নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম ই জাভেদ

প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারেনা

এম ই জাভেদ

গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।

এম ই জাভেদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগিয় স্ট্যাটাস -১

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২



পোশাক শ্রমিকরা আসলেই অনেক নিরীহ আর সহজ সরল। জীবনের কাছে তাদের বেশি কিছু চাওয়ার নেই, শুধু একটু ভাল থাকা আর একটু ভাল খাওয়া ......ব্যস এইতো। আজ জরুরি কাজে সকালে ঢাকা যেতে হয়েছে। কিন্তু কর্মস্থল সাভার থেকে রওনা হওয়ার মুহূর্তে খবর পেলাম পোশাক শ্রমিকরা উলাইল আর আশুলিয়া এলাকায় বিক্ষুব্দ হয়ে রাস্তায় নেমে এসেছে। এখন উপায়? অনেক চিন্তা ভাবনা করে আশুলিয়া হয়ে ঢাকায় যাবার সিদ্ধান্ত নিলাম। কারন উলাইল এলাকার পরিস্থিতি বেশি ঘোলাটে মনে হয়েছে।



ভাল মতই ঢাকার উদ্দেশ্যে এগিয়ে চলছিল আমার গাড়ি। কিন্তু আনোয়ার জং সড়ক ধরে দোসাইদ পার হওয়ার পর একদল গার্মেন্টস কর্মীর প্রতিরোধের মুখোমুখি হলাম। আমার গাড়ির সামনে তারা ব্যারিকেড ফেলে দিল। আমি বিচলিত না হয়ে তাদের উদ্দেশ্যে আমার সেই বিখ্যাতমন ভুলানো হাসি ছুড়ে দিলাম !!!!!!!! B-)



বরাবরের মত কাজে লেগে গেল আমার সেরা অস্ত্র টি । ওদের মধ্যে লিডার গোছের একজন বলে উঠল - স্যার কে যেতে দে। সাথে সাথে আমার সামনে থেকে সরে গেল ব্যারিকেড আর ভুস করে বের হয়ে গেলাম আমি । মনে মনে হাফ ছেড়ে বাঁচলাম আর ভাবলাম - এরা কত্ত সহজ সরল। একটা মিষ্টি হাসি দিয়েই তাদের মন জয় করা যায়। কে জানে , হয়ত তাদের এ সরলতার সুযোগেই ভ্যাম্পায়ার রুপী মালিকেরা শুষে নিচ্ছে তাদের শরীরের শেষ রক্ত বিন্দুটি । /:)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

অদ্ভুত স্বপ্ন বলেছেন: আসলেই এরা অনেক সহজ সরল। এদের সরলতারই সুযোগ নেই একশ্রেণীর লোভী মুনাফাখোর নীতিহীন ও বিবেকবর্জিত অসাধু ব্যবসায়ীরা।
এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

এম ই জাভেদ বলেছেন: ওরা বুঝে না , যেদিন গন বিস্ফোরণে তাদের পড়তে হবে সেদিন কি হবে তাদের এ রমরমা ব্যবসার। আর কোথায় তখন থাকবে তাদের সেই ভাবমূর্তি( যে ভাবমূর্তির দোহাই এখন দেওয়া হচ্ছে)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.