নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত ই জান্নাত যাওয়ার রাজপথ\nআর বাকি সব গলিপত !!\nচাই শহীদি মৃত্যু ।

সামছুল মালয়েশিয়া প্রবাসী

সামছুল মালয়েশিয়া প্রবাসী › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে ফেসবুকই যেন এক টুকরা বাংলাদেশ!!

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

মালয়েশিয়াতে বসে ফেসবুকে ফিরে পেয়েছি আমার কৈশোর আর তারুণ্য ভরা দিনগুলি, সাথে প্রিয় বাংলাদেশ!!সত্যি বলতে কি এই প্রবাস জীবনে ফেসবুক থেকে আমি অনেক কিছু পেয়েছি, আগে আমার প্রায়ই মন খারাপ হত, এখন তেমন হয়না, ফেসবুকে আসলেই মনে হয় আমি সবার কাছাকাছি আছি, এখানে আসলেই আমি আমার প্রিয় বাংলাদেশকে খুঁজে পাই। পাই বাংলাদেশের মাটির ঘ্রাণ।ফেসবুকে পুরনো বন্ধু ছাড়া ও আর ও নতুন অনেক বন্ধু পেয়েছি। যাদের অনেকেই ছোট , সমবয়সী, আবার কিছু আছে যারা বয়সে বড়। এদেরকে আমি কোনদিনই দেখিনি কিন্তু ফেসবুকের এই কাল অক্ষরে লেখা ওই নাম আর ছবিটাকেই মনে হয় যেন অনেক দিনের চেনা। বেশ কিছুদিন যদি কেঊ খবর না পায়, মেসেজ আসতে থাকে ভাই কি খবর?? খবর নেই কেন? ভাল আছেন তোঁ? বন্ধুদের এই যে ভালবাসা তা আমাকে অনেক সাহস আর শক্তি দেয়, মনে হয় আমি আর একা নেই, এই প্রবাসে থাকলে ও সবাই আমার সাথে আছে।এই ফেসবুকের মাধ্যমেই আমি খুঁজে পেয়েছি আমার অতি প্রিয় মুখগুলো যাদের সাথে আমি কাটিয়েছি আমার হাইস্কুল আর কলেজ জীবন।যাহউক , সারাদিন কর্ম ব্যস্ততার পর যখন ফেসবুকে বসি, বন্ধুদের খবর পায়, আমার প্রিয় দেশের খবর পায়, আমার প্রিয় মাতৃভূমি ছোট একটা শহর জয়পুরহাটের খবর পায়,তখন মনে হয় আমি যেন আমার প্রিয় সেই বাংলাদেশকেই খুজে পাই এই ফেসবুকে। আমরা যারা প্রবাসে থাকি তাদের কাছে এই ফেসবুকই যেন এক টুকরা বাংলাদেশ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

বিদেশে কামলা খাটি বলেছেন: আপনি মালয়েশিয়াকে কি করেন? আমিও মালয়েশিয়াতে আছি।
আমার ব্লগে ঘুরে আসতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.