নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম ই জাভেদ

প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারেনা

এম ই জাভেদ

গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।

এম ই জাভেদ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগে আমার এক বছর পূর্ণ হল:D

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০





দেখতে দেখতে সামহোয়্যার ইন ব্লগে কেটে গেল পুরো এক বছর। বাংলা ব্লগস্ফিয়ারের অন্যতম এই প্ল্যাটফরমে গত বছরের ঠিক এই দিনে শুরু হয়েছিল আমার পথ চলা। সামুতে অবশ্য আমার পাঠক হিসাবে পদচারনা শুরু হয় এরও মাস ছয়েক আগে। তখন আমি ছিলাম দেশের বাইরে। বিদেশ বিভূঁইয়ে অখন্ড অবসর কাটাতে অন্তর্জাল ছিল আমার অন্যতম মোক্ষম মাধ্যম। ফেসবুকের উপর বিরক্তি চলে আসায় লাইফের একঘেয়েমি আর ক্লান্তি দূর করতে এক সহকর্মীর পরামর্শে ব্লগে লেখালেখি শুরু করি শখের বসে। তখন সামুতে ক্যাচাল পোস্টে গালির হিড়িক আর নাস্তিকদের দৌরাত্ম্য দেখে ব্লগটি সম্পর্কে নেতিবাচক ধারণা জন্ম নেয় মনে। তাই লেখালেখি শুরু করি ‘বদলে যাও বদলে দাও’ ব্লগে। অল্প দিনেই বেশ কিছু পোস্ট দেওয়া হয়ে যায় ওই ব্লগে। কিছুদিন পরেই আমার একটি পোস্ট ছাপা হয় প্রথম আলোর সম্পাদকীয় পাতায়। এতে বেশ উৎসাহ পেয়ে যাই লেখালেখিতে। কিন্তু পাঠক খরা আর ধীরগতির কারনে ওই ব্লগে লেখালেখির আগ্রহ হারিয়ে ফেলি। মাঝখানে কিছুদিন প্রথম আলো ব্লগেও লিখি। কিন্তু ততদিনে সামুর জাতটা চেনা হয়ে যায় আমার। এ কারনে সামুর তদানীন্তন গালিবাজ আর নাস্তিকদের অভিসম্পাত দিতে ইচ্ছে করে যাদের কারনে সামুতে আমার ডিলেইড বার্থ হয়।





সিরিয়াস লেখা দিয়ে আমার ব্লগিং এর শুরু হলেও এক সময় ঝুঁকে পড়ি ভ্রমণ পোস্টের দিকে। এ বিষয়ে যাবতীয় রসদ জুগিয়েছে আমার এক বছরের প্রবাস জীবন। সামু ব্লগের কল্যাণে বিগত এক বছরে অনেক অজানা বিষয়ে নিজের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয়েছে, লেখালেখির বিভিন্ন শাখা -প্রশাখায় পদচারনা ঘটেছে , ভার্চুয়াল পরিচয় হয়েছেএক ঝাঁক গুণী ব্লগারের সাথে । এ সব গুণী ব্লগারদের পোস্ট পড়ে ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি আমি। সামুতে নোটিফিকেশন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ব্লগে পারস্পরিক মিথস্ক্রিয়ার দারুন এক সুযোগ তৈরি হয়েছে এখন। এ জন্য ব্লগ কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মোবারকবাদ।





আমি মনে করি ব্লগে লেখালেখি করলে নিজের আত্মবিশ্বাস ও সচেতনতা বাড়ে, বিবেকবোধ জাগ্রত হয়, দৃষ্টিভঙ্গি হয় উন্নত ও শানিত । দেশপ্রেমের চেতনা হৃদয়ে লালন ও সমাজের তৃণমূল পর্যায়ের অসঙ্গতি সমূহ চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে বাংলা ব্লগসমূহ অনবদ্য ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন ইস্যুতে ভার্চুয়াল যুদ্ধের পাশাপাশি ব্লগারদের সংঘবদ্ধভাবে সোচ্চার হওয়ার উদাহরণ সৃষ্টি হওয়ার কারনে বর্তমানে মূল ধারার মিডিয়ার শক্তিশালী বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছে বাংলা ব্লগ সমূহ। এ ক্ষেত্রে সামহোয়্যার ইন ব্লগ রয়েছে সবচেয়ে এগিয়ে , যাকে বলে একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।





সমসাময়িক জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু তথা সমাজের নানাবিধ অসঙ্গতি নিয়ে ব্যক্তিগত ধ্যান ধারনা আর মতামতসমূহ লেখালেখির উপজীব্য হবে – এহেন ভাবনা থেকেই ব্লগার হিসাবে আমার আত্ম প্রকাশ। কিন্তু সামুতে এসে মনে হয় কিছুটা লক্ষ্য বিচ্যুতি ঘটেছে আমার। যখনই চিন্তা ভাবনা শুরু করলাম আবার ফিরে যাব মূল লক্ষ্যে, অমনিই ভোজবাজির মত এসে হাজির ৫৭ ধারা। তাই ইদানিং ব্লগে লেখালেখি নিয়ে নিজেই যুদ্ধ করছি নিজের সাথে। ভবিষ্যতে স্বরূপে ফেরার আশা রাখি, যদিও জানি সিরিয়াসধর্মী লেখার পাঠক প্রিয়তা কম। প্রমান এখানে



কিন্তু আমি জানি লক্ষ্য স্থির করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে পারলে একদিন ঠিকই পোঁছে যেতে পারব অভীষ্ট লক্ষ্যে ।এক বছর খুব কম সময়, তাই এ সামান্য সময়ে ব্লগিংয়ে নিজের সাফল্য ব্যর্থতার ব্যবচ্ছেদ করাটা বোধ হয় সমীচীন হবেনা। ( ব্লগারের আবার সাফল্য ব্যর্থতা কি ? ! )







ব্লগার হিসাবে আমার বর্ষ পূর্তিতে সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগার, পাঠক, মডারেটর আর কলা কুশলীদের জানাই আন্তরিক মোবারকবাদ। আর কৃতজ্ঞতা জানাই সে সকল ব্লগারদের যারা আন্তরিক মন্তব্য দিয়ে আমাকে প্রতিনিয়ত উৎসাহ, অনুপ্রারনা দিয়ে যাচ্ছেন, যারা আমাকে অনুসরণে নিয়েছেন, সর্বোপরি যারা নিরবে আমার লেখা পড়ছেন। আমি আশা করব ভবিষ্যতে আমার লেখায় অনেক সমালোচক পাব যাদের গঠনমূলক মন্তব্য থেকে শিক্ষা নিয়ে আমার পথ চলা হবে আরও সুগম, আরও মসৃণ। পরিশেষে আমার বর্ষপূর্তির এ মহেন্দ্রক্ষনে আশা করব সামু ব্লগ যেন সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে বরাবরের মতই অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকে; প্রিয় ব্লগটির আঙ্গিনা যেন থাকে দলকানা রাজনৈতিক লেজুড়বৃত্তিমূলক দৃষ্টিভঙ্গির কালিমা মুক্ত । হ্যাপি ব্লগিং এভরিবডি …………………।

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন। হ্যাপি ব্লগিং........

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ সুমন কর দা।

২| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা!!!!


!:#P !:#P !:#P !:#P

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদের সহিত শুভেচ্ছা গৃহীত হইল।

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
ব্লগারের আবার সাফল্য ব্যর্থতা কি ? ! শুধু শুভেচ্ছা....

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

এম ই জাভেদ বলেছেন: ঠিক তাই। ওমা এত্ত সুন্দর ফ্লাওয়ার বুকে !!!!

থ্যাঙ্কু অস্পিসাস। ভাল থাকা হয় যেন।

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
অভিনন্দন !! :)

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ মুন ভাই। আশা করি পথ চলায় সাথে পাব আপনাকে

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ডাকপিয়ন রািকব বলেছেন: এগিয়ে যাক, এটাই কামনা

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

এম ই জাভেদ বলেছেন: সামু ব্লগ এগিয়ে যাক , আমরা আছি সাথে।

শুভেচ্ছা ডাক পিয়ন রাকিব । তা আজকাল বেশ অলস সময় কাটে ডাক পিয়নের তাইনা ? ডিজিটাল যুগ কিনা !!

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

নেক্সাস বলেছেন: হ্যাপি ব্লগিং

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০০

এম ই জাভেদ বলেছেন: শুভেচ্ছা সতত নেক্সাস। সাথে থাকবেন আশা করি।

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার বলেছেন, হ্যাপি ব্লগিং!
বর্ষপূর্তি শুভেচ্ছা।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

এম ই জাভেদ বলেছেন: ওহে স্বপ্নবাজ কবি , শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনাকে আজকাল আর আমার ব্লগে পাইনা কেন ? আপনার ভাত মারতে দিমু নাকি কবিতা একখান লেইখা !!

ছোট বেলায় কবিতা লিখতাম । এখন আর মনে ছন্দ আসেনা-

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

নোমান নমি বলেছেন: শুভ কামনা আপনার জন্য।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

এম ই জাভেদ বলেছেন: আপনাদের শুভ কামনা অনেক প্রেরনাদায়ি হয়ে থাকবে। অনেক ধন্যবাদ।

৯| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাইয়া।:)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮

এম ই জাভেদ বলেছেন: আপু মনিটার শুভ কামনা পেয়ে ব্যাপক খুশিত হইলাম।

১০| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

পথের পাঁচ . .. বলেছেন: হ্যাপি ব্লগিং!

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ , আমার ব্লগে আপনাকে সুস্বাগতম।

১১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১

ইখতামিন বলেছেন:
হ্যাপি ব্লগিং :)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

এম ই জাভেদ বলেছেন: হ্যাপি ব্লগিং ইখতামিন।

১২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭

দি সুফি বলেছেন: অনেক শুভকামনা রইল !:#P !:#P

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

এম ই জাভেদ বলেছেন: সামুর জন্মসূত্রে একমাত্র জেনারেলকে শুভেচ্ছা । আপনার পিস্তলের টিপস অনেক কাজে দিয়েছে।

১৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

আমিনুর রহমান বলেছেন:




শুভ কামনা ও অভিনন্দন বর্ষপুর্তির।


আমি মনে করি ব্লগে লেখালেখি করলে নিজের আত্মবিশ্বাস ও সচেতনতা বাড়ে, বিবেকবোধ জাগ্রত হয়, দৃষ্টিভঙ্গি হয় উন্নত ও শানিত । দেশপ্রেমের চেতনা হৃদয়ে লালন ও সমাজের তৃণমূল পর্যায়ের অসঙ্গতি সমূহ চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে বাংলা ব্লগসমূহ অনবদ্য ভূমিকা পালন করে আসছে।


দেশকে কে না ভালোবাসে কিন্তু দেশকে কিভাবে ভালবাসতে হয় সেটাও জানার প্রয়োজন আছে। আমি তোমাকে ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না। ভালবাসতে হলে কতগুলো দায়িত্ব পালন করতে হয়। ব্লগে এসেই জেনেছি কিভাবে দেশকে ভালোবাসতে হয়। দেশের প্রতি আমার দায়িত্ব কি? ব্লগ বলতে আমার কাছে প্রথম থেকেই সামু তাই সামু ও সামুর ব্লগারদের প্রতি আমি কৃতজ্ঞ।

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

এম ই জাভেদ বলেছেন: দেরিতে জবাব দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। নেট কানেকশান না থাকায় ব্লগে আসা হয়নি।

ব্লগে এসে সমাজের প্রতি অনেক দ্বায়বদ্ধতা অনুভব করি আজকাল। দেশের প্রতি ভালবাসার টান বেড়েছে ব্লগে লেখালেখির কল্যাণেই। এজন্য বাংলা ব্লগের প্রতি এক রাশ হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা থাকল। আমার লেখালেখির শুরু অন্য ব্লগে হলেও এখন আমার নিরন্তর পদচারনা সামু ব্লগেই। শুরুটা এখানেই হওয়ার কথা ছিল, কেন হয়নি সে কারন লেখায় উল্লেখ করেছি।

আপনার সুন্দর মন্তব্যের সাথে শতভাগ একমত পোষণ করছি। অসংখ্য ধন্যবাদ আমিনুর ভাই আপনাকে।

১৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০

মামুন রশিদ বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা !:#P


শুভকামনা নিরন্তর ।

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

এম ই জাভেদ বলেছেন: দেরিতে জবাব দেবার জন্য দুঃখ প্রকাশ করছি মামুন ভাই।

ধন্যবাদ এবং শুভেচ্ছা সতত।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিনন্দন

হ্যাপি ব্লগিং

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

এম ই জাভেদ বলেছেন: শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। সাথে থাকবেন আশা করি।

১৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: অভিনন্দন।

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাব। পথ চলায় আশা করি আপ্নাকেও পাব সাথে।

১৭| ২২ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৭

দি সুফি বলেছেন: আমি কিন্তু একমাত্র না! আমার সাথে আরো কয়েকজন বিশেষ ব্যবস্থায় জন্ম নিয়েছিল!

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

এম ই জাভেদ বলেছেন: আপ্নারা কি সামুর টেস্ট টিউব বেবি ? লুইস ব্রাউন!!!!

১৮| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৮

হেজাজের কাফেলা বলেছেন: Bloging Caliye jan.. Shukran...

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

এম ই জাভেদ বলেছেন: আপনাদের উৎসাহ পেলে চলার গতি বেড়ে যাবে নিশ্চয়ই , সাথে থাকুন।

১৯| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৩

তুহিন সরকার বলেছেন: শুভেচ্ছাসহ শুভকামনা রইল।

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

এম ই জাভেদ বলেছেন: শুভেচ্ছাসহ শুভকামনা গ্রহন করিলাম। ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন।

২০| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

শুঁটকি মাছ বলেছেন: আমিও কয়েকদিন পরেই আমার ব্লগ জীবনের এক বছর পাড় করে ফেলব।হ্যাপি ব্লগিং!!!!! !:#P

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

এম ই জাভেদ বলেছেন: হুম , বড় হও দাদা ঠাকুর ...... স্বপ্নবাজ অভি আমাদের ক্রিকেট দলে নেয় নাই তো কি হয়েছে !!! একদিন আমরাও......।

২১| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

শুঁটকি মাছ বলেছেন: এনশাল্লাহ একদিন আমরাও।অবশ্য নেলেও আমি খুব একটা দক্ষতা দেখা দেখাইতে পারতাম না।জীবনেও ক্রিকেট খেলিনাই।তবে কুতকুত খেলছি।আমরা নেক্সট ঈদে কুতকুত টিম বানামুনে !ওকে? B-) :P :>

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮

এম ই জাভেদ বলেছেন: ওই টিমে আমাকে অবশ্যই রাখবেন। আমি আবার কুতকুত খেলা ভালা পাই। ছেলেবেলার বান্ধবীদের সাথে কত খেলছি কুতকুত, মাংস চুরি, ইচিং বিচিং, টিলো এক্সপ্রেস, বউ চি, দারিয়া বান্ধা ......সেই দিন গুলি কোথায় হারিয়ে গ্যালো :(

২২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা । হ্যাপি ব্লগিং :)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২

এম ই জাভেদ বলেছেন: আপুনি , আপনাকে ব্লগে পেয়ে খুব ভাল লাগল। এক খান কথা অনেকদিন আপনাকে জিগাইবার চাইসিলাম, আজ আপনাকে পেয়ে বলেই ফেলি- আপনাদের মাসিক সংকলন টা খুব মিস করছি। কুনো ব্যাং কি আসলেই ঘরকুনো হয়ে গেছে ? ওকে একটা মাইর লাগাবেন।

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫

জুন বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন এম ই জাভেদ :)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২

এম ই জাভেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু অমূল্য উপহারে আমাকে উদ্দীপ্ত করার জন্য।

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ব্লগ জীবনের বর্ষ পূর্তিতে অভিনন্দন।

আজ আমার ছয় বছর পূর্ণ হলো। ইচ্ছা করছিল একটা পোষ্ট দেই।
কত কথা লিখতে ইচ্ছা করে। কিন্তু লেখা হলোনা।
ভালো থাকবেন । ব্লগ জীবনের অনেক আনন্দ আছে, সেই আনন্দ নিয়েই পথ চলতে থাকেন।

শুভকামনা ।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

এম ই জাভেদ বলেছেন: আপি , আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনি তো অনেক পুরনো ব্লগার । নাহ, পোস্ট না দিয়ে আমাদেরকে বঞ্ছিত করেছেন আপনি। আপনার দীর্ঘ ব্লগ জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করে আমাদের উজ্জীবিত করবেন - এটা আমার অনুরোধ। আমার তো আরও অনেক কিছু বলতে ইচ্ছে ছিল। কিন্তু সময়ের অভাবে সব বলা হয়নি।

আপনার পোস্টের অপেক্ষায় আপনাকে অনুসরনে নিলাম। ভাল থাকবেন।

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

মশিকুর বলেছেন:
অভিনন্দন

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

এম ই জাভেদ বলেছেন: আপ্নাকেও শুভেচ্ছা এবং স্বাগতম , মসিকুর সাহেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.