![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখবার মতন করে লিখবার চেস্টা করা যাক...
যে হত্যা-রক্ত-ধর্ষন, আমাদের কলকাতা তার "তিলোত্তমা" হারিয়েছে। আমি হারিয়েছি আমার বোনকে। আমার ভাই হারিয়েছে তার দিদিক। বিচার চেয়েছি, জুটছে লাঠি-কাঁদানে গ্যাস। আমরা ক্ষুব্ধ-ক্রুদ্ধ। আমাদের তিল তিল করে গড়ে তোলা ' তিলোত্তমা'- এক লহমায় তাকে শ্মশান চিতায় বিসর্জন দিতে হয়েছে এই হাতে। আমাদের দু-চোখের জল কখন বাষ্প হয়েছে তীব্র রাগে- ঘৃনায়। যে হাতে রাখী পড়েছি সেই হাত চিতায় আগুন দিয়েছে। আমার বোন 'তিলোত্তমা"-আমার মেয়ে 'তিলোত্তমা" ।
©somewhere in net ltd.