![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে এসেছিলেন । এ অঞ্চলের মানুষ আশা করেছিল এতদিন অপেক্ষার পর এবার হয়ত ময়মনসিংহকে “সিটি কর্পোরেশন” করে বিভাগ ঘোষণা করা হবে । দুটো না হলেও অন্তত সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে এমন আশা ছিল অনেকেরই । কিন্তু সব আশায় জল ঢেলে দেয়া হল । পুনরায় নির্বাচিত করার আহবান জানিয়ে পুরোনো সেই আশ্বাস দিয়ে সভা শেষ করা হয় । এইবার আমি কিছু অপছন্দনীয় একটা তুলনা করব, তুলনাটা কিন্তু আপনি নিজেও অস্বীকার করতে পারবেন না ।
প্রধানমন্ত্রী মূলত তিনটি কর্মসূচী নিয়ে এখানে এসেছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর একটি স্মৃতিফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। দুপুরে ময়মনসিংহে নবনির্মিত পাসপোর্ট অফিস ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
কিন্তু শেষবেলায় ময়মনসিনহের মানুষ হতাশ হতে বাধ্য হল, প্রধানমন্ত্রী ময়মনসিংহের জনগণের উদ্দেশে বলেন, ‘গত নির্বাচনে আপনারা ভোট দিয়ে ময়মনসিংহের সবগুলো আসনে আওয়ামী লীগকে জিতিয়েছেন। এ জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে ময়মনসিংহকে সিটি করপোরেশন করে দেব।’ এই একই রকম কথা গত দেড় যুগ ধরে শুনে আসছে মানুষ!
এখন একটা অপ্রীতিকর কথা বলি, বাংলাদেশের টিপিকাল রাজনীতিবিদরা বড় বড় ওয়াদা দেন, কিন্তু তার বাস্তবায়ন কতটা করেন? আমার জেলা ময়মনসিংহের উদাহরণ দেই, এখানের কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ঈদ্গাহ, স্টেডিয়াম এসব কিছু হয়েছে কার উদ্যেগে জানেন??? পূর্ব পাকিস্তানের গভর্নর থাকার সময় মোনায়েম খানের দ্বারা এসব হয়েছিল । তিনি কট্টর পাকিস্তানপন্থী, স্বাধীনতাবিরোধী ছিলেন, একারণে তার নাম ঘৃণার সাথে উচ্চারণ করা হয় । কিন্তু এই ঘৃণিত ব্যাক্তিটি যা করতে পারলেন, ৪২ বছরে স্বাধীন দেশের নেতাদের তো দেশপ্রেম থাকার কথা, তাদের আরো অনেক উন্নয়ন করতে পারার কথা, তারা কেন পারলেন না? দেশ আমাদের, সরকার আমাদের, টাকা আমাদের, তাহলে কেন পারলেন না তারা, কারণ একটাই স্বাধীন দেশে তারা স্বাধীনভাবে ওয়াদাভঙ্গের চর্চা চালিয়ে গেছেন, চেষ্টা থাকলে কর্ণধাররা কাজ করতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না ।
এখন সবচাইতে সাম্প্রতিক একটা উদাহরণ দেই, গত কয়েক বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নানা ধরণের উন্নয়ন কাজ হয়েছে । এমনি এমনি কি আর হয়? বিএনপি সরকারও তো আর সেধে কাজ করে দেয়নি । হাসপাতাল ও কলেজের মাঝে করিডোর তৈরি, লাইব্রেরি উন্নয়ন, অডিটোরিয়াম নির্মাণ, কলেজ বিল্ডীং এর এক্সটেনশন নির্মাণ, সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কাজ, মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০ তলা(দেখলে চেয়ে থাকতে ইচ্ছা করে) ভবনটা কিন্তু বিএনপির একজন খুবই প্রভাবশালী ডাক্তার নেতার পুনঃ পুনঃ তদবিরের ফলে নির্মিত হওয়া সম্ভব হয়েছে, বিতর্কিত এই নেতা ঠিকই উন্নয়ন করতে পারলেন, কিন্তু মূলধারার নেতারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে পারলেন না! কেন? উত্তর ওই একই, চাননি বলেই পারেননি ।
কি আর লাভ বলে, এমনটা কাম্য ছিল না । বারবার কেন চুন খেয়ে মুখ পুড়বে মানুষের? ময়মনসিংহে আওয়ামী লিগ সব আসনেই জিতেছিল গতবার, অথচ অপেক্ষার শেষ আক্ষেপেই হচ্ছে বার বার ।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
আহমাদ জাদীদ বলেছেন: কি জানি! কি হয়.........
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
শয়ন কুমার বলেছেন: ১৭০ নয় কিন্তু ৭০ টার কথা কইছি
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
আহমাদ জাদীদ বলেছেন: বুঝেছি...... ধন্যবাদ ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাই এইরকম সবাই বলে। আমরা অবহেলিত।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
আহমাদ জাদীদ বলেছেন:
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
বোকাসোকা বিলাই বলেছেন: আমাদের এমপি মতিউর রহমান সাহেবই আসলে কোন কাজের না। একজন ভাল,শক্তিশালি এমপি বা মন্ত্রী থাকলে আমাদের দাবী দাওয়াগুলি শক্ত ভিত্তি পেতো।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
আহমাদ জাদীদ বলেছেন: একজন ভাল,শক্তিশালি এমপি বা মন্ত্রী থাকলে আমাদের দাবী দাওয়াগুলি শক্ত ভিত্তি পেতো।
উনার ছোট ছেলে কিছুদিন আগে মারা গেছেন । একারণে উনি এখন আরো দুর্বল ।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
লিন্কিন পার্ক বলেছেন:
ভাবছিলাম ময়মনসিংহ বিভাগ আর আনন্দমোহন পূর্ণাঙ্গ ঘোষণা করব । কিন্তু কিসের কি !!
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০
আহমাদ জাদীদ বলেছেন: ময়মনসিং হ বিভাগ এখন নায্য দাবি, তবে আনন্দমোহন ভার্সিটী করলে আসন অনেক যাবে, সেটা আরেক ঝামেলা হবে ।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১২
শয়ন কুমার বলেছেন: লিন্কিন পার্ক , আনন্দমোহনের পূর্ণাঙ্গের ব্যাপারে আমি আসলেই কনফিউজড। কেননা আনন্দমোহন পূর্ণাঙ্গ করলে তো এই টাইপেরই কারমাইকেল কলেজ, আজিজুল হক কলেজ , ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ , এমসি কলেজ, ভিক্টোরিয়া কলেজ, মদন মোহন কলেজ এগুলাও তো পূর্ণাঙ্গ করণ লাগবো নাকি ????????
তবে আমার মনে হয় অদূর ভবিষ্যতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজটা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে মুয়েটে রূপান্তর করলেও করতে পারে ।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
আহমাদ জাদীদ বলেছেন: চাইলে তো কত কিছুই করতে পারে, কিন্তু কিছুই তো হচ্ছে না .।.।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
মেহেদী হাসান মানিক বলেছেন: @লিন্কিন পার্ক
ভাই আপনিও কি ময়মনসিংহের??
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
আহমাদ জাদীদ বলেছেন: হ্যাঁ উনি ময়মনসিংহের .।.।।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
লিন্কিন পার্ক বলেছেন:
আনন্দমোহন কলেজ অনেক ঐতিহ্যবাহি একটা কলেজ । আর আমি শুনছিলাম এইটা নাকি পূর্ণাঙ্গ হবে হয়ত। তবে কাছাকাছি কাজী নজরুল ইসলাম ইউনি থাকায় মনে হয় না এটা পূর্ণাঙ্গ হবে ..... @ শয়ন কুমার
হম ভাই আমিও ময়মনসিংহের @ মেহেদী হাসান মানিক
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
আহমাদ জাদীদ বলেছেন:
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: ময়মনসিংহ কে বিভাগ করা হোক।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
আহমাদ জাদীদ বলেছেন: হোক
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
আরজু পনি বলেছেন:
কলেজে পড়াকালীন সময়ই এইসব বড় নেতাদের কাছ থেকে প্রশ্নের সদুত্তর না পেয়ে এদের প্রতি আগ্রহ নষ্ট হয়ে গেছে!
তারপরও কেন যে আশা করি !
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
আহমাদ জাদীদ বলেছেন: হুম, আসলেই তো! কিন্তু আশা করতে যে ইচ্ছা করে......
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
নিয়েল ( হিমু ) বলেছেন: আরে বাহ অনেকটি দেশী ভাই চিনলাম লাগে ।
কেমুন আছুইন
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
আহমাদ জাদীদ বলেছেন: ভালা আছি, আফনে কিরুম আছুইন???
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: আসলেই হতাশাজনক। তবে অনেক পলিটিক্যাল ব্যাপার আছে এর মধ্যে।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
আহমাদ জাদীদ বলেছেন: তা তো আছেই, বারবার কথা না রাখাতে এদের খারাপ ও লাগে না ।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫
অপরাজেয়আমি বলেছেন: মানি না মানমু না.....
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
আহমাদ জাদীদ বলেছেন: মানি না মানমু না.....
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
মেহেদী হাসান মানিক বলেছেন: উপরে একটা বিদেশি দেখলাম মুনে লয়
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
আহমাদ জাদীদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
শয়ন কুমার বলেছেন: কি আর কমু, মেজাজ খারাপ হইয়া আছে, জনসভা থ্যাইকা আইস্যা এখন খুব ক্লান্ত ।রেষ্ট নিয়া পরে একখান শক্ত পোষ্ট দিমু ।
জনসভায় যত মানুষ দেখলাম তাতে আমি কনফার্ম , আগামী ইলেকশনে আওয়ামী লীগ ৭০ টা সিট পাবেই পাবে