![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্ম কোন দেশের কোন কারখানায় হয়েছে তা সম্পর্কে আমার খুব একটা স্পষ্ট ধারণা নেই । বডি লাগানোর পর থেকে(আপনারা যাকে বলেন জ্ঞান হওয়ার পর থেকে ) নিজেকে অন্য জ্ঞাতি ভাইয়ের সাথে স্টেশনারী স্টোরে নিজেকে আবিস্কার করেছি । সেখানে অত্যন্ত একঘেয়ে দিন কাটছিল
। এরপর একদিন আমার বক্স খুলল(আপনাদের ভাষায় কপাল খুলল) । একজন লোক এসে আমিসহ আমার দশ জ্ঞাতি ভাইকে কিনে নিতে এল । এরপর আমরা দশ ভাই একটি হলুদ পিকআপে করে আমাদের নতুন ঠিকানায় রওনা দিলাম
।
সেখানে পৌঁছবার পরে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে মেঝেতে রাখা হল । যখন আমরা বুঝতে পারলাম আমাদেরকে এখন আলাদা করে নানা জায়গায় পাঠিয়ে দেয়া হবে তখন আমরা একজন আরেকজনকে উদ্দেশ্য করে শেষবারের মত ইনডিকেটরের কাঁটাটা খুব সূক্ষভাবে নেড়ে দিলাম
। সূক্ষ মানে আসলেই সূক্ষ, মানুষের চর্মচোখে তা কিছুতেই ধরা পড়বে না । এরপর যথারীতি আমরা আলাদা হয়ে গেলাম ।
আমাকে যে কক্ষে নিয়ে যাওয়া হল যেখানে অনেক যন্ত্রপাতি দেখতে পেলাম । কিছুদিন যাওয়ার পর বুঝতে আসলে এই কক্ষটি একটি অপারেশন থিয়েটার
। অপারেশন থিয়েটার হলেও সকালবেলার দিকে অনেক ভিড় থাকে । ডাক্তার, ইন্টার্নি, এপ্রন পরিহিত একগাদা ছাত্রছাত্রী, সিস্টার, ব্রাদার সবাই মিলে এক বিশাল অবস্থা । মেডিকেল স্টুডেন্ট আপু-ভাইয়ারাই আমার সবচেয়ে বেশি কাছে থাকেন । তারা যখন আমার ইন্ডিকেটরকে ‘শূন্য’দাদার সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে দেখেন, তখন তাদের বেশিরভাগই নিজেদের আর সামলাতে পারেন না
। আমার রিডিং নিয়ে রোগীকে ওটি টেবিলে ওঠানোর পরপর স্বাস্থ্য সম্পর্কে ভয়াবহ অসচেতন ব্যক্তিরাও তাদের বিশাল বপু নিয়ে আমার ছোট্ট দেহের ওপর চেপে বসেন
। এক-দুজন হলে তাও এক কথা ছিল, কিন্তু একজনের দেখাদেখি পর্যায়ক্রমে সবাইকে রিডিং দিতে বাধ্য হই আমি ।
সবাই অনেক উৎসাহ নিয়ে একজনের পর আরেকজন আমার ওপর দাঁড়িয়ে রিডিং দেখে, ৭০/৮০/৯০ কেজি রিডিং দেখেই তাদের বেশিরভাগের মুখ কালো হয়ে যায় । তখন আমার একধরণের পৈশাচিক আনন্দ হয়
। হবেই না কেন বলুন, আমি মানুষ না হতে পারি কিন্তু এত চাপাচাপি আর কাহাতক সহ্য হয়? সহ্য না হলেও উপায় নেই, শুক্রবার ছাড়া প্রায় প্রতিদিনই চলে এই অত্যাচার ।
তবে সত্যি কথা বলতে, আমি হয়ত আপু-ভাইয়াদের সন্তুষ্ট করতে পারি না
কিন্তু আমি রিডিং দেয়ার পর যেসমস্ত রোগীর অপারেশন হয়, তাদের সুস্থ হয়ে বাড়ি যেতে দেখলে নিজেকে কিছুটা হলেও স্বার্থক মনে হয় । প্রতিদিনের কাজের ‘চাপ’ এর মাঝে এটাই আমার একমাত্র তৃপ্তি
।
২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
আহমাদ জাদীদ বলেছেন: হয়ত
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
হাতুড়ে লেখক বলেছেন: আরেকটু বড় করলে ভালো হতো।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
আহমাদ জাদীদ বলেছেন: আইলসামি করতে গিয়া আর বড় করা হইল না ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
আরণ্যক রাখাল বলেছেন: আমার ওজন ৫৮ কেজি| পার্ফেক্ট!
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
আহমাদ জাদীদ বলেছেন: ওয়েট স্কেল খুশ হুয়া!
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে
অনেক সাবলিল- অনবদ্য ভালোলাগা ...
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০০
আহমাদ জাদীদ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭
অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে ।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০১
আহমাদ জাদীদ বলেছেন:
৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাবজেক্টে নুতনত্ব আছে ।
এই যন্ত্র নিয়ে পূর্বে কেউ লিখেছেন বলে মনে পরছেনা ।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
আহমাদ জাদীদ বলেছেন: সেজন্যই চেষ্টা করলাম
৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে ।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩
আহমাদ জাদীদ বলেছেন:
৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২
গেম চেঞ্জার বলেছেন: আপনার ইমোরা দাঁত কেলিয়ে হাসছে......
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪
আহমাদ জাদীদ বলেছেন: ইমো যেই কৌটায় রাখা থাকে তা উপুড় হয়ে গিয়েছিল মনে হয়
৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩
বাংলার ফেসবুক বলেছেন: সবাই অনেক উৎসাহ নিয়ে একজনের পর আরেকজন আমার ওপর দাঁড়িয়ে রিডিং দেখে, ৭০/৮০/৯০ কেজি রিডিং দেখেই তাদের বেশিরভাগের মুখ কালো হয়ে যায় । তখন আমার একধরণের পৈশাচিক আনন্দ হয়
:-< । হবেই না কেন বলুন, আমি মানুষ না হতে পারি কিন্তু এত চাপাচাপি আর কাহাতক সহ্য হয়? সহ্য না হলেও উপায় নেই, শুক্রবার ছাড়া প্রায় প্রতিদিনই চলে এই অত্যাচার ।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
আহমাদ জাদীদ বলেছেন: বেচারার আসলেই করুণ অবস্থা!
১০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪০
ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা অনেক মজা করে লিখেছেন।
আমি এখন আর ওজন মাপিনা, ভয় পাই
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
আহমাদ জাদীদ বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য
১১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
অতঃপর হৃদয় বলেছেন: হা হা ভালই মজা পেলাম, আমারর ওজন ৫৬ কেজি কিন্তু আমাকে দেখে মনে হয় আরো বেশি হবে।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১
আহমাদ জাদীদ বলেছেন: আপনার ওজন কমই আছে মনে হচ্ছে, ভালো থাকুন ।
১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯
সুমন কর বলেছেন: নতুন বিষয়, বেশ মজা করে লিখেছেন। পড়তে ভালো লাগল।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২২
আহমাদ জাদীদ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
আরজু পনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে ।
.................................................
মন্তব্য করার এই ট্রেন্ডটা একসময় দারুণ চলতো আজ পুরোনো এই ট্রেন্ড দেখে নস্টালজিক হয়ে গেলাম ।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
আহমাদ জাদীদ বলেছেন: মনে হচ্ছে এখনো চলবে, চলানোর কথা মন্তব্য করার সময় খেয়াল রাখলেই হল
১৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০১
সুলতানা রহমান বলেছেন: ভালই বলেছেন। আমার ও ওজন একটু বেশি দেখলেই খারাপ লাগে।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
আহমাদ জাদীদ বলেছেন: প্রায় সবারই লাগে, কিন্তু ওয়েট স্কেলকে তো তার দায়িত্ব পালন করতেই হবে ।
১৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আনকমন
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭
আহমাদ জাদীদ বলেছেন:
১৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
নিমগ্ন বলেছেন: আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে ।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
আহমাদ জাদীদ বলেছেন:
বটে!
১৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
হাসান মাহবুব বলেছেন: নিমগ্ন বলেছেন: আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে ।
লেখাটা আর একটু বড় করলে ভালো হতো।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১
আহমাদ জাদীদ বলেছেন: ওয়েট স্কেলের মত আমি নিজেও 'চাপ' এ আছি
১৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: নিমগ্ন বলেছেন: আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে!! ------
আমিও যোগ দিলাম!!!
লেখাটি খুব উপভোগ্য!!!!
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
আহমাদ জাদীদ বলেছেন: যোগ দিয়ে লেখাটি উপভোগ করার জন্য আপনাকে তার কয়েকগুণ বেশি ধন্যবাদ
১৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
গেম চেঞ্জার বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: নিমগ্ন বলেছেন: আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
আহমাদ জাদীদ বলেছেন: আহমাদ জাদীদ বলেছেনঃ চলুক!
২০| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
গেম চেঞ্জার বলেছেন:
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
আহমাদ জাদীদ বলেছেন:
২১| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২
শতদ্রু একটি নদী... বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: নিমগ্ন বলেছেন: আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪
আহমাদ জাদীদ বলেছেন: আহমাদ জাদীদ বলেছেনঃ চলুক!
২২| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
রক্তিম দিগন্ত বলেছেন: আমি মানুষ না হতে পারি কিন্তু এত চাপাচাপি আর কাহাতক সহ্য হয়?
আহারে! কত দুঃখ ওয়েট স্কেলটার।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫
আহমাদ জাদীদ বলেছেন: আসলেই অনেক দুঃখ
২৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
রাবার বলেছেন:
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
আহমাদ জাদীদ বলেছেন: আমি ময়মনসিংহের মানুষ, তাই আমার জন্য ও এম এম জি!(ও মায়া মায়া গো!)
২৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
সাহসী সন্তান বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কামরুন
নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: নিমগ্ন বলেছেন:
আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন: বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে।
--------------------------------------------------------------------------------------------
সবাই যখন একই স্টাইল ব্যবহার করছে তখন আমি আর অন্য স্টাইলে যাই কিবা করে......?? নষ্টালজিক........!!
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
আহমাদ জাদীদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
২৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহসী সন্তান বলেছেন: শতদ্রু একটি নদী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কামরুন
নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: নিমগ্ন বলেছেন:
আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে।
বাহ মজা বেশতো
লাইন হলো লম্বা;
আমিও শামিল হনু
কার চেয়ে কম বা??
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
আহমাদ জাদীদ বলেছেন: কেউ কারও চেয়ে কম নয়, আপনি মনে হয় অনেকের চেয়ে বেশিই জায়গা দখল করেছেন
২৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
গেম চেঞ্জার বলেছেন: ঠেলাঠেলি চলুক.................
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
আহমাদ জাদীদ বলেছেন: মহাসমারোহে চলিতেছে!
২৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
আমিই মিসির আলী বলেছেন: আমার ওজন ৭৮। মনে হয় ভুল তথ্য দিছে।
এইটার উপর ভর করতে হবে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
আহমাদ জাদীদ বলেছেন: আমার কাছাকাছিই আছেন
২৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০১
গেম চেঞ্জার বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহসী সন্তান বলেছেন: শতদ্রু একটি নদী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কামরুন
নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: নিমগ্ন বলেছেন:
আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
আহমাদ জাদীদ বলেছেন:
২৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭
জুন বলেছেন: একটি ওয়েট মেশিনের আত্মজীবনীতে ভালোলাগা +
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
আহমাদ জাদীদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
৩০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
অভ্রনীল হৃদয় বলেছেন: গেম চেঞ্জারবলেছেন:কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহসী সন্তান বলেছেন: শতদ্রু একটি নদী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কামরুন
নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: নিমগ্ন বলেছেন:
আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০০
আহমাদ জাদীদ বলেছেন:
৩১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০১
রক্তিম দিগন্ত বলেছেন: অভ্রনীল হৃদয় বলেছেন: গেম চেঞ্জারবলেছেন:কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহসী সন্তান বলেছেন: শতদ্রু একটি নদী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কামরুন
নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: নিমগ্ন বলেছেন:
আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে।
-----
খাইছেরে! আমি তো পোষ্ট পইড়া অন্য কোন মন্তব্যই পড়ি নাইক্কা।
এই ট্রেইনরে ক্যামনে মিস কইরা গেলাম।দুক্ষু দুক্ষু।
আমিও হাজিরা দিলাম।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১২
আহমাদ জাদীদ বলেছেন: Click This Link
৩২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬
গেম চেঞ্জার বলেছেন: হয় নাইক্কা............
বানান/লাইন ঠিক করে দিলাম।
রক্তিম দিগন্ত বলেছেন: অভ্রনীল হৃদয় বলেছেন: গেম চেঞ্জার বলেছেন:কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহসী সন্তান বলেছেন: শতদ্রু একটি নদী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন:নিমগ্ন বলেছেন: আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
আহমাদ জাদীদ বলেছেন:
৩৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৯
নিমগ্ন বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: রক্তিম দিগন্ত বলেছেন: অভ্রনীল হৃদয় বলেছেন: গেম চেঞ্জার বলেছেন:কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহসী সন্তান বলেছেন: শতদ্রু একটি নদী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন:নিমগ্ন বলেছেন: আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
আহমাদ জাদীদ বলেছেন:
৩৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৮
রক্তিম দিগন্ত বলেছেন: নিমগ্ন বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: রক্তিম দিগন্ত বলেছেন: অভ্রনীল হৃদয় বলেছেন: গেম চেঞ্জার বলেছেন:কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহসী সন্তান বলেছেন: শতদ্রু একটি নদী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন:নিমগ্ন বলেছেন: আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে।
---
ভাই মানুষে চাপা পড়া ট্রেইন দেখায়া কী মগা নিলাইন নাকী?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
আহমাদ জাদীদ বলেছেন: নিলাম একটু আর কি
৩৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রক্তিম দিগন্ত বলেছেন: নিমগ্ন বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: রক্তিম দিগন্ত বলেছেন: অভ্রনীল হৃদয় বলেছেন: গেম চেঞ্জার বলেছেন:কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহসী সন্তান বলেছেন: শতদ্রু একটি নদী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন:নিমগ্ন বলেছেন: আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে।
আমাগোও কমেন্টার প্রতি মায়া পইড়া গেছে................ঠ্যালা সামলাও খোকা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
আহমাদ জাদীদ বলেছেন:
৩৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২১
গেম চেঞ্জার বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: রক্তিম দিগন্ত বলেছেন: নিমগ্ন বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: রক্তিম দিগন্ত বলেছেন: অভ্রনীল হৃদয় বলেছেন: গেম চেঞ্জার বলেছেন:কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহসী সন্তান বলেছেন: শতদ্রু একটি নদী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: হাসান মাহবুব বলেছেন:নিমগ্ন বলেছেন: আরজুপনি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: কিরমানী লিটন বলেছেন: আরজুপনি বলেছেন:
বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
আহমাদ জাদীদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
আরজু পনি বলেছেন:

বুঝলাম ওয়েট স্কেলটার প্রতি আপনার বেশ মায়া পড়ে গেছে