নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম ই জাভেদ

প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারেনা

এম ই জাভেদ

গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।

এম ই জাভেদ › বিস্তারিত পোস্টঃ

সাবধান !!! আপনার মোবাইল ফোনের সিম কি ক্লোনের শিকার ?/:)

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৪



► ১- সিম ক্লোন কি?

একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন সেই সিম টি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোন কারন ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের শিকার।

► ২- কিভাবে শিকার হবেন সিম ক্লোনের

আপনি যদি অপরিচিত কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিনত হতে পারেন। দুষ্কৃতকারীরা বিশেষ একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোনিং করে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোন হতে পারে। সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে। এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।

► ৩- যে সমস্যায় আপনি পড়তে পারেন সিম ক্লোনিং হয়ে গেলে?

সাধারনত জঙ্গি কিংবা দুষ্কৃতিকারীরা আপনার নাম্বার টি ব্যবহার করে আপনার জীবন বিপন্ন করতে পারে। অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি, চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন করলে আপাত দায়ভার আপনার উপর বর্তাবে। কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন। পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন।

► লক্ষ্য করুন———–


* ভারতে সম্প্রতি এক লাখ সিম ও রিম কার্ড ক্লোনিং হয়েছে। সেখানকার গোয়েন্দা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছে ওই ক্লোনিং সিম বা রিমের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে।

* বাংলাদেশে এখনও সিম ক্লোনিং হয়েছে বলে ৬ টি মোবাইল অপারেটরের হাতে এমন কোন তথ্য নেই। তবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে কোন সময় এমন অনাকাংখিত ঘটনা ঘটতে পারে।

সতর্ক হবেন যেভাবে-


* অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার। অথবা কল ব্যাক করা বন্ধ করুন।

* মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে। ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না। মিসড কল এলেই সতর্ক হন।

* যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানান।

* আপনার সেল ফোন টি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয় কিনা। রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার।

পোস্টটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং সপরিবারে নিরাপদ থাকুন



বিঃ দ্রঃ পোস্টটি ফেসবুক থেকে পাওয়া(কৃতজ্ঞতায়ঃ Shei Saifullah)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ভ্রাতা ।

ভালো পোস্ট ।

আমি মিসকল ব্যাক করি না , অপরিচিত হলে ।

ভালো থাকবেন :)

১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

এম ই জাভেদ বলেছেন: আমি অপরিচিত নাম্বারের কলই ধরিনা, মিস কল ব্যাক করাতো দুরের কথা।

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৩

আমিনুর রহমান বলেছেন:




শেয়ারের জন্য ধন্যবাদ

১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫১

এম ই জাভেদ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ। বিষয়টি গুরুত্ব পূর্ণ মনে হল বিধায় শেয়ার করলাম।

আপ্নিও শেয়ার করুন আমিনুর ভাই।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৭

ফারহান ফারদিন বলেছেন: ডিজিটাল প্রতারণার বহুমাত্রিক ডাইমেনশান দেখে মাঝে মাঝে হতবাক হয়ে যাই।

আমাদের সতর্ক থাকতে হবে অনলাইনে , অফলাইনে , বাস্তব জীবন সবক্ষেত্রে ।

১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

এম ই জাভেদ বলেছেন: হুম, ডিজিটাল প্রতারনাকে মোকাবেলা করতে হবে ডিজিটাল ভাবেই।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করার জন্য ধন্যবাদ...... :)

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০

এম ই জাভেদ বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ।

কেমন আছেন মইনুল ভাই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.