নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামি চিন্তাবিদ

ইসলামি চিন্তাবিদ › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৬

যারা বিবাহ বহির্ভূত প্রেম-ভালবাসা হতে পরিপূর্নভাবে ফিরে আসতে চান তাদের জন্য কিছু টিপস নিম্নে দেওয়া হল মহান ঈশ্বরের কৃপায় আশা করি উপকৃত হবেন।
১/ সত্যি সত্যি আপনি রিলেশনশিপ হতে ফিরে আসতে চাইছেন কিনা সেটি আগে ভালভাবে কনফার্ম করুন নিজের মনের সাথে।এবারে প্রেম-ভালবাসা হতে সত্যিই পরিপূর্নভাবে ফিরে আসবেন এমন ফাইনাল ডিসিশান নিন। সরাসরি বা যেকোনভাবে তারসাথে ফাইনাল ব্রেক-আপ নিয়ে একদমই যোগাযোগ বন্ধ করে দিন।এক্ষেত্রে কোনকিছুই অপূর্নাংগ বা বাকী রাখা যাবে না সকল ব্যাপারই পরিপূর্নভাবে চুকিয়ে ফেলতে হবে যাতে ২য়বার আর দেখাসাক্ষাৎ এর প্রয়োজন না পরে।
২/ হাতে কাগজ- কলম নিয়ে ২টি নোট লিখুন- উক্ত রিলেশনশিপ হতে কি কি উপকার পেয়েছেন এবং কি কি ক্ষতি হয়েছে তার সবগুলোই নাম্বারিং করে লিষ্ট করুন, একনোটে উপকারদিকগুলোর চার্ট তৈরী করুন অন্যটাতে ক্ষতির চার্ট করুন এবং সবগুলোতেই নাম্বারিং করবেন। এখানে অবশ্যই কি কি লাভ-ক্ষতি হয়েছে এমনকি ভবিষ্যৎ এ হতে পারত বলে আপনি মনে করেন সেগুলোও লিখে ফেলুন। নোটে সব ধরনেরই লাভ-ক্ষতি লিখতে হবে যেমন- আধ্যাত্বিক, মানবিক, আর্থিক, শারীরিক, সময়ের অপব্যায় এসব কিছুই লিখতে হবে এমনকি তার কাছ থেকে কতবার ধোঁকা বা ছলচাতূরীর স্বীকার হয়েছেন সেগুলোও লিখতে হবে। মনে করুন ১৯টি উপকার এবং ২০ এর উপরে ক্ষতির লিষ্ট তৈরী হয়েছে অথবা কোন কারনে ক্ষতির চাইতে লাভের সংখ্যাটাই বেশি এসেছে তবুও আপাত দৃষ্টিতে সেসব উপকার বেশি দেখা গেলেও ভালভাবে লক্ষ্য করে দেখবেন যে আপনার ক্ষতির সাথে সেসব লাভের তুলনাই চলে না। এবারে উপকার বা লাভের যে লিষ্টটি তৈরী করেছিলেন তা খুবই দ্রুত আগুনে পুড়ে ফেলুন আর ক্ষতির লিষ্টটি সর্বদাই নিজের সাথে রাখুন আর যখনই মনে হবে যে ঐ রিলেশন ভালই ছিল বা টিকলে ভালই হত তখনই লিষ্টটি খুলে ১বার চোখ বুলিয়ে নিন।
৩/ বাড়িতে, মোবাইল বা কম্পিউটারে যেখানেই হোক না কেন সকল জায়গা হতেই তার সমস্ত সৃতি কিছু মুছে ফেলুন এমনকি যেসব জিনিসের কারনে বা যেসব জায়গায় গেলে তার সৃতি মনে পরতে পারে এসব আপাদত ত্যাগ করুন শুধু তাই না যেসব ব্যাক্তির কারনে তার কথা মনে পরতে পারে তাদের কাছ থেকেও আপাদত দূরে থাকতে হবে।
৪/ সাধারণত মনের মাঝে তার দুই ধরনের সৃতি থাকে ভাল ও মন্দ, ভাল লাগার সৃতিগুলো অযোথা আর মনে ফিরিয়ে আনা যাবে না, ভুলে যেতে হবে আর যেসব অতীতের সৃতির কারনে তাকে খারাপ লাগত বা ব্রেক-আপ নিতে মন চাইত সেগুলোকে মনের মাঝে এক ধরনের প্যাটার্ন তৈরী করে জিইয়ে রাখতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে এগুলোই সত্যিকারের রিয়্যালিটি আর অন্যগুলো ছিল শুধুই ইলুশন। মাঝেমধ্যে তার কথা মনে পরলেই যেন শুধুমাত্র ঘৃণার সৃতিগুলোই মনে ভাসে সেভাবেই মনের মাঝে প্যাটার্ন তৈরী করতে হবে আর সবচেয়ে উত্তম হল তাকে নিয়ে আর একদমই না ভাবা অন্য গুরুত্বপূর্ন কাজে মনযোগ দেওয়া। মনে করতে হবে যেন সে বলতে আসলে কারও অস্তিত্ব ছিলই না।
৫/ সবচেয়ে গুরুত্বপূর্ন যে কাজটি অবশ্যই করতে হবে তা হল- প্রথমে অনেক কষ্ট হলেও যোগাযোগ বন্ধের পাশাপাশি নিজের বর্তমান স্থায়ী অবস্থানের পরিবর্তন ঘটানো ।বর্তমান অবস্থা পরিবর্তনে সর্বনিম্ন ৩দিন/৭দিন হতে ৪০দিনের জন্য অন্যত্র এমন কোথাও চলে যাওয়া যেখানে অনেকটাই আনন্দে কাটার সম্ভাবনা রয়েছে। নতুন জায়গায় পেছনের কোন কিছুই আর মনে না আনার জন্য সর্বদায় নিজেকে আনন্দদায়ক কাজে ব্যস্ত রাখতে হবে, সমলিংগের সংগী বন্ধু-বান্ধবকে সফর সংগী করতে পারলে আরও ভাল। অবশ্যই নিজের ব্রেক-আপ বা এক্স এর ব্যাপারে কাউকে কিছুই জানানো যাবে না।
৬/ প্রেম-ভালবাসা রিলেটেড সকল গান, মুভি, নাটক, সিরিয়াল, কবিতা, গল্প-উপন্যাস অবশ্যই বর্জন করতে হবে এমনকি বন্ধু-বান্ধবীর নিকট হতে বা অন্যকারও নিকট হতেও বাস্তব প্রেম-ভালবাসার কাহিনী শুনা হতে বিরত থাকতে হবে।
৭/ সাধারনত অনেকেই ২ধরনের রিপ্লেসমেন্টের মাধ্যমে পুরনো রিলেশন হতে বাঁচতে চায়। প্রথমত তারা নতুন আরেকটি রিলেশন বা বিয়েশাদীর মাধ্যমে রিপ্লেসমেন্ট করে থাকে কিন্তু পুরনো সম্পর্ক হতে পরিপূর্নভাবে বের না হয়ে সম্পূর্ন নতুন আরেকটি সম্পর্কে জড়িয়ে পরাতে বিভিন্ন ব্যাডইফেক্ট হতে পারে। দ্বিতীয়ত অনেকে ধূমপান, মাষ্টারবেডিং, মাদক, অবৈধ যৌনসম্পর্কের দ্বারাও রিপ্লেসমেন্ট করতে চায় যা কিনা এক গর্ত হতে বেঁচে অন্য গর্তের মধ্যে পড়ার মত ব্যাপার যদিও ধূমপান ও মাষ্টারবেডিং এর পাশাপাশি ব্যান্ড ও র্যা পসংগীত শুনার ব্যাডইফেক্ট তুলনামূলকভাবে কম।তাই রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ব্যাডইফেক্টমুক্ত একটি মাধ্যমই আছে যা কিনা নাস্তিক ব্যাতীত সকলেই করতে পারে আর তা হল- একমাত্র ঈশ্বরকেই সবচেয়ে বেশি ভালবাসা এবং পাশাপাশি ধার্মিক হয়ে যাওয়া আর অবশ্যই ঈশ্বর ব্যাতীত শুধু নারী নয় আর কাউকেই এত বেশি ভাল না বাসা, এমনকি আশাও বেশি না রাখা।
৮/ পুরনো রিলেশন হতে বাঁচতে অনেকসময় রাতের স্বপ্নও সবচেয়ে বড় বাঁধা হয়ে দ্বারায়। এক্ষেত্রে ব্রেক-আপ হওয়া এক্সের স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রেই শয়তান বা নিজস্ব অবচেতন মন এমনভাবে রাত্রে দেখতে পারে যে অনেকে তার এক্সকে ভুলবশ্বত সোলমেট ভেবে ভুল করে আবারও তার সাথে রিলেশনে জড়াতে পারে। দুজনের ক্ষেত্রেই একইরকম হতে পারে আর এরপরে যদি তারা আবারও রিলেশনে জড়াতে সক্ষম হয় তবে দেখা যাবে কলহপূর্ণ রিলেশন অতঃপর আবারও ব্রেকাপ আর অবশেষে পূর্বের তূলনায় আরও বেশি মানষিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে সম্পুর্নভাবে মানুষ হিসেবে একটা অপর্দাথে রুপান্তরিত হওয়া।
ঈশ্বরের কৃপায় আমি আপাদত এই ৮টি টিপস লিপিবদ্ধ করতে পেরেছি কারও যদি এমন এফেক্টিভ আরও টিপস জানা থাকে তবে নিচের কমেন্টবক্সে জানান এতে অনেকেই উপকৃত হতে পারে।মহান ঈশ্বরের প্রসংশার সাথে আপাদত এখানেই ইতি টানছি। ভাল থাকবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.