ও আছে।

২৫| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:১১

কিরিটি রায় বলেছেন: আওয়ামীলীগের বাঙালী হওয়া হউলে না.. এরম একখান লিখছিলাম....

চাইল ধেখতে পারেন।
তবে সেখানোও দেখবেন তাগোর চুলকানীর ইসটাইল ;)

Click This Link

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৫

ইরফান আহেমদ বলেছেন:
হ্যাঁ, আপনার লেখা পড়লাম , সেখানেও তো লগী বৈঠার হামলা।
তো আমরা এক কাজ করতে পারি,
অভিধানে আওয়ামী আর লীগ শব্দ দুটিকে বাংলা বলে চালিয়ে দিতে পারি।

২৬| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৬

রিমঝিম বৃষ্টি বলেছেন: নাম দিয়া কাম কি?

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪২

ইরফান আহেমদ বলেছেন:
ঐ যে বর্ষে বলে বৃষ্টির নাম বৃষ্টি
নাম ছাড়া তো কিছুই হয়নি সৃষ্টি

২৭| ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০২

চন্দন বলেছেন: আম্লীক তো আম্লীকই ;)

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

ইরফান আহেমদ বলেছেন:
আরে সত্যিই তো, আম্লীক তো আম্লীকই ।
ধন্যবাদ, স্মরন করিয়ে দেবার জন্য।

২৮| ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

ইসমাইল ইমু বলেছেন: exactly

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

ইরফান আহেমদ বলেছেন:
Yes, exactly.

২৯| ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

কালিদাস কবিয়াল বলেছেন: একে সাথে উর্দু (ধর্মপ্রীতি কিংবা পাকিস্তানপ্রীতি) আর ইংরেজী (প্রগতিশীলতা) শব্দের প্রয়োগ দেখে এই দলটির আসল চরিত্র চেনা যায়।

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১২

ইরফান আহেমদ বলেছেন:
হ ভাই, তাই,
তাই বলেছিলাম, (গাধা+ঘোড়া=খচ্চর)

৩০| ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

সরকার সেলিম বলেছেন: ভাইজান আফনে এত কিছু থাকতে আওয়ানলীগের পিছে লাগলেন কেন? দিল তো লোকজনের মনটা বেজার করাইয়া।
লোকজনতো এখন আপনারে কাঠালপাতা খাইতে কয়...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

ইরফান আহেমদ বলেছেন:
তার মধ্যে একজন কাঠালপাতা চাষী আর একজন কাডল পাতা সাপ্লাই কমিটির উপদেষ্টা।
দু'জনই আবার একজন আরেক জনকে জেডা কয়।
তাগো মন খারাপ হইছে তার জন্য দু:খিত।
তবে যাদের ভালো লেগেছে তাদের সংখ্যা বেশী, এটাই সান্তনা।

৩১| ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

কালিদাস কবিয়াল বলেছেন: ''পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি''

সরকার সেলিম-কে বলছি: ভালোলাগা কিংবা মন্দলাগা দিয়ে কোন বিষয়ের সত্য-মিথ্যা যাচাই করা যায়না; কোপার্নিকাসের সৌর-কেন্দ্রিক পৃথিবীর মডেল সর্মকিত মতবাদ সমসাময়িক অনেকেরই ভালো লাগেনি, আর সেই মতবাদই আজ কিন্তু নির্জলা সত্য। তাই সময়ই বলে দেবে কাঁঠালপাতা কার খাওয়া প্রয়োজন!

০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

ইরফান আহেমদ বলেছেন:
কালিদাস কবিয়াল , আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরো ধন্যবাদ, আপনার চমৎকার সুন্দর উদাহরনের জন্য।

৩২| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৮:২৮

সরকার সেলিম বলেছেন: @কালিদাস কবিয়াল- আপনার মন্তব্যটা ভালো লাগলো...

@লেখক- ও বাহে মানুষ, তুমি মোর বাহের দেশের নোক বাহে...

৩৩| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৩১

ইরফান আহেমদ বলেছেন:
না বাহে, বাহে অনেক দুরের নোক।

৩৪| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৩২

তায়েফ আহমাদ বলেছেন: বহুত গবেষনাধর্মী পোষ্ট।

০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৩:০০

ইরফান আহেমদ বলেছেন:
বহুত গবেষনাধর্মী পোষ্ট নয় অবশ্যই। তবে একটু চিন্তা করার মতো।

৩৫| ০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ১১:২৬

রোহান বলেছেন: মহসিনবেস্ট বলেছেন: বেশীরভাগ মন্তব্য রোহানের। তিনি লীগার তাই এ নিয়া বিতর্ক না বাড়ানোই ভাল।

আচ্ছা ভাইয়ের মাথায় এতো বুদ্দি :) আমি লীগার আপনারে কে কইছে?

আচ্ছা বিএনপির নাম ইংলিশ তো তাদের কেও বৃটিশ দের গোলাম বলতে হয়

জামাত তো অলরেডী ফাকিস্তানের গোলাম ওদের বসের নামও গোলাম ওদের নাম নিয়ে বলার অবশ্য কিছুই নাই।

মহসিন বেস্ট এইটাও তো (গাধা+ঘোড়া = খচ্চর) টাইপের নিক তাই না তো খালি আওয়ামী লীগ এর নাম নিয়া চুলকানি কেন? আপনি কিংবা এই লেখক নন লীগার বলেই? আমার কথা তো ছিলো এটাই, সবার নামেই সমস্যা তো সবাইকে নিয়ে বলেন। পারটিকুলার একটা দল নিয়ে বলা মানেইতো এক্সট্রা চুলকানি তাই না ;)

@ সরকার সেলিম: মাঝে মাঝে আপনার বুদ্ধির দৌড় দেখে বড়ই আফসোসিত হই? ব্লগে তো একদম নোটুন না আর মাইনাস, ব্যান সব এক্সপেরিয়েন্সও আছে তবুও রেটিং নিয়া আফসোস খাওন ভালা না :)

৩৬| ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১১

মীজানুর রহমান বলেছেন: চুলকাইতাছে রে.................

০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৮

ইরফান আহেমদ বলেছেন:
কি আর করবেন, চুলকাইতে থাকেন।

৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় হায় কি বলতেছেণ্

সাম্প্রতিক ভাষনে! জয়ের তথ্য মতেতো খালেদা জিয়ার মতো তবে আওয়ামীলিগরেও পাকিস্তান চইলে যাইতে হয়! :P

৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

খোঁচা বাবা বলেছেন: তোর লাইগা কাঁঠালপাতা। প্রান ভইরা খা। ;) =p~



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.