নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিরে এলাম......

........

আহমাদ জাদীদ

আহমাদ জাদীদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ইমন জুবায়ের, এভাবে স্ট্যাটাস দিতে চাইনি আমি

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

প্রথমেই বলে রাখি ব্লগার ইমন জুবায়েরের সাথে আমার কথা বার্তা তেমন একটা হত না । তিনি সবচাইতে নিয়মিত ব্লগার ছিলেন । মাত্র ৪-৫ বছরের ব্লগিং জীবনে তিনি ১৫০০ লেখা লিখেছেন । এমন কীর্তি আর কোন ব্লগার এখনো পর্যন্ত বকরতে পারেননি । তিনি আমার অনুসারিত লিস্টে ছিলেন, কিন্তু তাঁর লেখায় আমি সেভাবে কমেন্ট করতাম করতাম না, করতাম না বলে করতে পারতাম না বললে আরো যুক্তিযুক্ত হবে । কারণ তিনি যেভাবে নানা তথ্য দিয়ে একেকটা লেখা লিখতেন সেটা পড়তে গেলেই পাঠকের আলাদা প্রস্তুতি নিয়ে বসতে হয় । কিন্তু ব্লগ পড়াতে বেশি সময় দিতে পারিনি নিজের পড়ার চাপের কারণে, তাই শ্রেষ্ঠ ব্লগারের লেখা নিয়ে বারবার পড়তে চাইলেও “সময়” খলনায়ক হিসেবে আবির্ভূত হয়েছিল ।





অবশ্য চাইলে তাঁর ব্লগে অনেক কমেন্ট করা যেত, কিন্তু সেক্ষেত্রে তাঁর লেখা ভালোভাবে না পড়েই কমেন্ট করতে হত । লেখা না পড়ে কমেন্ট দেয়াটা লেখকের সাথে প্রতারণার শামিল বলে মনে করি আমি । একারণেই তাঁর সাথে সেভাবে কতাবার্তা হয়নি । তবে এখন তাঁর লেখাগুলো একটু একটু করে পড়ব, কমেন্টও করব হয়তবা, কিন্তু তাঁর সেই ছোট্ট “ধন্যবাদ” রিপ্লাইটা আর পাওয়া হয়ে উঠবে না আমার ।





তাঁর ব্লগের এক কোনায় লেখা, “জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন, তবে জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন.........” এই লাইনটা আমার খুব পছন্দ হয়েছিল । লাইনটা আমার মাঝে মাঝেই মনে হত, মাঝে মাঝে স্ট্যাটাস দিতেও ইচ্ছা করত, কিন্তু লাইনটা আসলে কার রচনা করা সেটা নিয়ে নিশ্চিত ছিলাম না বিধায় আর দেয়া হয়নি, এখনও আমি জানি না লাইনটা কার লেখা । তারপরও তাঁর মৃত্যু সংবাদ পেয়ে কোন কার্টেসী ছাড়াই আমি লাইনটা দিয়ে স্ট্যাটাসের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাতে বাধ্য হলাম, আমি এইভাবে এই চরণ শেয়ার করার কথা ভুলেও ভাবিনি, শ্রেষ্ঠ ব্লগার ইমন জুবায়ের!





আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক । তাঁর করুণাধারায় সিক্ত হোন আপনি, এই দোয়া থাকল ।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

আমি বীরবল বলেছেন: আল্লাহ তাকে বেহেস্ত নসীব করবেন।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

আহমাদ জাদীদ বলেছেন: আমিন ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: তার আত্মায় অনন্ত শ্রদ্ধা

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

আহমাদ জাদীদ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.