![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এথিস্ট ব্লগার পারভেজ আলম স্ট্যাটাস দিয়ে জানতে চেয়েছেন, হেফাজতে ইসলামের আলেমরা কেন শাহবাগ আন্দোলনের সময়ই নাস্তিক-বিরোধী আন্দোলন আরম্ভ করলেন? অনলাইনে আজ থেকে আরো প্রায় ৫-৬ বছর আগে থেকেই এসব লেখা আসছে, এতদিন তারা আন্দোলন করেননাই কেন??? এর কারণ হচ্ছে তারা এতদিন জানতেনই না অনলাইনে এসব ধর্মবিদ্বেষী লেখালেখির কথা, কারণ তাদের বেশিরভাগ ব্লগের সাথে পরিচিত ছিলেন না । শাহবাগ আন্দোলন শুরু হওয়ার পর আমার দেশ, নয়া দিগন্ত ইত্যাদি মিডিয়া ব্লগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে । কেঁচো খুড়তে সাপ বের হয় । ফলশ্রুতিতে ইনকিলাব, আমার দেশ, নয়া দিগন্তে থাবা বাবা, আসিফ মহিউদ্দীনের আপত্তিকর কুরুচিপূর্ণ লেখাগুলো এসে যায় । আপনি ইসলাম ও মহানবী(সাঃ) এর সম্মানের প্রসঙ্গে হুজুরদের কোনভাবেই কম্প্রমাইজ করাতে পারবেন না । অন্যদিকে কালের কণ্ঠে আসিফ মহিউদ্দীনকে “জনপ্রিয়” ব্লগার উল্লেখ করে শাহবাগ আন্দোলনের সংগঠক হিসেবে উল্লেখ করে আন্দোলনের কফিনে প্রকারান্তরে প্রথম পেরেক ঠুকে দেওয়া হয় । অন্যদিকে থাবা বাবাকে আস্তিক প্রমাণ করার চেষ্টা করা হয় প্রথম আলোতে । স্বাভাবিক ভাবেই আলেম সমাজ আমার দেশ ও নয়া দিগন্ত পত্রিকাগুলোর ওপর বেশি ভরসা করা শুরু করে । এর মাঝে শাহবাগে নামাজের নিষিদ্ধ সময়ে রাজিবের বিশ্বাস গোপন করে “মেক বিলিভ” জানাজা করে হুজুরদের ক্ষোভে কেবল ঘিই ঢালা হয়েছে । আর তাদেরকে জামাতের এজেন্ট বলে আরেক অমার্জনীয় ভুল করে বসে গনজাগরণ মঞ্চ । এই কারণে আজকে সাধারণ ব্লগাররা পরিচয় সংকটে ভোগা আরম্ভ করেছে । এমন মানুষের সংখ্যা কম নয় যারা এখন ব্লগার মানেই নাস্তিক মনে করেন । একপক্ষ টয়লেট টিস্যুর মত ব্লগারদের ব্যবহার করেছে, আরেকপক্ষ ব্লগারদের “নাস্তিক ইমেজ” তৈরি করে ফেলেছে । অথচ এই আসিফ মহিউদ্দীনদের ব্লগে দৌড়ের ওপর রাখত সিংহ ভাগ আস্তিক ব্লগারেরাই । দুর্বল মডারেশন, ব্লগ গুলোর হিট সিকিং টেন্ডেসির কারণে কয়েকদিন পরে “ব্লগার” শব্দটাই একটা গালি হয়ে যাওয়া বিচিত্র না ।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩
আহমাদ জাদীদ বলেছেন: ধন্যবাদ ।
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭
অবুঝ পাঠক বলেছেন: এমনই তো ;
যাই হোক --- "দের আয় দুরুস্ত আয়"
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪
আহমাদ জাদীদ বলেছেন:
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮
জীবন্মৃত০১ বলেছেন: সারা বিশ্বকে কাঁপিয়ে দেওয়া ব্লগাররা এখন পরিচয় সংকটে...
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০
আহমাদ জাদীদ বলেছেন: দুঃখজনক হলেও ব্যাপারটা সত্যি ।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
বোকা ডাকু বলেছেন: দ্বিতীয় ভাল লাগা।
বর্তমান সংকটময় মুহূর্তগুলোকে খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করেছেন।
কতিপয় নরকের কীট এর জন্যে এখন সমস্ত আম ব্লগারকেই গালি শুনতে হবে, হয়ত আর কিছুদিন পরেই।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
আহমাদ জাদীদ বলেছেন: এখন শুরু হয়ে গেছে বলা যায়
৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬
জীবন্মৃত০১ বলেছেন: সরকার সব নাস্তিক ব্লগারকে ধরে পরিসংখ্যানগতভাবে প্রমাণ করুক দেড় লক্ষ ব্লগারের মধ্যে নাস্তিকদের সংখ্যা ১১ এর বেশি নয়।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
আহমাদ জাদীদ বলেছেন: সরকার উদ্দেশ্য ছাড়া কিছু করে না । এই গ্রেফতারের পেছনেও কোন একটা নিয়ত আছে তাদের ।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
নীলচাষী বলেছেন: আমি বিরক্ত এবং হতাশ।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১
আহমাদ জাদীদ বলেছেন: উই আল আর ।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০
আল মামুনুর রশিদ বলেছেন: স্বাভাবিক ভাবেই sudhu আলেম na, সমাজ আমার দেশ ও নয়া দিগন্ত পত্রিকাগুলোর ওপর বেশি ভরসা করা শুরু করে
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮
আহমাদ জাদীদ বলেছেন: সমাজ নয় তবে সমাজের অনেকেই করেছে, এটা সত্য ।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০০
কায়সার আহমেদ কায়েস বলেছেন: সহমত।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
আহমাদ জাদীদ বলেছেন: ধন্যবাদ ।
৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১২
নষ্ট শয়তান বলেছেন: বিশ্লেষনে একমত
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
আহমাদ জাদীদ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত।