![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।
আগে জানতাম ব্লগের প্রথম পাতায় একসাথে ২ টার বেশি পোস্ট দেওয়া যায়না । পোস্ট করলে এ বিষয়ে অটোম্যাটিক সতর্ক বার্তা আসত। কিন্তু ঈদের ছুটিতে মনে হয় মডুর পাশাপাশি সামুর সিস্টেম ও ঘুমিয়ে গেছে! নইলে প্রথম পাতায় সবুজ সংকেত নামের একজন ব্লগারের এক সাথে পাঁছ ছয়টা পোস্ট আসে কিভাবে? কাল রাত তিনটার পর থেকে উনি স্বল্প সময়ে টানা ৯ খান পোস্ট প্রসব করেছেন।
বিসয়ডা বুঝলাম্না। ক্যামতে কি ?
অতি সত্বর এই ব্লগারকে পিল খাওয়ানো হোক। নইলে উনার প্রসব বেদনায় ব্লগের প্রথম পাতা সয়লাব হয়ে যাবে যে। প্লিজ মডূ , উনাকে সামলান ।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮
এম ই জাভেদ বলেছেন: ব্লগে ফ্লাডিং এর একটা বিহিত হওন দরকার। কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এটা অন্যদের কাছে ভুল বার্তা দেয়।
কোন এক মনিষী বলেছিলেন- আইন তৈরি করা হয় তা ভাঙ্গার জন্য। তিনি ভুল বলেননি।
২| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ফারহান ফারদিন বলেছেন: উনি একজন টি -২০ ব্লগার।
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪
এম ই জাভেদ বলেছেন: আমি বলব উনি একজন প্রসূতি ব্লগার!!! এত ঘন ঘন পোস্ট প্রসবের উদ্দেশ্য কি ?
৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬
সুমন কর বলেছেন: আমি আরো একজনের ফ্লাডিং তুলে ধরেছিলাম। আপনি আরো একজনের!! ধন্যবাদ। আমিও ফারহান ফারদিনের সাথে একমত:
প্রথম পাতায় একটার বেশি পোস্ট দেওয়ার কোন সুবিধা থাকা উচিত নয়। এ ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮
এম ই জাভেদ বলেছেন: ব্লগ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে কোন পোস্ট দেওয়া হলে এ বিষয়ে তাঁদের বক্তব্য কিংবা তড়িৎ ব্যবস্থা নেওয়ার নজির খুব কম দেখা যায়।
আমার মতে ব্লগে মডু- ব্লগার সরাসরি ইন্টার একশানের সুবিধা থাকা উচিত। কোন ব্লগারের যে কোন অভিযোগ কিংবা জিজ্ঞাস্য থাকলে তা যদি মডু সরাসরি বক্তব্য প্রদান করে ক্লিয়ার করেন তবে অনেক ভুল বোঝাবুঝির অবসান হয়, ব্লগের পরিবেশ ও থাকবে স্থিতিশীল।
মডুদের পক্ষ থেকে একজন এক্টিভ মুখ পাত্র রাখার জোর দাবি জানাচ্ছি।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩
ফারহান ফারদিন বলেছেন: উনি একজন টি -২০ ব্লগার। তাই ধামাধাম পোস্ট দিচ্ছেন। প্রথম পাতায় একটার বেশি পোস্ট দেওয়ার কোন সুবিধা থাকা উচিত নয়। এ ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।