নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম ই জাভেদ

প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারেনা

এম ই জাভেদ

গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।

এম ই জাভেদ › বিস্তারিত পোস্টঃ

বেলা বোসের অপ্রকাশিত উত্তর

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫



এটা কি ২৪৪১১৩৯?’

গানটি শুনে আমরা জানতে পেরেছি ফোনের

ওপাশে থাকা বেলা বোসকে অঞ্জন দত্ত

কী বলেছিলেন। কিন্তু বেলা বোস

উত্তরে কী বলেছিলেন, সেটা কি কেউ

জানে? এত দিন জানত না কেউ। কিন্তু এবার

বেলা বোসের অপ্রকাশিত

উত্তরগুলো ফাঁস হয়ে গেছেঃ



বেলা বোস বলেছিলেন

চাকরিটা ওগো পেতেই পারো তুমি

তবুও তোমায় বানাব না যে স্বামী

সম্বন্ধটা ভাঙব কেন, কিসের এত

ঠ্যাকা?

চাকরি পেলেও তোমার বাপের আছেই

বা কয় ট্যাকা?

স্টার্টিংয়ে ওরা ১১০০ দিক, আমার

কী হলো তাতে?

চাইনিজে যেতে ২২০০ লাগে,

মরতে চাই না ভাতে।

চুপ কর গাধা মাফ কর মোরে

দে ছেড়ে দে লাইন।

হ্যাঁ, এটাই ২৪৪১১৩৯

বেলা বোস আমি, শুনতে পাচ্ছি ফাইন।

মিটার বাড়ুক তোমার পাবলিক

টেলিফোনে

মোবাইল তো আর

পারবে না দিতে কিনে।

স্বপ্নের আমি গুষ্টি কিলাই শুনো।

এত দিন ধরে আমি মরি মরি।

রাস্তার কোনো সস্তা হোটেলে

বদ্ধ কেবিনে বন্দী দুজনে

তুমি শুধু টানতে কেবল বিড়ি।

প্রতিদিন আমি বিল দিয়েছি পারব

না দিতে আর।

জঞ্জাল ভরা মিথ্যা শহরে হবে না

তোমার আমার টানাটানির সংসার।

চুপ করে তুমি কাঁদছ ফুঁপিয়ে।

ভালো একটা মেয়ে দেখে করে ফেলো এবার

বিয়ে।

মরে গেলেও তোমার কাবিনে করব

না আমি সাইন।

হ্যাঁ, এটাই ২৪৪১১৩৯

( ফেসবুক থেকে সংগৃহীত)





মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯

সুনীল সমুদ্র বলেছেন:

দারুন!
হাসছি এখনো...।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২

এম ই জাভেদ বলেছেন: :D ;)

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: অতি চমৎকার হয়েছে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

এম ই জাভেদ বলেছেন: :D :)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

মনসুর-উল-হাকিম বলেছেন: খুব সুন্দর হয়েছে। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

আহসান২০২০ বলেছেন: আরো ৪ দিন আগে আমি সামুতে প্রকাশ করেছি এই লেখা। আপনি কি আমারটা চু------ করেছেন? জাতি জানতে চায়।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

এম ই জাভেদ বলেছেন: !!!!!!!!!!!!!!!

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)
সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন


২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

এম ই জাভেদ বলেছেন: দারুন , চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.