নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম ই জাভেদ

প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারেনা

এম ই জাভেদ

গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।

এম ই জাভেদ › বিস্তারিত পোস্টঃ

সামুর ব্লগ পাতায় বানান বিভ্রাট – মডারেশন প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭



সামুর ওয়েব পেজের পাতা খুললেই নিচের যে লেখায় দৃষ্টি আটকে যায় তা হলঃ সামহোয়্যার ইন…. ব্লগ বাঁধ ভাঙ্গার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী পল্যাট ফমর;)। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র প্রকাশকারীর। এখানে প্ল্যাটফর্ম বানান টি দীর্ঘদিন যাবত ভুল রয়েছে যা অত্যন্ত দৃষ্টিকটু লাগে। যারা একদম নতুন ভিজিটর তাদের নিকট এ বানান বিভ্রাট দেখে সামু সম্পর্কে ভুল ধারণা হতে পারে। এই যেমন আমার কথাই ধরুন। আমি যখন ব্লগ সম্পর্কে একটু আধটু জানতে শুরু করেছি তখন সব বাংলা ব্লগ ঘুরে সামুতে এসে এ বানান বিভ্রাটের কারণে বিভ্রান্ত হই। পাশাপাশি দুই একটা ক্যাচাল পোস্টে কয়েকজন মন্তব্যকারীর শালীনতা বিবর্জিত গালিগালাজের হিড়িক দেখে ভিরমি খাই। :Pএসব কারনে তখন সামুতে নিক খোলার ইচ্ছে একেবারে উবে যায়। পরে অন্য একটি ব্লগে নিক খুলি। কিন্তু ওই ব্লগে তেমন পাঠক না থাকায় ব্লগিং করে ঠিক মজা পাচ্ছিলাম না। কালক্রমে সামু কে আস্তে আস্তে চিনতে শুরু করি। দারুন কিছু পোস্ট আর এর পাঠক প্রিয়তা দেখে মাস তিনেক আগে ফিরে আসি সামুতে। :D





আমার মত এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই আরও অনেকের হয়ে থাকতে পারে। তাই ব্লগ কর্তৃপক্ষের নিকট বিনীত আবেদন – প্ল্যাটফর্ম বানানটি ঠিক করে দেওয়া হোক। আর যারা শালীনতা বিবর্জিত মন্তব্য করে রুচিহীনতার পরিচয় দেয় তাদের ব্যান করা হোক। ব্লগ হোক সমাজ বদলের হাতিয়ার তথা অন্যায়, অবিচার, অত্যাচার ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার দেশের সচেতন মহলের এক নিরপেক্ষ প্ল্যাটফর্ম।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

টুম্পা মনি বলেছেন: :#> :#> :#> :#>

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

এম ই জাভেদ বলেছেন: আফায় কি কইতে চায় বুঝলাম না। :|

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

তামিম ইবনে আমান বলেছেন: বানান ঠিকই আছে। লাইন ব্রেক হওয়ায় শব্দটা ভেঙ্গে গেসে। উপরে টুম্পা মনির মন্তব্য বোধগম্য হলো না।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

এম ই জাভেদ বলেছেন: তাই নাকি। কিন্তু ঠিক করে দিলে দোষ কি ? টুম্পা মনির মন্তব্য আমি ও বুঝি নাই।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

মাক্স বলেছেন: এই বানানটা নিয়া আরো শ খানেক পোস্ট আমার চোখে পড়সে :P :P

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

এম ই জাভেদ বলেছেন: বলেন কি !!!!!!!!!! এর পর ও বানান ঠিক হয় নাই। মডুরা কি তবে ব্লগার সেন্টিমেন্টের ব্যাপারে এত উদাসীন !!!! :(( :((

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

শূন্য পথিক বলেছেন: আর ঠিক হইছে! =p~

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

এম ই জাভেদ বলেছেন: হতাশ হইলাম। আমাদের চাওয়ার কি কোন মূল্য নাই!!!!!!!!!

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

সঞ্জয় নিপু বলেছেন: নামে নয় কামে পরিচয় :) বানান নয় কাম দেখেন :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

এম ই জাভেদ বলেছেন: কাম দেইখা ই তো এখন পর্যন্ত সাথে আছি।

ভুল বানান দেখতে ভাল লাগে না। এইটা আমার দুই চোখের বিষ।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

১৪ বলেছেন:

আমি এরকম দেখতাছি।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

এম ই জাভেদ বলেছেন: আজব তো! পুরাই টাস্কি খাইলাম।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

বাংলাদেশী পোলা বলেছেন: মডারেশন প্যানেলের মডুরা(স্পেশালী জিশান ইকরামের দুই এক্স "জানী দোস্ত) সারাক্ষন গ্রুপিং নিয়ে ব্যাস্ত-তাই ভুল ত্রুটি দেখার সময় পায়না।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

এম ই জাভেদ বলেছেন: কি আজব!!!!!!!!!!!!!!

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

দি সুফি বলেছেন: মডারেশন প্যানেলের দৃষ্টি ঐখান থেকে বিকর্ষিত।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

এম ই জাভেদ বলেছেন: ভাই

ক্যামনে আকর্ষিত করা যাইব একটু বলেন না।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: ভাই

ক্যামনে আকর্ষিত করা যাইব একটু বলেন না।


আমার জানা নাই ভাই। অন্য দিকে দেখেন #:-S #:-S

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

এম ই জাভেদ বলেছেন: বিকর্ষণের কথা জানেন, তাইলে আকর্ষণের টা জানেন না ক্যান। :||

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

বিষয়টা আসলেই অস্বস্তিকর!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

এম ই জাভেদ বলেছেন: কি আর বল্ ব আপু

বানানটা ঠিক করা কি অতীব কষ্ট কর আর শ্রম সাধ্য বিষয় ? ব্যাপারটাবোধ গম্য হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.