![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।
আমার এক মাত্র পুত্রের জন্মের পর ব্লগে সুন্দর নাম চেয়ে পোস্ট দিয়েছিলাম। অনেকেই আন্তরিকভাবে বিভিন্ন নাম প্রস্তাব করেছিলেন, নানা রকম টিপস দিয়ে আমাকে হেল্প করেছেন। আপনাদের দেওয়া লিংকের সুত্র ধরে অনেক খোঁজা খুঁজি করে অবশেষে পছন্দ সই নাম পেয়ে যাই কিছুদিন আগে। আজ আকিকা দিয়ে সেই নামটা পাকাপকি করে রেখে দিলাম। বাবুর নাম রেখেছি - জাওয়াদ তাহমিদ ফারদিন।
আজ সকালে দুইটা খাসি শহীদ হয়েছে।
আপনাদের সকলের দাওয়াত থাকল। নৈরিত আফা তো খালি রেসিপি দিয়া খালাস হইয়া গেছেন। আমি তাই খাসি সাপ্লাই দিলাম। এখন উনারে কন আইসা রাইন্ধা দিয়া যাইতে । নইলে আপনাদের খাওয়ামু কি ?? আমার বউ বিশেষ দিন গুলিতে আবার তার আম্মুর হাতের রান্ধন ছাড়া খাইতে পারেনা। কিন্তু শাশুড়ি মা গেছে বাপের বাড়ি। এখন উপায় ?
ঈদ মোবারক
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
এম ই জাভেদ বলেছেন: বাসায় ফারদিন নামে ডাকা হয়। বড় নাম - জাওয়াদ তাহমিদ।
ধন্যবাদ আপনাকে।
২| ১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪১
সোনালী কিরণ বলেছেন: dawat pelam asobo kothay are aponer cheler nam dilam naeem, soltan, bashir, salman, rafik, jayed, jubayer,
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭
এম ই জাভেদ বলেছেন: খাইছে , এত্ত নাম !!! আগে উট কিন্না আনেন তারপর ভাতিজার এত গুলান নাম রাখেন।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৪
কালো পাখি বলেছেন: হুম..........
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭
এম ই জাভেদ বলেছেন: ইয়াপ.....
৪| ১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬
নানাভাই বলেছেন: ঠিকানা দেন, দাওয়াত খামু আফনের বাসায়!
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯
এম ই জাভেদ বলেছেন: রান্ধনের লাইগা সাথে নানীকে নিয়া আইসেন নানা ভাই।
ঠিকানা বর্ধিত পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার আশে পাশে।
আইসা খালি একটা মিস্কল দিবেন আমারে।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ !
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০০
এম ই জাভেদ বলেছেন: শুক্রিয়া।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮
সুমন কর বলেছেন: জাওয়াদ তাহমিদ ফারদিন এর জীবন সুন্দর ও সার্থক হোক।
ঈদ মোবারক।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪
এম ই জাভেদ বলেছেন: ভাতিজাকে আশীর্বাদের জন্য আপনার জন্য থাকল অনেক অনেক শুভ কামনা ।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৬
শায়মা বলেছেন: তোমার বাবুর জন্য অনেক অনেক দো্যা আর শুভ কামনা ভাইয়া।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬
এম ই জাভেদ বলেছেন: শায়মাপু, আপনার দোয়া আর শুভ কামনা ওকে পৌঁছে দিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বাবুটার জন্য দোয়া থাকলো।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭
এম ই জাভেদ বলেছেন: আপনার দোয়া বাবুটার জন্য আশীর্বাদ হয়ে থাকবে সিদ্দিকী ভাইজান।
৯| ১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ছোট্ট বাবুটার জন্য অফুরন্ত দোয়াআর শুভকামনা থাকলো। অনেক বড় হোক সুস্থ থাকুক আপনাদের মনে প্রশান্তি আনুক।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১০
এম ই জাভেদ বলেছেন: সেলিম ভাইজান
আপনার এত্ত এত্ত দোয়া পেয়েছে যখন নিশ্চয়ই ভাল থাকবে সে পরম করুণাময়ের রহমতে। মুরুব্বিদের দোয়া কখনো বিফলে যায়না ।
১০| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৪
এম আর ইকবাল বলেছেন: ফারদিন এর জন্য শুভকামনা ।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১
এম ই জাভেদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ইকবাল।
১১| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬
বাংলা মায়ের ছেলে বলেছেন: ওই মিয়া দাওয়াত দিলেন ঠিকানা দিলেনা কেন ?
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪
এম ই জাভেদ বলেছেন: ইয়ে মানে ......আপনি নানা ভায়ের সাথে যোগাযোগ করেন। উনাকে ঠিকানা দেওয়া হয়েছে।
১২| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১
মাহবু১৫৪ বলেছেন: বাবুটার জন্য অনেক অনেক দোয়া থাকলো
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭
এম ই জাভেদ বলেছেন: আপনার দোয়া বাবুকে দেয়া হয়েছে। অনেক ধন্যবাদ।
১৩| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: তার জন্য অনেক অনেক শুভকামনা ...........
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯
এম ই জাভেদ বলেছেন: আপনার শুভ কামনা পৌঁছে গেল তার কাছে।
১৪| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১২
অদ্বিতীয়া আমি বলেছেন: বাবুটার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা ।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩
এম ই জাভেদ বলেছেন: অদ্বিতিয়াপু
আপনার দোয়া আর শুভকামনায় বাবুটা সিক্ত হয়েছে।
১৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জাওয়াদ তাহমিদ ফারদিন-এর জন্য অনেক আদর ও শুভ কামনা।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪
এম ই জাভেদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভাইজানের প্রপিকের এত্তগুলান সুইট বাচ্চারা কারা ?
১৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৩
খেয়া ঘাট বলেছেন: ছোটা সোনাবাবুর জন্য অনেক আদর রইলো।
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২২
এম ই জাভেদ বলেছেন: খেয়া ঘাটের আদর বাবুটা সাদরে গ্রহন করেছে।
১৭| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৮
অস্পিসাস প্রেইস বলেছেন: নামটা সুন্দর হয়েছে। জাওয়াদ তাহমিদ ফারদিন এর জন্য দোয়া রইল।
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩
এম ই জাভেদ বলেছেন: থ্যাংক্স অস্পিসাস প্রেইস
আপনার প্রপিকের ডল টা খুব কিউট ।
১৮| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮
মামুন রশিদ বলেছেন: সোনা বাবুর নাম খুব কিউট হয়েছে । বাবুটার জন্য অনেক অনেক শুভ কামনা ।
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪
এম ই জাভেদ বলেছেন: থ্যাংক ইউ ভাইজান। দাওয়াত নিলেন না যে ?
১৯| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১
বশর সিদ্দিকী বলেছেন: মহার আল্লাহ জাওয়াদ তাহমিদ ফারদিন কে নেক হায়াত দ্বারাজ করুন।
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫
এম ই জাভেদ বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। দোয়ার জন্য অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৩
অনন্যমানুষ বলেছেন: একজনের তিনটা নাম!!!
যাই হোক, বাসায় কি নামে ডাকবেন?