নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

সংগৃহীত ছবি- ঠিকঠাক দোয়া করবেন কিন্তু

২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬



সবাই এই কৃতি ব্যাক্তির জন্য ঠিকঠাক মত দোয়া করবেন। দোয়া বাবদ জিলাপী পাবেন কি না তা আমি জানি না।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: ইস্পাত কঠিন পোস্ট !!!!!!!!!!!!!!

পোষ্টে হাজার হাজার লাইক আর ভালুবাসা ।

জাতির স্বার্থে , দোয়া প্রার্থী এই মাছুম মানব সন্তানের স্বার্থে , পোস্ট স্টিকি করা হোক :)

২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

ইসপাত কঠিন বলেছেন: কোন দিক দিয়ে দিলেন?????? কনফিউজড হয়ে গেলাম।

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০২

অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহা আপনার ফেভারে দিছি । শেয়ার করায় ধন্যবাদ :)

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৯

ইসপাত কঠিন বলেছেন: তবুও ভয় যাচ্ছে না B:-)

৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: এই শালার অনেক ট্যাকা। পেপারে ছাপাইয়া দোয়া চায়!
চল সবাই কক্সবাজারে। চান্দুরে গুম কইরা দেই।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১১

ইসপাত কঠিন বলেছেন: চান্দু থাকে কই খেয়াল করছেন? কোরিয়ান হাউস কিন্তু। কোরিয়া থেকে আপনার নামে হুলিয়া জারি হয়ে যাবে।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এটা কোন পত্রিকা ?

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৫

ইসপাত কঠিন বলেছেন: খুব সম্ভবত কুমিল্লার লোকাল কোন একটি পত্রিকা। নাম সম্ভবত আলোড়ন। কুমিল্লার ব্লগারগণ বিষয়টি নিশ্চিত করতে পারবেন।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৯

অণুষ বলেছেন: শালার কত রকমের পাগল যে আল্লাহর দুনিয়ায় আছে। আল্লাহ ছাড়া কেউ জানেনা।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬

ইসপাত কঠিন বলেছেন: আমিও লাইনে আছি B-))

৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
উনি দেখি আবার এমিরেটসে করে কক্সবাজার যাবেন, আবার এটাও হতে পার, ওনার এলাকা থেকে এই প্রথম কেউ কক্সবাজার যাচ্ছে !! B-)) B-))

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪২

ইসপাত কঠিন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৮

ভ্রমন কারী বলেছেন: B-) B-) B-) =p~ =p~ =p~

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩

ইসপাত কঠিন বলেছেন: B-) B-) B-) =p~ =p~ =p~

৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০

বিডি আমিনুর বলেছেন: চান্দু দেহি পত্রিকারে ফেসবুক বানাই ফেলায়ছে B-) B-)
ওর পিছন দিকে লাথি মাইরে ওরে কেউ কক্সবাজার পাঠাইয়া দে ।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৪

ইসপাত কঠিন বলেছেন: একটা এনার্জি ড্রিংকের এ্যাড দিতো যেখানে ২০ টাকায় লাথি মেরে ঢাকায় পাঠাতো। এ্যাডটার কথা মনে করিয়ে দিলেন।

৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪২

মামুন রশিদ বলেছেন: একবার কুমিল্লার পাবলিক চত্বরে একজনের আসার অপেক্ষায় ছিলাম । সন্ধ্যার আবছা অন্ধকারে কয়েকজন আসিফভক্ত যুবক পাল্লা দিয়ে আসিফের গান গাওয়ার চেষ্টা করছিল । তো গান গাওয়ার দিকে নজর না দিয়ে তারা কেবলই আসিফের অঙ্গভঙ্গি নকল করার প্র‌্যাকটিস করে যাচ্ছিল..

এ আর এমন কি! :-B

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০০

ইসপাত কঠিন বলেছেন: সাবধান, কুমিল্লাবাসী খেপল বলে....।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:


কুমিল্লার ২য় মগা B-))

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০২

ইসপাত কঠিন বলেছেন: জাতি ১ম মগার পরিচয় জানতে চায়। B-))

১১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৫

খাটাস বলেছেন: বাহ ভাল মজা তো। :#) :#) :#)
শোভন ভাই B-))

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৩

ইসপাত কঠিন বলেছেন: আপনার কাছে দোয়া চাইলো আর আপনি মজা নিলেন? কামডা কি ঠিক হইলো? B-))

১২| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৯

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। =p~ =p~ =p~


৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৪

ইসপাত কঠিন বলেছেন: =p~ =p~ =p~

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: কুমিল্লার জনগণের গলায় দড়ি পইরা ঝুইলা পড়নের কাম। হালার পুতেগো নয়া ট্যাকা আইচে, কনফার্ম। অর চৌদ্দগুষ্টির কেউ বোধ হয় কুমিল্লার বাইরে যায় নাই। তাই চরম এক্সাইটেড।

মেজাজটাই খারাপ অইয়া গেল।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৫

ইসপাত কঠিন বলেছেন: কি কন? দেহেন না কোরিয়ান হাউসে থাকে....

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯

আমিনুর রহমান বলেছেন:



স্নিগ্ধ শোভন বলেছেন:


কুমিল্লার ২য় মগা B-))




শোভন প্রথম মগাটা কে রে B:-) B:-) B:-)

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৬

ইসপাত কঠিন বলেছেন: আমার এবং জাতির একই প্রশ্ন।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
এই বিশিষ্ট আসিফ ভক্ত কুমিল্লার কৃতি সন্তানের যাত্রা সুভ হোক।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৮

ইসপাত কঠিন বলেছেন: মন চায় এই কৃতি সন্তানের হাতে লোকাল বাসের টিকেট, একপিস বনরুটি আর ২টা চম্পাকলা ধরায় দেই। নাইলে এই নাবালক নিশ্চিত ভাবে ধুতরা পার্টির খপ্পরে পড়বে।

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ২য় মাগার পরিচয় জানিলাম এইবার ১ম মগার পরিচয় প্রকাশ করার তেব্র দাবি জানচ্ছি @আমিনুর রহমান জেসন ভাই এর লাগে কাধে কাধ মিলিয়ে =p~ =p~

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১০

ইসপাত কঠিন বলেছেন: পরিচয় না জানলে শুক্রবার রাত ১২ টা থেকে সকাল ৫ টা হরতাল। তবে সবকিছুই এই হরতালের আওতামুক্ত থাকবে।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৮

জাহিদুল হাসান বলেছেন: মোস্তফা কামাল পলাশ বলেছেন: ২য় মাগার পরিচয় জানিলাম এইবার ১ম মগার পরিচয় প্রকাশ করার তেব্র দাবি জানচ্ছি @আমিনুর রহমান জেসন ভাই এর লাগে কাধে কাধ মিলিয়ে =p~ =p~

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :D :D

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খিক ! খিক !! খিক !!!

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২০

ইসপাত কঠিন বলেছেন: কাজটা কি ঠিক হলো? কৃতি সন্তান দোয়া চাইছে, আপনি দোয়া না করে খিক খিক করে হাসছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.