|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আমি তুমি আমরা
আমি তুমি আমরা
	লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
 “আসুন আরেকবার জানি সামু সম্পর্কে”  সিরিজের দশম পর্বে আপনাদের সকলকে স্বাগতম।আজকে আমরা দেখব সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগপোস্ট কোনগুলো।সর্বাধিক হিট, ফেসবুক শেয়ার,মাইনাস আর প্রিয়তে নেয়া পোস্টগুলো নিয়ে এর আগে বিস্তারিত পোস্ট দিয়েছিলাম। ইচ্ছা ছিল সর্বাধিক প্লাস আর কমেন্ট প্রাপ্ত পোস্টগুলোর তালিকা দিয়ে তারপর এই পোস্টটা দেব।কেন্তু এখন আর সেটা ইচ্ছা করতেছে না। তাই এখনই এই পোস্টের অবতারনা। পরবর্তীতে ইচ্ছা আর সময়ের সমন্বয় হলে সর্বাধিক প্লাস আর কমেন্টপ্রাপ্ত পোস্টগুলোর তালিকা দিয়ে দেব ইনশাআল্লাহ্।
তাহলে আসুন শুরু করা যাক। 
  
 সর্বোচ্চ হিট পোস্ট 
তাহলে আসুন দেখি সামুর সেরা সব হিট পোস্ট।
১. ব্লগার সর্বনাশার ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ...
হিটঃ ৫৪৬১১  
২. ব্লগার নাফিস ইফতেখারের বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
মোট হিটঃ ৪২৪৯৭
৩. ব্লগার বিলালের ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য।
মোট হিটঃ ৩৮২৮৫ 
৪.ব্লগার কুঁড়ের বাদশার শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে
মোট হিটঃ ৩৭৯০৯   
৫.ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার আন্দোলন চলছে জেলা ও উপজেলায়, দেশে ও পরবাসে,অনলাইনে ও অফলাইনে, সীমানা চিনিনা, আছি শাহবাগে  
মোট হিটঃ ৩২৮৭৯ 
৫.ব্লগার দূর্যোধনের আমার চলচ্চিত্র দর্শন-লালটিপ।  
মোট হিটঃ ২৭২৬৭ 
৬.ব্লগার বিডি আইডলের ই-বুক কালেকশনঃ পর্ব-৬ (শুধুমাত্র ১৮+ দের জন্য)
মোট হিটঃ ২৭০৩৪ 
৭.ব্লগার নাফিস ইফতেখারের আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন.......
মোট হিটঃ ২৬৫১৩
৮.ব্লগার অন্ধ বাউলের ঢাকা ইউনিভার্সিটির ষ্টুডেন্ট বাস 'চৈতালী' অথবা একদল অমানুষের গল্প  
মোট হিটঃ ২৫৩৮৮ 
৯.ব্লগার হাবিব মহাজনের  দোয়া চাই
মোট হিটঃ ২৪৫৫৯
১০.ব্লগার নীলপদ্দের পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য।
মোট হিটঃ ২৪৪০৯
হিট পোস্ট নিয়ে বিস্তারিত জানতে ক্লিকান এইখানে  
 সর্বোচ্চ প্লাস প্রাপ্ত পোস্ট
মাঝমাঝেই দেখা যায়, ব্লগাররা কোন কোন পোস্টে গিয়ে কমেন্ট করে আসেন, “প্লাস এবং প্রিয়তে”।পরবর্তীতে চেক করলে দেখা যায় তারা পোস্টগুলোকে প্রিতে স্থান দিয়েছেন বটে, কিন্তু কোন এক বিচিত্র কারনে ভাল লাগা বাটনে চাপতে ভুলে গেছেন।তাছাড়া ওয়াচে থাকা ব্লগাররা পোস্ট প্রিয়তে নিতে পারলেও রেটিং দিতে পারেন না।ফলে সামুর অধিকাংশ পোস্টেই হিট কিংবা প্রিয়র তুলনায় প্লাস পড়ে অনেক কম  
  
তাহলে আসুন দেখে নেই সামুর ইতিহাসে ব্লগারদের সর্বাধিক ভাল লাগা পোস্ট কোনগুলোঃ
১.ব্লগার নীলপদ্দের পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য।
ভালো লাগাঃ ৪৪৯ 
২.ব্লগার বিলালের ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য।
ভালো লাগাঃ ৩৯৯
২.ব্লগার নাফিস ইফতেখারের আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন
ভালো লাগাঃ ৩৯৯ 
৩. ব্লগার সর্বনাশার ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ...
ভালো লাগাঃ ৩৬৬
৪.ব্লগার আশীফ এন্তাজ রবির প্রধানমন্ত্রী আসুন ব্লগে কথা বলি, আসুন কৃচ্ছতা সাধন করি
ভালো লাগাঃ ৩৩৯ 
৫.ব্লগার শেরিফ আল সায়ারের   বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই
ভালো লাগাঃ ৩২৬ 
৬.ব্লগার দূর্যোধনের আমার চলচ্চিত্র দর্শন-লালটিপ।  
ভালো লাগাঃ ৩২১  
৭.ব্লগার ষড়জের আমার প্রতিবাদের ভাষা: আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না... উঠুন! জাগুন!! যে যেভাবে পারেন প্রতিবাদ করুন!!!
ভালো লাগাঃ ৩১৯
৮.ব্লগার জিন্দা লাশের চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি!
ভালো লাগাঃ ৩০৫
৯.ব্লগার তামিমের কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন?
ভালো লাগাঃ ২৮৮
১০. ব্লগার শব্দহীন জোছনার বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো:প্রত্যেক ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত।  
ভালো লাগাঃ ২৭১
 সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোস্ট 
নতুন ব্লগাররা (যারা জানুয়ারী ২০১১ এর পর ব্লগে রেজিস্ট্রেশন করেছেন) তারা কেউই মাইনাচ দেয়ার বা পাওয়ার সৌভাগ্য অর্জন করেন নি।কেবল সিনিয়র ব্লগারদের মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে বলতে শুনেছেন, "একদা ব্লগে মাইনাস ছিল। আমরা মাইনাচ মাইনাচ খেলতাম, কতই না মজা হত। আহারে সেই সব দিনগুলো কোথায় হারিয়ে গেল।"
আসলেই, সেই সব দিন কোথায় হারিয়ে গেল। তাই নতুন ব্লগাররা আর দেরী না করে দেখে নিন কোন পোস্টগুলো সর্বাধিক মাইনাস রেটিং অর্জন করে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। 
১.আলেকজান্ডার ডেনড্রাইট ও তার ঐতিহাসিক পোস্টঃপ্রাপ্ত মাইনাসের সংখ্যা ৬৬৩টি।
মূল পোস্টটা আর সামুতে নাই। তবে আলেকজান্ডার ডেন্ড্রাইট সাহেব না থাকলেও তার পোস্ট খুজে পাবেন এখানে 
২. জলকণা আফার পোস্ট, যার দুঃখে শাহরুখের চউক্ষেও জলকণা আসেঃ  প্রাপ্ত মাইনাসের সংখ্যা ৫৯২টি।
ভাবছিলাম মোবাইল ভার্সনের লিঙ্ক দিমু। তাহলে আপনারা নিজ চোখে মাইনাসের সংখ্যা দেখতে পারতেন।কিন্তু এখন মোবাইল ভার্সনে যেতে চাইলে দেখাচ্ছে bad gateway।সুতরাং মোবাইল সাইটের লিঙ্ক দিতে পারলাম না। মূল ভার্সনে আফার ঐতিহাসিক পোষ্ট দেখে আসুন।আফার পুস্ট দেখতে ক্লিকান এখানে  
৩.ডেস্টিনি লিমিটেড নিয়া একখান পুস্টঃ প্রাপ্ত মাইনাসের সংখ্যা ৪৮৪টি।
তিন নম্বরে আসবে ডেসটিনি লিমিটেড লিয়া একখান পুস্ট।এই পুস্টও দেয়া হইছিল আমি ব্লগে আসার পর। কিন্তু দুঃখের বিষয় হইল আমি তখনো তরুন ব্লগার হওয়ায় স্ক্রীণশর্ট বা পোস্টের ব্যাক আপ নেয়ার মত বিষয়গুলা জানতাম না।তাই এই পুস্টের কোন ব্যাকআপ, স্ক্রীনশর্ট বা এ সংক্রান্ত কোন তথ্য আমার কাছে নাই।এমনকি পোস্টের লেখক বা শিরোনামও আমার মনে নাই। খালি মনে আছে এই পোস্টের প্রাপ্ত মাইনাসের সংখ্যা। 
৪.ব্লগার সন্যাসীর বুদ্ধিজীবি হত্যাকান্ড নিয়ে পোষ্টঃ ভন্ডামির চূড়ান্ত এবং মাইনাস বন্যাঃসর্বশেষ প্রদাঙ্কৃত মাইনাসের সংখ্যা ২৮৭টি।
 
চুলকানী পোস্ট দিয়ে সামুতে পার পাওয়া যায় না তার প্রমান এই পোস্ট।যে কারনে বুদ্ধিজীবি হত্যাকান্ডের মত সেন্সিটিভ ইস্যু নিয়ে লেখা পোস্টে মাইনাচের সংখ্যা প্লাসকে ছাড়িয়েছিল কেবলমাত্র লেখকের ব্যক্তিগত চুলকানীর কারনে। 
 
এটা সেই পোস্টের লিঙ্ক   
এটা সেই পোস্টের মোবাইল ভার্সনের লিঙ্ক 
৫.জলকণা আফার সাথী আমাদের গুরু ভাইঃ প্রাপ্ত মাইনাসের সংখ্যা ২৩৫টি।
জলকনা আফারে সাপোর্ট করতে গিয়া আমাদের গুরু ভাই খাইছিলেন মাত্র ২৩৫টা মাইনাস।ছেলে বলে তিনি মাইনাস বৈষম্যের স্বীকার হয়েছিলেন- সামুর বুকে এমন লিঙ্গ বৈষম্যের দৃষ্টান্ত আর নাই  
 
এটা গুরু ভাইয়ের পোস্টের লিঙ্ক  
 
৬.বেচারী অপি আক্তার ও তার শুভেচ্ছেমূলক পোস্টঃ পুরো পোস্টে যাদের ঐতিহাসিক পোস্টের কথা বললাম এত ব্যাপক পরিমান মাইনাস খাওয়ার পিছনে তাদের প্রত্যেকেরই নিজের দায় ছিল।কিন্তু আপি আপার এই পোস্ট পুরাই ব্যতিক্রম। 
এই নির্দোষ পোস্টের ওপর পাবলিক কেন ক্ষেপে গেল তা আমার অজানা।শুরু হল মাইনাস বন্যা। আমার জানামতে ২২২টা মাইনাস পড়েছিল।
পোস্টের ৭৩৮নং কমেন্টে আমি জানতে চেয়েছিলাম এত মাইনাসের কারন কি? আফা বললেন জানি না। 
এটা আফার পোস্টের লিঙ্ক
 সর্বোচ্চ প্রিয়তে নেয়া পোস্ট 
১৮+ বা জোকসের পোস্টগুলো কিংবা সামুর চিরন্তন ক্যাচাল পোস্টগুলো মাঝেমাঝে ব্যাপক হিট অর্জন করলেও পাঠকদের প্রিয় পোস্টের তালিকায় স্থান করে নিতে পারে না।কেননা এদের আবেদন সাময়িক, চিরন্তন নয়। তাই বলতে দ্বিধা নেই যেসব পোস্ট সর্বাধিক পরিমান ব্লগারের প্রিয় তালিকায় রয়েছে তার সবগুলোই (দুয়েকটা ব্যতিক্রম থাকতে পারে) ক্লাসিক পোস্ট।
তাহলে আসুন দেখে নেই সামুর ইতিহাসে ব্লগারদের প্রিয়তে থাকা পোস্ট কোনগুলোঃ
১.ব্লগার নাফিস ইফতেখারের আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন
মোট প্রিয়ঃ ১২৭১ 
২.ব্লগার তামিমের কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন?
মোট প্রিয়ঃ ১১৩৮
৩.ব্লগার কুঁড়ের বাদশার শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে ::
মোট প্রিয়ঃ ১১১২ 
৪.ব্লগার রবিন মিলফোর্ডের  ১০১ টি মজার জিনিস যা অনলাইনে করবেন  
  
মোট প্রিয়ঃ ১০৮৭
৫.ব্লগার নিদালের যে পোস্ট গুলো পড়লে সামুর ফ্যান হয়ে যাবেন/আমার ব্লগ শেলফ/এপিক পোস্ট
মোট প্রিয়ঃ ১০৮৬ 
৬.ব্লগার বখতিয়ার হোসেনের হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র
মোট প্রিয়ঃ ১০৬৬
৭.ব্লগার  এ. এস. এম. রাহাত খানের ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~
মোট প্রিয়ঃ ১০৩৪ 
৮.ব্লগার শামসীরের বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন
মোট প্রিয়ঃ ১০১৯ 
৯.ব্লগার হাসান যোবায়েরের ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!
 
  
মোট প্রিয়ঃ ১০০৪
১০.ব্লগার  ডিসকো বান্দরের  জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন!
মোট প্রিয়ঃ ৯৫৮ 
প্রিয় পোস্টগুলো নিয়ে বিস্তারিত জানতে ক্লিকান এইখানে   
 সর্বোচ্চ ফেসবুক শেয়ার 
সামুতে যে পরিমান ব্লগার আছে আর প্রতিনিয়ত যে পরিমান পোস্ট আসে, তাতে একটা পোস্ট ১৫ মিনিট, সর্বোচ্চ ২০ মিনিট প্রথম থাকতে পারে। আর সেলিব্রেটি ব্লগার হলে অনুসারিত লিস্ট থেকেও আপনার একটা ভালই হিট আসবে।কিন্তু লক্ষ্য করলে দেখবেন সামুর যেসব পোস্টের হিট ১০০০০+ সেগুলোর ফেসবুক শেয়ার অন্তত ১০০+ ।ফেসবুক থেকে ব্লগে একটা বিশাল হিট আসে তা কোনভাবেই আস্বীকার করার উপায় নাই।
তো আসুন আর দেরী না করে দেখে নেই সামু থেকে সবচেয়ে ফেসবুকে শেয়ারকৃত পোস্ট কোনগুলো।
১ব্লগার অন্ধ বাউলের ঢাকা ইউনিভার্সিটির ষ্টুডেন্ট বাস 'চৈতালী' অথবা একদল অমানুষের গল্প   
মোট ফেসবুক শেয়ারঃ ১১৩১৪
২. ব্লগার সর্বনাশার ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ...  
মোট ফেসবুক শেয়ারঃ ৮২২৭
৩.ব্লগার ষড়জের আমার প্রতিবাদের ভাষা: আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না... উঠুন! জাগুন!! যে যেভাবে পারেন প্রতিবাদ করুন!!!  
মোট ফেসবুক শেয়ারঃ ৩৬৭৯
৪.ব্লগার নোবেলবিজয়ী টিপুর ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন  
মোট ফেসবুক শেয়ারঃ ২৮৪২ 
৫.ব্লগার প্রতিকষীতের কুয়েটের একজন আসামী বলছি  
মোট ফেসবুক শেয়ারঃ ২৩৬০
৬.ব্লগার মুঠোকাব্যের কবির ১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি !!!! ইট হেপেন্স অনলি ইন বিডি !    
মোট ফেসবুক শেয়ারঃ ২২১৩  
৭.ব্লগার বল্টু মিয়ার ফেসবুকের নতুন ফিচার ফেসবুক টাইমলাইন( Facebook Timeline) এক্টিভেট করে নিন আপনার প্রোফাইলে খুব সহজে   
মোট ফেসবুক শেয়ারঃ ২১৫৯
৮. ব্লগার টয়ের স্বপ্নহত্যার এক বছরঃ আমাদের ক্ষমা করো সম্রাট  
মোট ফেসবুক শেয়ারঃ ২০৬৪ 
৯.ব্লগার কাক নং ৭৯৯ এর পদ্মা নদীর মাঝি - ২০২১  
মোট ফেসবুক শেয়ারঃ ২০৪৩
১০.ব্লগার আলিম আল রাজির টান টান উত্তেজনাময় গল্পঃ হিমুর হাতে কয়েকটি নোবেল প্রাইজ  
মোট ফেসবুক শেয়ারঃ ১৯৭৪ 
সর্বাধিক ফেসবুক শেয়ার সম্পর্কে জানতে ক্লিকান এইখানে   
 সর্বোচ্চ কমেন্ট প্রাপ্ত পোস্ট 
সামুতে আসলে কমেন্ট সংখ্যা দিয়ে কখনো পোস্টের কোয়ালিটি বিচার করা যায় না। প্রায়ই ক্যাচাল পোস্টের কমেন্ট সংখ্যা কয়েকশ ছাড়িয়ে যায়। তবে আশার কথা হল টপ টেনে কোন ক্যাচাল পোস্ট নাই।
তাহলে আসুন দেখে নেই সর্বোচ্চ কমেন্ট প্রাপ্ত পোস্টঃ
১. ব্লগার আলেকজান্ডার ডেন্ড্রাইটের জাফর ইকবাল জাতিকে কি দিয়াছেন?
মোট প্রাপ্ত কমেন্টঃ ১৭০৭ 
২. ব্লগার অপি আকতারের সবাই কে শুভেচ্ছা ।  
মোট প্রাপ্ত কমেন্টঃ ১৭০১ 
৩. ব্লগার হাসান মাহবুবের অফটপিক  
মোট প্রাপ্ত কমেন্টঃ ১৬০০
৪. ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার আন্দোলন চলছে জেলা ও উপজেলায়, দেশে ও পরবাসে,অনলাইনে ও অফলাইনে, সীমানা চিনিনা, আছি শাহবাগে  
মোট প্রাপ্ত কমেন্টঃ ১৫৩৬ 
৫. ব্লগার সর্বনাশার ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ...  
মোট প্রাপ্ত কমেন্টঃ ১১১৯  
৬.ব্লগার অন্যমনষ্ক শরতের রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠেছে বাংলাদেশ: চল চল শাহবাগ চল  
মোট প্রাপ্ত কমেন্টঃ ১১১০ 
৭. ব্লগার নাফিস ইফতেখারের একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)  
মোট প্রাপ্ত কমেন্টঃ ১০১১ 
৮. ব্লগার দূর্যোধনের ব্লগে নারী ব্লগারদের আক্রমন:প্রগতিশীল কিবোর্ডের আড়ালে মোল্লাতন্ত্র  
মোট প্রাপ্ত কমেন্টঃ ৯৮৫ 
৯. ব্লগার দূর্যোধনের আমার চলচ্চিত্র দর্শন-লালটিপ।   
মোট প্রাপ্ত কমেন্টঃ ৭৯৯
১০. ব্লগার রাজসোহানের জ্বালিয়ে দাও , পুড়িয়ে দাও{ আড্ডা পোস্ট অব দ্যা গ্রেট ইনসমনিয়াক ক্লাব }  
মোট প্রাপ্ত কমেন্টঃ ৭৫৭ 
** সমস্ত তথ্যাবলী নেয়া হয়েছে ২৪ এপ্রিল ২০১৩ বিকাল ৫:০৬ পর্যন্ত।  
===========================================
**হিট আর কমেন্ট বিষয়ক আমার নিজস্ব কিছু অবজারবেশন লেখার ইচ্ছা ছিল। এখন আর লেখার মুড নাই। পরে সময় করে লিখব ইনশাআল্লাহ। 
===========================================
** পুরো পোস্টে বিবেচনা করা হয়েছে পরিসংখ্যান, ব্লগারের লেখা বা কমেন্টের গুনগত মান নয়।উপরে লিস্টগুলোতে যারা আছেন, তারা নিঃসন্দেহে অসাধারন ব্লগার এবং তাদের পোস্টগুলোও এপিক- তাতে কোন সন্দেহ নেই। শুধুমাত্র কারো যদি মনে হয় ঐ পোস্টটা বাদ পরে গেছে বা এই পোস্টটা কিভাবে লিস্টে আসে- তাদের  উদ্দেশ্যেই উপরের লাইনটি।
ধন্যবাদ। 
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ
পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট 
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট    
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন   
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন    
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট 
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট 
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব  
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার 
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট  
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট 
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট 
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ 
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো 
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন 
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র 
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট 
 ১২৪ টি
    	১২৪ টি    	 +৪১/-০
    	+৪১/-০  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৫১
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৫১
আমি তুমি আমরা বলেছেন: দূর্যোদা, একটু ওয়েটান। পোস্ট এডিটিং এখনো শেষ হয় নাই। এডিটিং শেষ করেই আপডেট করে দিব।  
 
  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৪৬
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৪৬
আমি তুমি আমরা বলেছেন: পোস্ট আপডেটিত। "কুসুমের রান" থুক্কু "লালটিপ" আছে সর্বোচ্চ হিট ও সর্বাধিক প্লাস- দুটো লিস্টেই পাঁচ নম্বরে।  
 
২|  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৮
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৮
রাজসোহান বলেছেন: ১৬০০ টি কমেন্ট, বর্তমানে কমেন্ট অপশন বন্ধ  
১২৩৯টি মন্তব্য  
৭৫৭ টি মন্তব্য   
  
 
  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৫২
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৫২
আমি তুমি আমরা বলেছেন: ধইন্যাপাতা রাজসোহান  
 
৩|  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৮
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৮
নীলচাষী বলেছেন: বয়সে বুড়া হইলেও আমি তো দেখি নিজেরে কোনো তালিকায় খুজে পেলাম না। অবশ্য ব্লগিং করার মতো কিছু খুজে পাই না। এরা যে এতো কিছু কোথায় পায় মাঝে মাঝে ভেবে আশ্চর্য হই। ভালো লাগা রইলো। অনেক খাটুনি দিয়েছেন এই কালেকশন গুলো করতে।   
   
 
  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৪৭
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৪৭
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ নীলচাষী।  
 
৪|  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৮
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৮
মৃন্ময় বলেছেন: ভাই বউত কষ্ট করছেন..........।পিলাস দিলাম ++
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:০৬
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:০৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মৃন্ময়  
 
৫|  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:০৩
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:০৩
বিডি আমিনুর বলেছেন: পিলাস সহ প্রিয়তে   
   
 
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:০৯
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:০৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আমিনুর  
 
৬|  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:২৩
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:২৩
হাসান মাহবুব বলেছেন: মেগাপুস্টে মেগাপিলাচ। সোহানরেও পিলাচ। ভাবতাসি কমেন্ট অপশন আবার খুইলা দিমু নাকি   
 
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:১১
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:১১
আমি তুমি আমরা বলেছেন: হামা ভাইরে মেগা ধন্যবাদ   
   
 
৭|  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:২৩
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:২৩
হাসান মাহবুব বলেছেন: মেগাপুস্টে মেগাপিলাচ। সোহানরেও পিলাচ। ভাবতাসি কমেন্ট অপশন আবার খুইলা দিমু নাকি   
 
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:১৪
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:১৪
আমি তুমি আমরা বলেছেন: আপনার দেখি হাজারের ওপর কমেন্টওয়ালা পোস্ট আছে দুইটা। মারাত্মক ব্যাপার স্যাপার
৮|  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৩৫
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৩৫
আমি তুমি আমরা বলেছেন: নির্বাচিততে আসে না কেন???   
   
   
  
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:১৫
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:১৫
আমি তুমি আমরা বলেছেন: প্রহসনের নির্বাচিত পাতা   
   
   
 
৯|  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৩৮
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ৭ম ভালো লাগা..প্রিয়তে নিআম্
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:২৩
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:২৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার  
 
১০|  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৩৮
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৩৮
রুদ্র মানব বলেছেন: প্লাস সহ প্রিয়তে নিয়া রাখলাম । দেখে নিবো সব পোস্ট গুলাই   
 
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:২৫
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:২৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রুদ্র  
 
১১|  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:০৮
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:০৮
নিশীপাখি বলেছেন: আহারে আপনারা আগের দিনে কত মজাই না করেছেন  
 
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:২৯
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:২৯
আমি তুমি আমরা বলেছেন: আবার জিগায়   
   
 
১২|  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:১৬
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:১৬
আমি তুমি আমরা বলেছেন: বাইরে যাচ্ছি। ফিরে এসে ইনশাআল্লাহ সমস্ত কমেন্টের জবাব দিয়ে দেব। আর হ্যা, অবশ্যই সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত পোস্টের একটা তালিকা দিয়ে দেব।   
   
   
 
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৪
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৪
আমি তুমি আমরা বলেছেন: আইলাম ফির্যা   
 
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৫
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৫
আমি তুমি আমরা বলেছেন: অচিরেই আসছে সর্বাধিক কমেন্টের লিস্ট
১৩|  ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:২০
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:২০
শুকনোপাতা০০৭ বলেছেন: সোজা প্রিয়তে নিলাম  
 
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৬
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ শুকনো পাতা  
 
১৪|  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৫
২৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৫
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: স্বর্ণা আপুর যে পোস্টা স্টিকি ছিল এটা দেখি কোন হিসাবে নাই। আমিতো ভাবছি এটা মনে হয় সর্বাদিক পঠিত তে যাবে।
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৬
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৬
আমি তুমি আমরা বলেছেন: ঠিক ধরেছেন। পোস্ট আপডেট করলেই ওটা যোগ করে দেয়া হবে।  
 
১৫|  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৯
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৯
মেহেদী হাসান মানিক বলেছেন: আপনারে পেলাস...। 
  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৪৩
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ধইন্যাপাতা মেহেদী ভাই  
 
ব্লগে রেগুলার হন।আপনেগোরে মিসাই  
 
১৬|  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৫১
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৫১
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাই গো আমিও আপনাগরে মিসাই   
   
   
   
   এখন থেইকা নিয়মিত হব নাশা করি ।
 এখন থেইকা নিয়মিত হব নাশা করি । 
  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪২
৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪২
আমি তুমি আমরা বলেছেন: আমিও তাই আশা করি  
 
১৭|  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৫২
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১১:৫২
আলতামাশ বলেছেন: অসাধারণ  পোস্ট
আপনারে না পাইলে সামুর অনেক অজানা ইতিহাস আমার কোন দিন জানা হত না।
আপনি অনুসারিত করলাম।
আর ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ প্লাস দিলাম
  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪৩
৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আলতামাশ। আপনার কমেন্ট পেয়ে সম্মানিত হলাম।  
 
১৮|  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:২৪
৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:২৪
*কুনোব্যাঙ* বলেছেন: মেগা পোষ্ট
+++++++++++
  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪৩
৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ  
 
১৯|  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:২৪
৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:২৪
*কুনোব্যাঙ* বলেছেন: মেগা পোষ্ট
+++++++++++
  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪৪
৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪৪
আমি তুমি আমরা বলেছেন: এইবার তাইলে মেগা ধন্যবাদ এনে  
 
২০|  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:২৬
৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:২৬
খায়ালামু বলেছেন: প্রিয়তে নিলাম .। পড়ব পরে   
 
  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪৫
৩০ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ খায়ালামু  
 
২১|  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ১:০৭
৩০ শে মার্চ, ২০১৩  রাত ১:০৭
আরজু পনি  বলেছেন: 
আমি তুমি আমরা বলেছেন: নির্বাচিততে আসে না কেন???   
   
   
 
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
লেখক বলেছেন: প্রহসনের নির্বাচিত পাতা   
   
   
 
  
   
   
   
 
ভাবছিলাম পোস্ট দেইখা কানতে কানতে ফিট খামু...কিন্তু আপনার মন্তব্য দেইখা হাসতে হাসতে ফিট খা্ওনের দশা   
   
 
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৭
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৭
আমি তুমি আমরা বলেছেন: নির্বাচিততে আসছিল অনেক রাতে, তাও নির্বাচিত পাতার মাঝখানে   
   
   
 
২২|  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ২:০৯
৩০ শে মার্চ, ২০১৩  রাত ২:০৯
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: মেগা পোস্টে মেগা প্লাস   
 
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৭
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ  
 
২৩|  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ২:২২
৩০ শে মার্চ, ২০১৩  রাত ২:২২
রবিন মিলফোর্ড বলেছেন: 
আপনার এই সিরিজের পোস্টগুলো পড়ে সামুর অনেক অজানা জিনিস জেনেছি এবং জানছি । 
মেগা পোস্ট প্রিয়তে রাখলাম । 
ভাল থাকুন । 
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৮
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রবিন।তোমার টেকি পোস্টগুলা থেকেও অনেক কিছু জানতে পারি। রেগুলার তোমার কাছ থেকে এমন পোস্ট চাই  
 
২৪|  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ২:৩৪
৩০ শে মার্চ, ২০১৩  রাত ২:৩৪
ঘুড্ডির পাইলট বলেছেন: সুন্দর একটা সিরিজ 
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৮
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রাফাত ভাই  
 
২৫|  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ২:৫৪
৩০ শে মার্চ, ২০১৩  রাত ২:৫৪
মাক্স বলেছেন: পেলাচ!
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৯
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মাক্স  
 
২৬|  ৩০ শে মার্চ, ২০১৩  সকাল ৭:৫৯
৩০ শে মার্চ, ২০১৩  সকাল ৭:৫৯
এম হুসাইন বলেছেন: অনেক পরিশ্রম করেছেন। 
++++++++++ ও প্রিয়তে। 
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৯
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ এম হুসাইন  
 
২৭|  ৩০ শে মার্চ, ২০১৩  সকাল ১০:৩৫
৩০ শে মার্চ, ২০১৩  সকাল ১০:৩৫
খেয়া ঘাট বলেছেন: আমার একটি পোস্ট দেখি লিস্টের প্রথম দিকেই আছে।
তবে কোনো নিক- আপাতত বলছিনা।
অনেক প্ররিশ্রম করেছেন ।ধন্যবাদ।
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪২
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪২
আমি তুমি আমরা বলেছেন: তাই নাকি? কোনটা?
২৮|  ৩০ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:২৯
৩০ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:২৯
নেক্সাস বলেছেন: ভাল লাগলো। অনেক পরিশ্রমি পোষ্ট
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪২
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ নেক্সাস  
 
২৯|  ৩০ শে মার্চ, ২০১৩  দুপুর ১:১২
৩০ শে মার্চ, ২০১৩  দুপুর ১:১২
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
জ্বী, জ্বী, জ্বী। ভাল ভাল ভাল। 
Hell good!
  
 
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪২
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আশরাফ  
 
৩০|  ৩০ শে মার্চ, ২০১৩  দুপুর ১:৫১
৩০ শে মার্চ, ২০১৩  দুপুর ১:৫১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: লিস্টে লিস্টে লিস্টি একশ! অনেক ভাললাগে। সব সময় পড়ি আপনার লিস্টি। ক্যাচাল আড়ালে থেকে পড়তে বড়ই আনন্দ পাই।
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৩
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ লিসানি ভাই। আপনার পোস্টগুলো পড়ে আমিও বড়ই আনন্দ পাই  
 
৩১|  ৩০ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৩২
৩০ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৩২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: +++++
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৪
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৪
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ বৃষ্টি ভেজা সকাল  
 
৩২|  ৩০ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৯
৩০ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৯
লেখোয়াড় বলেছেন: 
++++++++++++++++
!!!! ???
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৪
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৪
আমি তুমি আমরা বলেছেন: পিলাচের লাইগা ধইন্যা।
প্রশ্নবোধক কি কারনে? 
৩৩|  ৩০ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:১৩
৩০ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:১৩
s r jony বলেছেন:  আগে এই পোস্ট'টা প্রিয়তে রাখি, তাইলে সব পোস্ট পামু।
++++++++++++++
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৫
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ জনি  
 
৩৪|  ৩০ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৩৮
৩০ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৩৮
আমি ইহতিব বলেছেন: ভাইরে আপনারে আগে অনুসরণে নিয়া নেই আর প্রিয়তে তো এই পোস্ট থাকবেই।
+++
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৬
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৬
আমি তুমি আমরা বলেছেন: আমাকে অনুসরনে নিলেন? সম্মানিতবোধ করলাম  
 
৩৫|  ৩০ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৬
৩০ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৬
tumpa roy বলেছেন: পিলাস সহ প্রিয়তে ...
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৬
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ টুম্পা  
 
৩৬|  ৩০ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৯
৩০ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৯
রামন বলেছেন: 
বরাবরের মতই সুন্দর এবং পরিশ্রমী পোস্ট। প্লাস। 
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৭
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রামন। আপনাদের উতসাহই এগিয়ে চলার প্রেরনা  
 
৩৭|  ৩০ শে মার্চ, ২০১৩  রাত ৯:২৭
৩০ শে মার্চ, ২০১৩  রাত ৯:২৭
নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনার এই পোস্টটাও সর্বাধিক লাইক, হিট ও মন্তব্য পাওয়া পোস্ট হওয়া উচিত!   
   
  
আমার চলচ্চিত্র দর্শন-লালটিপ।   অস্থির পোস্ট ছিল! এখনও মাঝে মাঝে পরি আর উচ্চ কণ্ঠে হাইসা উঠি!
 অস্থির পোস্ট ছিল! এখনও মাঝে মাঝে পরি আর উচ্চ কণ্ঠে হাইসা উঠি! 
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৮
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৮
আমি তুমি আমরা বলেছেন: দেখাই যাক, এই পোস্ট কদ্দূর যায়  
 
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৯
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৯
আমি তুমি আমরা বলেছেন: আহারে লালটিপ, এপিক একখান পোস্ট। মুভি রিভিউর কথা আসলেই এই পোস্টের কথা আসবে  
 
৩৮|  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৩
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৩
শব্দহীন জোছনা বলেছেন: 
+++++++++
++++++
+++
+ 
  
  
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৫
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৫
আমি তুমি আমরা বলেছেন: কি আশ্চর্য। এই মাত্র পোস্ট আপডেট করে সবচেয়ে ভাল লাগা পোস্টের তালিকায় আপনার বাংলা কবিতার পোস্টটা এড করলাম আর সাথে সাথেই আপনার কমেন্ট।
অদ্ভূত। 
৩৯|  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৩
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৩
শব্দহীন জোছনা বলেছেন: 
+++++++++
++++++
+++
+ 
  
  
  ৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৬
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৬
আমি তুমি আমরা বলেছেন: ধইন্যাপাতা পাতা লন পিলাচের লাইগা  
 
৪০|  ৩১ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:০৮
৩১ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:০৮
মাহমুদা সোনিয়া বলেছেন:  হাটস অফ টু ইউু। এগুলোর হিসেব রাখাও তো কম ব্যাপার নয়।   
   
 
  ৩১ শে মার্চ, ২০১৩  রাত ৯:০২
৩১ শে মার্চ, ২০১৩  রাত ৯:০২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আপু  
 
৪১|  ৩১ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:০৭
৩১ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:০৭
ফজলে আজিজ রিয়াদ বলেছেন:  অনেক পরিশ্রম করেছেন।
+++++++ ও প্রিয়তে। 
  ৩১ শে মার্চ, ২০১৩  রাত ৯:১০
৩১ শে মার্চ, ২০১৩  রাত ৯:১০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রিয়াদ  
 
৪২|  ৩১ শে মার্চ, ২০১৩  রাত ৯:১২
৩১ শে মার্চ, ২০১৩  রাত ৯:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
পোষ্টটা আগেই দেখেছি। আমার পোষ্টের নাম দেখে খুবই লজ্জা পেয়েছি। ভাল থাকবেন। 
  ৩১ শে মার্চ, ২০১৩  রাত ৯:৫৬
৩১ শে মার্চ, ২০১৩  রাত ৯:৫৬
আমি তুমি আমরা বলেছেন: ব্লগার হিসেবে আপনার সম্ভাবনা ব্যাপক। চালিয়ে যান। আশা করি আপনার কাছ থেকে সামনে আরো কিছু এপিক পোস্ট পাব।  
 
৪৩|  ৩১ শে মার্চ, ২০১৩  রাত ৯:২৩
৩১ শে মার্চ, ২০১৩  রাত ৯:২৩
সীমানা ছাড়িয়ে বলেছেন: জটিল পোস্ট। আপনাকে সামু গবেষক হিসেবে নোবেল প্রাইজ দেয়ার প্রস্তাব করছি 
  ৩১ শে মার্চ, ২০১৩  রাত ৯:৫৭
৩১ শে মার্চ, ২০১৩  রাত ৯:৫৭
আমি তুমি আমরা বলেছেন: :#> :!> :#> :!>
৪৪|  ০১ লা এপ্রিল, ২০১৩  রাত ১০:৪৭
০১ লা এপ্রিল, ২০১৩  রাত ১০:৪৭
রাহি বলেছেন:   
 
  ০২ রা এপ্রিল, ২০১৩  রাত ১২:৪৪
০২ রা এপ্রিল, ২০১৩  রাত ১২:৪৪
আমি তুমি আমরা বলেছেন: আপনেতো মিয়া ব্লগে আর রেগুলার হইলেন না। এই রেগুলার হইলেই লিস্টিতে সব আপনের পুস্টই থাকতো  
 
৪৫|  ০১ লা এপ্রিল, ২০১৩  রাত ১১:০৯
০১ লা এপ্রিল, ২০১৩  রাত ১১:০৯
শব্দহীন জোছনা বলেছেন: 
 সবই উপর ওয়ালার ইশারা 
(y)
  ০২ রা এপ্রিল, ২০১৩  রাত ১২:৪৮
০২ রা এপ্রিল, ২০১৩  রাত ১২:৪৮
আমি তুমি আমরা বলেছেন: আবার জিগস    
   
   
 
৪৬|  ০১ লা এপ্রিল, ২০১৩  রাত ১১:১৯
০১ লা এপ্রিল, ২০১৩  রাত ১১:১৯
রেজোওয়ানা বলেছেন: সামহোয়্যার ইনের এপিক পোস্ট গুলোর বেশির ভাগই ২০১০ এর আগের! 
আগের সেই ক্রিয়েটিভিটির ছিটেফোটাও এখন আর খুঁজে পাওয়া যায় না, বড়ই দু:খজনক! 
  ০২ রা এপ্রিল, ২০১৩  রাত ১:০২
০২ রা এপ্রিল, ২০১৩  রাত ১:০২
আমি তুমি আমরা বলেছেন: কথা সত্য।
আসলে পুরা ঘটনাই একুশে টিভির মত। একদল প্রতিভাবান আর ক্রিয়েটিভ ছেলেপেলে নিয়ে একুশে যাত্রা করল, অনুষ্ঠানের সেই স্ট্যান্ডার্ড, মানুষ দেখে পুরাই মুগ্ধ। কিন্তু একবার বন্ধ হওয়ার পরই সেই তরুনেরা বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে গেল আর চ্যানেলগুলো একুশেকে অনুকরন শুরু করল। বহু ঝড় পেরিয়ে একুশে ফিরে এল ঠিকই, কিন্তু কোথায় সেই একুশে??? একুশে রয়ে গেল নিজের ছায়া হয়ে।
সামুর গল্প প্রায় একই। সামু কিন্তু নিজ ক্ষেত্রে পথপ্রদর্শক, তাই শুরুতে একঝাক তরুন তুর্কী পেয়েছিল যারা লিখতে এবং পড়তে ভালবাসত, তারা ব্লগে আসতোই লেখালেখির প্রতি ভালবাসা থেকে, ক্যাচাল তাদের উদ্দেশ্য ছিল না।ফলে পোস্টগুলোর স্ট্যান্ডার্ড ছিল সেইরকম।সামুতে লিখেই তারা ব্লগ লিজেন্ড হয়েছিলেন। পরবর্তীতে নানা কারনে তারা সামু ছেড়ে গেছেন(কারো কারো মতে সামু তার সেরা ব্লগারদের ধরে রাখতে ব্যর্থ হয়েছে) । কিন্তু তাদের বিকল্প আর আসেনি। দিনে দিনে সামুর ব্লগার বেড়েছে বটে(আরো স্পেসিফিকালি বললে নিক সংখ্যা বেড়েছে বটে), কিন্তু এইসব লেখকদের বিকল্প উঠে আসেনি।
এখন কথা হচ্ছে পোস্টের মানতো ডিপেন্ড করে লেখকের ওপর। লেখক যদি ভাল না হয় তো ভাল লেখা আসবে কি করে?
আর ২০০৭-০৮-০৯ যারা ছিলেন তাদের ইচ্ছা ছিল ব্লগকে ভাল কিছু দেয়ার। এখন অনেকে ব্লগে রেজিস্ট্রেশন করে ক্যাচাল করার জন্য, কেউবা কোন বিশেষ দলের দালালী করার জন্য আর শাহবাগ  আন্দোলনের সময় কত নতুন নিক গজিয়েছে কে জানে।কারন সবার কাছে পরিচয় দিতে হবে তো, আমিও ব্লগার। 
এদের কাছ থেকে আর যাই হোক ভাল লেখা আশা করা যায় না।  
  ০২ রা এপ্রিল, ২০১৩  রাত ১:১১
০২ রা এপ্রিল, ২০১৩  রাত ১:১১
আমি তুমি আমরা বলেছেন: লেখক বলেছেন: আর সামুর মডারেশন নিয়ে কি বলব। ভাল পোস্ট এখনো আসে, কিন্তু কিন্তু একটা পোস্ট দেয়ার দশ ঘন্টা পর গিয়ে যদি সেটা ক্ষনিকের জন্য নির্বাচিত পাতায় যায় -তাহলে কি আর ভাল লাগে?
চাকরীর ক্ষেত্রে ভাল স্যালারী যেমন একটা মোটিভেশন, তেমনি ব্লগিং এর ক্ষেত্রেও ভাল হিটও একট মোটিভেশন। কয়েকদিন পড়াশোনা করে, বই আর ওয়েবসাইট ঘেটে একটা পোস্ট তৈরী করলেন - সেই পোস্ট পড়ল জনাদশেক লোক আর কমেন্ট করে প্রতিক্রিয়া জানাল একজন।এরপর কি আর ব্লগ লেখার উৎসাহ থাকে???
২০১০ এর পর সামুতে সেই মানের পোস্ট আর আসে নাই- এর দায় কিন্তু সামুও এড়াতে পারে না।সামু তার ব্লগারদের মোটিভেট করতে পারে নাই বা তার সেরা ব্লগারদের ধরে রাখতে পারে নাই-এখানে কিন্তু সামুরও একটা ব্যর্থতা চোখে পড়ে। 
৪৭|  ০১ লা এপ্রিল, ২০১৩  রাত ১১:২৫
০১ লা এপ্রিল, ২০১৩  রাত ১১:২৫
ওবায়েদুল আকবর বলেছেন: আপনি নিশ্চয়ই সামুতে চাকরি করেন ভাই। নাইলে এত ইনফো পাইলেন কই।
  ০২ রা এপ্রিল, ২০১৩  রাত ১:০৩
০২ রা এপ্রিল, ২০১৩  রাত ১:০৩
আমি তুমি আমরা বলেছেন: ইচ্ছা থাকিলে উপায় হয়।
৪৮|  ০২ রা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:৫০
০২ রা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:৫০
ওবায়েদুল আকবর বলেছেন: আরে বস একটু মজা করছিলাম। মাইন্ড খাইয়েননা আবার।
  ০২ রা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:১৯
০২ রা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:১৯
আমি তুমি আমরা বলেছেন: আরে না না, মাইন্ড করব কেন? এই কথা আমাকে আগেও শুনতে হয়েছে। সুতরাং এটা নতুন কিছু নয়  
 
৪৯|  ০২ রা এপ্রিল, ২০১৩  রাত ৯:৩১
০২ রা এপ্রিল, ২০১৩  রাত ৯:৩১
একজন আরমান বলেছেন: 
ব্যাপক গবেষণা।
ইতিহাস হইতে মুঞ্চায়। 
  ০২ রা এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৪
০২ রা এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৪
আমি তুমি আমরা বলেছেন: তাইলে লেখা শুরু করেন
৫০|  ০২ রা এপ্রিল, ২০১৩  রাত ১০:২৫
০২ রা এপ্রিল, ২০১৩  রাত ১০:২৫
একজন আরমান বলেছেন: 
কি লেখব? 
  ০৩ রা এপ্রিল, ২০১৩  রাত ১২:০৪
০৩ রা এপ্রিল, ২০১৩  রাত ১২:০৪
আমি তুমি আমরা বলেছেন: এপিক এপিক সব পোস্ট লেখা শুরু করেন  
 
৫১|  ১৯ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৪:২৪
১৯ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৪:২৪
এন এফ এস বলেছেন:  
  
 
  ১৯ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৪:৩০
১৯ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৪:৩০
আমি তুমি আমরা বলেছেন:  
  
  
 
৫২|  ২১ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৪৫
২১ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৪৫
চানাচুর বলেছেন: পুরান জিনিস মনে করায় দিলেন ভাই   
 
  ২১ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৪:৫৫
২১ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৪:৫৫
আমি তুমি আমরা বলেছেন: আরে, চানাচুর আপা যে। অনেকদিন পর। 
কি খবর আপনার? 
৫৩|  ২২ শে এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
২২ শে এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
ফারিয়া বলেছেন: কয়েকটা পোস্টের অবস্থা দেখে হাসি থামছেনা!  
   
 
  ২৩ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৩:২২
২৩ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৩:২২
আমি তুমি আমরা বলেছেন: বুঝতে হবে, এগুলা সব এপিক পোস্ট  
 
৫৪|  ২৬ শে এপ্রিল, ২০১৩  রাত ১১:৪১
২৬ শে এপ্রিল, ২০১৩  রাত ১১:৪১
চানাচুর বলেছেন: বস... ভয় সবারই লাগে... গলা সবারই শুকায়  
 
আপনার খবর কি?  
 
  ০৯ ই মে, ২০১৩  রাত ১:১৩
০৯ ই মে, ২০১৩  রাত ১:১৩
আমি তুমি আমরা বলেছেন: আমি আছি ভালই। ডিউ খাইয়া আইলেন নি?
৫৫|  ১২ ই মে, ২০১৩  রাত ২:৫৭
১২ ই মে, ২০১৩  রাত ২:৫৭
চানাচুর বলেছেন: আমার এনার্জির বড়ই অভাব। ঐদিন কমেন্ট করতে করতে টাইগার খাওয়ার কথা ভাবতেছিলাম ভাই  পরে শুন্ছি ওটা ডিউয়ের
 পরে শুন্ছি ওটা ডিউয়ের  
 
  ১২ ই মে, ২০১৩  রাত ৩:০৮
১২ ই মে, ২০১৩  রাত ৩:০৮
আমি তুমি আমরা বলেছেন:   
   
 
৫৬|  ১২ ই মে, ২০১৩  ভোর ৫:৪২
১২ ই মে, ২০১৩  ভোর ৫:৪২
নাইট রিডার বলেছেন: মজার ব্যাপার হল অনেক পোষ্ট আছে যার হিট সংখ্যা অনেক কিন্তু  কমেন্ট আছে অল্প কয়েকটা, বলাই বাহুল্য পোষ্টগুলো ১৮+   ।এইসব পোষ্ট দেখার আগ্রহ থাকে দূর্নিবার, কিন্তু তার চাইতে বেশী থাকে পোষ্ট দেখছি সেটা লুকানোর চেষ্টা। নাফিস ইফতেখার লিখলে হয়ত লিখতেন বাংগালী ব্লগে কি করে।
 ।এইসব পোষ্ট দেখার আগ্রহ থাকে দূর্নিবার, কিন্তু তার চাইতে বেশী থাকে পোষ্ট দেখছি সেটা লুকানোর চেষ্টা। নাফিস ইফতেখার লিখলে হয়ত লিখতেন বাংগালী ব্লগে কি করে।  
  ১২ ই মে, ২০১৩  রাত ৮:৪৫
১২ ই মে, ২০১৩  রাত ৮:৪৫
আমি তুমি আমরা বলেছেন: নাফিস ইফতেখার লিখলে হয়ত লিখতেন বাংগালী ব্লগে কি করে।  
গুড অব্জারবেশন এন্ড গুড থিংকিং   
    
  
৫৭|  ১৫ ই মে, ২০১৩  রাত ৯:৪৯
১৫ ই মে, ২০১৩  রাত ৯:৪৯
মহামহোপাধ্যায় বলেছেন: এপিক পোস্টের বিশাল সংকলন !! চমৎকার কাজ 
  ১৬ ই মে, ২০১৩  রাত ১২:০৫
১৬ ই মে, ২০১৩  রাত ১২:০৫
আমি তুমি আমরা বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ  
 
৫৮|  ১৫ ই জুলাই, ২০১৩  ভোর ৪:৫৫
১৫ ই জুলাই, ২০১৩  ভোর ৪:৫৫
মুরাদ-ইচছামানুষ বলেছেন: হায় সামু! প্রিয় সামু!
সুন্দর পোস্ট।
  ১৫ ই জুলাই, ২০১৩  রাত ৮:১২
১৫ ই জুলাই, ২০১৩  রাত ৮:১২
আমি তুমি আমরা বলেছেন: হায় সামু! প্রিয় সামু!  
 
৫৯|  ০৬ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:২৯
০৬ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:২৯
শিশিরের দুঃখ বলেছেন: মহামহোপাধ্যায় বলেছেন: এপিক পোস্টের বিশাল সংকলন !! চমৎকার কাজ 
  ২১ শে অক্টোবর, ২০১৩  রাত ৯:২৬
২১ শে অক্টোবর, ২০১৩  রাত ৯:২৬
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার  
 
৬০|  ১৫ ই মার্চ, ২০১৮  রাত ৯:৩৬
১৫ ই মার্চ, ২০১৮  রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: আপনি ওস্তাদ লোক।
  ১৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৩:১৮
১৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৩:১৮
আমি তুমি আমরা বলেছেন: কিন্তু কোন সাগরেদ পেলাম না 
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৪
২৯ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৪
দূর্যোধন বলেছেন: হিট ২৭,২৬১ । শেয়ার ১৮০০+ । প্লাস - ৩২১ ।
প্রিয় -৮৬০ , প্লাস - ৩৭২ ।