|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আমি তুমি আমরা
আমি তুমি আমরা
	লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
 
  
 অনেক অনেক কাল আগে ব্লগে নিয়মিত জোক্স পোস্ট করতাম। কিছু নিজের অনুবাদ করা আর বেশীর ভাগই কপি পেস্ট। আজ তেমনি জোক্স পরিবেশনা।
...
... ...
... ... ...
... ... ... ...
... ... ... ... ...
দেখি কতজন ১৮+ এর আশায় ধরা খায়  
  
 
=============================================
আমার যত কৌতুকঃ
চরম ফাটাফাটি সব কৌতুক-১
চরম ফাটাফাটি সব কৌতুক-২  
চরম ফাটাফাটি সব কৌতুক-৩  
চরম ফাটাফাটি সব কৌতুক-৪  
চরম ফাটাফাটি সব কৌতুক-৫ 
চরম ফাটাফাটি সব কৌতুক-৬  
চরম একখান কৌতুক-১ঃবুড়ি আর খাসী  
চরম একখান কৌতুক-২ঃমিথ্যা
চরম একখান কৌতুক-৩ঃFATHER'S ASS 
চরম একখান কৌতুক-৪ঃমদনকাণ্ড ও শৌচকর্ম  
চরম একখান কৌতুক-৫ঃএকজন মানুষের জীবনে যত টেনশন  
চরম একখান কৌতুক-৬ঃট্যালেন্ট হান্ট শো
চরম একখান কৌতুক-৭ঃহাসিনা-খালেদা-এরশাদের স্বর্গযাত্রা
চরম একখান কৌতুক-৮ঃবাপ-ছেলে  
ছাগু আর রাজাকারগো লাইগা কৌতুক-১  
সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব   
মধ্যরাতের মজারু  
 ৬২ টি
    	৬২ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৮ ই মে, ২০১৩  রাত ৩:১৭
১৮ ই মে, ২০১৩  রাত ৩:১৭
আমি তুমি আমরা বলেছেন: মাইরালা, আমারে কেউ চাক্কু দিয়া মাইরালা। শেষ পর্যন্ত মগার লগে তুলনা দিলেন???!!!
  ১৮ ই মে, ২০১৩  রাত ৩:৩৩
১৮ ই মে, ২০১৩  রাত ৩:৩৩
আমি তুমি আমরা বলেছেন: আপনের লাইগা আরেকখান কপি পেস্টঃ
এক ছেলে সকালবেলা ইমাম সাহেবের কাছে এসে বললো – “ইমাম সাহেব, আমি নদী’তে কুলি ফেলছি । তওবা করতে চাই ।”
ইমাম সাহেব বললেন-“নদীর প্রবাহমান পানিতে কুলি ফেললে তা এমন কোনো ময়লা হয় না…তাছাড়া এতে তোমার কোনো পাপ-ও হয়নি । নিশ্চিন্ত মনে চলে যাও ।”
-“না ইমাম সাহেব, আমাকে দয়া করে তওবা পড়িয়ে দেন।”
অগত্যা ইমাম সাহেব তাকে তওবা পড়িয়ে দিলেন ।
একটুপর আরেকটি ছেলে এসে নদী’তে কুলি ফেলার জন্য তওবা করতে চাইলো । ইমাম সাহেব তাকেও বোঝালেন, কিন্তু লাভ হলো না, তাকেও তওবা পড়িয়ে দিলেন ।
… একটুপর তৃতীয় আরেকজন এসে একই কারণে তওবা পড়ে গেলো ।
এরকম ফালতু কারণে তওবা পড়াতে পড়াতে ইমাম সাহেবের মেজাজ খারাপ হয়ে গেলো । এমন সময় চতুর্থ আরেকজন আসলো ।
ইমাম সাহেব বিরক্ত হয়ে বললেন – “তুমিও নদী’তে কুলি ফেলেছো নাকি?”
লোকটা রাগে চীৎকার করে উঠলো-“আমিই কুলি…রেলস্টেশনে যাওয়ার পথে তিনটা ছেলে আমাকে ধাক্কা দিয়ে নদী’তে ফেলে ভাগছে ।”
২|  ১৮ ই মে, ২০১৩  রাত ৩:০৪
১৮ ই মে, ২০১৩  রাত ৩:০৪
বাংলাদেশী দালাল বলেছেন: 
আমি আহি নাই। :#> 
  ১৮ ই মে, ২০১৩  রাত ৩:১৮
১৮ ই মে, ২০১৩  রাত ৩:১৮
আমি তুমি আমরা বলেছেন: আপনের মাউসে সমস্যা। মনে হয় ভুল করে ক্লিক পড়ে গেছে   
   
 
  ১৮ ই মে, ২০১৩  রাত ৩:৩৭
১৮ ই মে, ২০১৩  রাত ৩:৩৭
আমি তুমি আমরা বলেছেন: হোজ্জা একটা স্টল খুলে ওখানে নোটিশ টাঙিয়ে দিলেন।
‘যেকোনো বিষয়ে দুই প্রশ্নের জবাবের বিনিময়ে পাঁচ পাউন্ড।’
একজন পথচারী হন্তদন্ত হয়ে তাঁর কাছে এসে টাকাটা হাতে দিয়ে বলল, ‘দুটো প্রশ্নের জন্য পাঁচ পাউন্ড, একটু বেশি নয় কি?’
‘হ্যাঁ, ঠিকই বলেছেন’, হোজ্জা বললেন, ‘এর পরের প্রশ্ন?’
৩|  ১৮ ই মে, ২০১৩  রাত ৩:১১
১৮ ই মে, ২০১৩  রাত ৩:১১
চেয়ারম্যান০০৭ বলেছেন: মেলাদিন আসিনা তো  তাই ভুলে কট খাইছি
 তাই ভুলে কট খাইছি   মিস করি খুব মিস করি ভাই।
 মিস করি খুব মিস করি ভাই।
  ১৮ ই মে, ২০১৩  রাত ৩:১৮
১৮ ই মে, ২০১৩  রাত ৩:১৮
আমি তুমি আমরা বলেছেন: আর কইয়েন্নারে ভাই। পুরান দিনগুলা খুব মিসাই  
 
  ১৮ ই মে, ২০১৩  রাত ৩:৪০
১৮ ই মে, ২০১৩  রাত ৩:৪০
আমি তুমি আমরা বলেছেন: বেড়াতে বেরিয়ে রাজা কৃষ্ণচন্দ্র একবার গোপালের হাত চেপে ধরে আস্তে আস্তে মোচড়াতে লাগলেন।
গোপাল: আমার হাত নির্দোষ, ওকে রেহাই দিন।
রাজা: জোর করে ছাড়িয়ে নাও।
গোপাল: সেটা বেয়াদবি হবে।
রাজা: উহু, তাহলে হাত ছাড়ব না।
গোপাল তখন যে রোগের যে দাওয়াই বলে রাম নাম জপতে থাকলেন।
রাজা: এতে কি আর কাজ হবে? দাওয়াই কোথায়?
গোপাল: রাম নাম জপাই তো মোক্ষম দাওয়াই।
রাজা: মানে?
গোপাল: পিতামহ, প্রপিতামহের আমল থেকে শুনে আসছি, রাম নাম জপলে ভূত ছাড়ে।
রাজা গোপালের হাত ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে। 
৪|  ১৮ ই মে, ২০১৩  রাত ৩:২৫
১৮ ই মে, ২০১৩  রাত ৩:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন: ধুর মিয়া!! মনে করলাম নতুন জোকস দিছেন। এখন দেখি জোকার বানাই দিলেন।   
 
  
 
  ১৮ ই মে, ২০১৩  রাত ৩:২৭
১৮ ই মে, ২০১৩  রাত ৩:২৭
আমি তুমি আমরা বলেছেন:   
   
   
 
  ১৮ ই মে, ২০১৩  রাত ৩:২৮
১৮ ই মে, ২০১৩  রাত ৩:২৮
আমি তুমি আমরা বলেছেন: এই লন একখানে জুক্সঃ
পিতা ও ছেলের আলাপ
ছেলে : বাবা, আমি কোথা থেকে এসেছি?
বাবা : এ্যাঁ: ইয়েঃ বাবা বড় হয়ে বই পড়ে নিজেই জানতে পারবে?
ছেলে : এটা জানতে আবার বই পড়তে হবে? রাতুল তো বলল ওরা বরিশাল থেকে এসেছে।
৫|  ১৮ ই মে, ২০১৩  ভোর ৪:২৪
১৮ ই মে, ২০১৩  ভোর ৪:২৪
খেয়া ঘাট বলেছেন: চারটা জোকস পড়লাম। প্রথমটা ভালো লেগেছে।
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:০৯
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:০৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।
আপনার এক মিনিটের গল্প সিরিজটা খুব ভাল লাগে আমার।  
 
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:৩০
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:৩০
আমি তুমি আমরা বলেছেন: দেখেন তাহলে এটা ভাল লাগে কিনাঃ
মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস; তুরস্কের নতুন অফিসের জন্য একজন কাবিল এমপ্লয়ি খুঁজছেন। প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পরল
এই ২০,০০০ জনের মধ্যে, ‘তরফদার’ নামের এক বাংলাদেশীও আছেন।
বিল গেটস, ২০,০০০ আবেদনকারীকেই এক সাথে একটা বড় হল রুমে ডাকলেন।
…বিল গেটস বললেন, এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’ পারেন, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, আমি বরং থেকেই যাই এখানে… হারানোর তো কিছু নাই আমার…আর ‘জাভা প্রোগ্রামিং’ এমন কি জিনিষ!! চাকরিটা পেলে, দুই দিনে না’হয় শিখে নিব।দাড়িয়েই থাকি বরং
বিল গেটস এবার বললেন, এখানে যাদের ‘নেটওয়ার্কিং এ দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ‘নেটওয়ার্কিং’ আর এমন কি জিনিষ!! চাকরিটা পেলে, দুই দিনের মামলা এটা!
বিল গেটস এবার বললেন, এখানে যাদের ‘ইউন্ডোজ ও ইউনিক্সএ দক্ষতা আছে’, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ব্যাপার না… চাকরিটা পেলে, দুই দিনে শর্ট কোর্স করে নিব।
বিল গেটস এবার বললেন, যারা তুরস্কের ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারেন… তারা থাকবেন… আর বাকিরা, দয়া করে আসতে পারেন। ২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন… দুইজন দাড়িয়ে রইলেন; তরফদার আর আরেক ভদ্রলোক
বিল গেটস বললেন, “গুড, তোমরা দুইজন আমাদের সকল ক্রায়টেরিয়া ফুলফিল করেছো। তোমাদের এখন আমি টেস্ট নিব। তবে তার আগে আপনারা দুইজন একে অপরের সাথে তুরস্কের ভাষায় কিছু কথা বলুন তো দেখি”
তরফদার সাহেব পাশের ভদ্রলোককে আমতা আমতা করে বললেন, ‘ভাইজান, কেমন আসুইন’
পাশের ভদ্রলোক দাঁত বের করে বললেন, ‘এই তো, বালাই আছি… আফনে?’
৬|  ১৮ ই মে, ২০১৩  ভোর ৪:৩১
১৮ ই মে, ২০১৩  ভোর ৪:৩১
একজন আরমান বলেছেন: 
ধুরও মিয়া জাতি পুরাই হতাশ।   
 
জোকস না দিতেন কিছু ফডু অন্তত দিতেন।  
 
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:১১
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:১১
আমি তুমি আমরা বলেছেন: ফুডু???   
   
   
  
তাইলেতো ব্যানায় দিবো আমারে। বুঝেন্না ক্যা?  
 
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:৪৭
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:৪৭
আমি তুমি আমরা বলেছেন: তাইলে এই লনঃ 
৭|  ১৮ ই মে, ২০১৩  ভোর ৪:৩৫
১৮ ই মে, ২০১৩  ভোর ৪:৩৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমি নিজেই দেখি জোকস হইয়া গেলাম  
   
 
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:১১
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:১১
আমি তুমি আমরা বলেছেন: ক্ষিক ক্ষিক ক্ষিক
৮|  ১৮ ই মে, ২০১৩  ভোর ৬:১১
১৮ ই মে, ২০১৩  ভোর ৬:১১
ভিটামিন সি বলেছেন: বাকরুদ্ধ হইয়া গেলাম। আমারে ঠকাইছে; আপনি আবুল, আপনি মাল, আপনি চুরণ্জিত, আপনি সাহেড়া, আপনি মঘা, আপনি মহাসেন, আপনি আওয়ামীলীগ। আর মনে নাই, মনে পড়লে আবার আইসা গালি দিয়া যামু।
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:১২
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:১২
আমি তুমি আমরা বলেছেন: ভিটামিন সি বেশী করে খান।তাইলে জলদি মনে পড়ব  
 
৯|  ১৮ ই মে, ২০১৩  সকাল ৭:০৫
১৮ ই মে, ২০১৩  সকাল ৭:০৫
েবনিটগ বলেছেন: Click This Link
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:১৪
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:১৪
আমি তুমি আমরা বলেছেন: আমি কিন্তু লিংকে ক্লিকাই নাই  
 
১০|  ১৮ ই মে, ২০১৩  সকাল ৭:০৬
১৮ ই মে, ২০১৩  সকাল ৭:০৬
েবনিটগ বলেছেন: for another 18+, 
Click This Link
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২২
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২২
আমি তুমি আমরা বলেছেন: যাই নাই, আপনের লিংকে যাই নাই  
   
   
 
১১|  ১৮ ই মে, ২০১৩  সকাল ৮:০৮
১৮ ই মে, ২০১৩  সকাল ৮:০৮
ইমরাজ কবির মুন বলেছেন: 
বেশীর ভাগ জোকস ই তো কপি-পেস্ট।১-২টায় একটু নতুনত্ব আসে :/ ||
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২৩
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২৩
আমি তুমি আমরা বলেছেন: আমি যেমন কপি মারতাম, বাকিরাও মারত। কমন না পড়ে যাবে কই?
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:৫১
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:৫১
আমি তুমি আমরা বলেছেন: এইটা দেখেন নতুন লাগে কিনা(১৮+ এলার্ট) :
এক ভদ্রলোক প্রতিদিন গঙ্গাস্নান করতে যায় । পথে প্রতিদিন তার মাথায় লাগে এক ভিজা শাড়ি । দোতলা বাড়ির খোলা বারান্দার রেলিঙ থেকে এক ভদ্রমহলা সকালে স্নান করে তার শাড়িটি ঝুলিয়ে দেয় সকালের পুরো রোদটা পাওয়ার জন্য শাড়ি ভাঁজ না করেই । কিন্তু পথচলতি মানুষের গায়ে লাগে , আর একটু খানি ভাঁজ করলে লোকের গায়ে লাগতোনা । ভদ্রলোক এ নিয়ে অনেকবার বারণ করেছে , তবুও ঐ মহিলা কিছুটা রাগাবার জন্যই বলেছে যা করেছি বেশ করেছি , শাড়ি ঐ ভাবেই শুকোতে দেওয়া হবে ; রোজই । অগত্যা ভদ্রলোক এক ফন্দি এঁটেছে । পথচলতি মানুষকে ভিজা শাড়ি থেকে বাঁচানোর জন্য সে গঙ্গাচান করে ফেরার পথে যেইনা মাথায় ভেজা শাড়ি ঠেকেছে অমনি দিয়েছে বেঁধে শাড়ির এক আঁচলে নিজের ভেজা আন্ডারওয়্যারটি , ওপর থেকে ভদ্রমহলা এই কান্ড দেখে রেগে বললো, কি ব্যাপার , একি করছেন ? ভদ্রলোক বললো , ঠিক করেছি যা করেছি বেশ করেছি । আপন শাড়ি ওপরে তুলুন তবে আমি আমার আন্ডারপ্যান্ট খুলবো । ভদ্রমহিলা রেগে গেছে , বললে, আপনি আগে আন্ডারপ্যান্ট খুলুন , এক্ষুনি খুলুন বলছি । ভপদ্রলোকও রেগে গেছে ; বললে , কেমন হয়েছে আজ , আপনি আগে শাড়ি তুলুন। তারপর দেখা যাবে । দুজনেই তুমুল রেগে গেছে ।
অপর থেকে ভদ্র মহিলা বলছে , আপনি আগে আপনার আন্ডার প্যান্ট খুলুন
ভদ্রলোক বলছে, আপনি আগে শাড়ি তুলুন।/
” আপনি আগে আপনার আন্ডার প্যান্ট খুলুন”
“আপনি আগে শাড়ি তুলুন”
” আপনি আগে আপনার আন্ডার প্যান্ট খুলুন”
“আপনি আগে শাড়ি তুলুন”
” রিকোয়েস্ট করছি ,আপনি আগে আপনার আন্ডার প্যান্ট খুলুন”
” আমিও রিকোয়েস্ট করছি আপনি এবার থেকে প্রতিদিন শাড়ি অপরে তুলবেন “
১২|  ১৮ ই মে, ২০১৩  সকাল ৯:০৯
১৮ ই মে, ২০১৩  সকাল ৯:০৯
রোবটিক ম্যান বলেছেন: আমি আগেই বুঝেছিলাম তাই আসিনি
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২৩
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২৩
আমি তুমি আমরা বলেছেন: আমিও জানতাম আপনি বুঝতে পেরে আসবেন না  
 
১৩|  ১৮ ই মে, ২০১৩  সকাল ৯:৪৭
১৮ ই মে, ২০১৩  সকাল ৯:৪৭
আদম_ বলেছেন: রোবটিক ম্যান বলেছেন: আমি আগেই বুঝেছিলাম তাই আসিনি
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২৪
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২৪
আমি তুমি আমরা বলেছেন:  লেখক বলেছেন: আমিও জানতাম আপনি বুঝতে পেরে আসবেন না  
 
১৪|  ১৮ ই মে, ২০১৩  সকাল ১১:০৫
১৮ ই মে, ২০১৩  সকাল ১১:০৫
লিঙ্কনহুসাইন বলেছেন: তাই নাকি   
   
 
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২৫
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২৫
আমি তুমি আমরা বলেছেন: না না ভাই, আপনে ১৮+ দেইখা ধরা খান নাই  
   
   
   
   
 
১৫|  ১৮ ই মে, ২০১৩  সকাল ১১:২১
১৮ ই মে, ২০১৩  সকাল ১১:২১
সিয়ন খান বলেছেন: হতাশ
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২৬
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২৬
আমি তুমি আমরা বলেছেন: ১৮+ এর আশায় থাকলে এমনই হবে
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২৯
১৮ ই মে, ২০১৩  বিকাল ৩:২৯
আমি তুমি আমরা বলেছেন: এই নেন আপনার জন্য আরেকটাঃ 
এক বাংলাদেশী লোক ভারতের এক জায়গায় বেড়াতে গিয়ে বোলতার কামড় খেয়ে অবস্থা খুবই খারাপ ।
ঐ এলাকার লোক বাংলা-ইংলিশ কিছুই পারে না, শুধু হিন্দী পারে ।
লোকটা সামান্য হিন্দী জানলেও আবার বোলতার হিন্দী জানে না ।
সে ডাক্তারের কাছে গিয়ে বললো — “হাম বোলতা কো বোলতা বোলতা, আপ বোলতা কো কেয়া বোলতা ?”
সম্ভবত: লোকটা আর ট্রিটমেন্ট পায়নি ।
১৬|  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৪:০০
১৮ ই মে, ২০১৩  বিকাল ৪:০০
ঘুড্ডির পাইলট বলেছেন: হঠাৎ ধুপ ধাপ আওয়াজ হলো !
মা : খোকা দেখতো কিসের আওয়াজ হলো !
খোকা : কিছু না মা আমার জামাটা ছাদ থেকে কার্নিশে পরে আটকে গেছে !
মা: অবাবা  ! একটা জামা পরার আওয়াজ এমন হয় !!!!
খোকা : বুঝোনা কেন ? জামার মধ্যে আমিও ছিলাম তো !
  ১৮ ই মে, ২০১৩  বিকাল ৪:১৬
১৮ ই মে, ২০১৩  বিকাল ৪:১৬
আমি তুমি আমরা বলেছেন: হি হি হি
১৭|  ১৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:০২
১৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:০২
বিচছু বলেছেন: আমি কিন্তু ১৮- :!> বিচছু আইসা গেসে  সবটাই পরলাম জুক্স গুলা মজা লাগল পোসট+বাট কমেন্ট পরিনাই
  সবটাই পরলাম জুক্স গুলা মজা লাগল পোসট+বাট কমেন্ট পরিনাই
  ১৮ ই মে, ২০১৩  রাত ৮:৪৩
১৮ ই মে, ২০১৩  রাত ৮:৪৩
আমি তুমি আমরা বলেছেন:   
   
   
 
১৮|  ১৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:১১
১৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:১১
অগ্নি দগ্ধ বলেছেন:   
   
 
  ১৮ ই মে, ২০১৩  রাত ৮:৪৪
১৮ ই মে, ২০১৩  রাত ৮:৪৪
আমি তুমি আমরা বলেছেন:   
   
   
 
১৯|  ১৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:২৩
১৮ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:২৩
ইমরাজ কবির মুন বলেছেন: 
পুরাই নতুন, জোস   
   ||
 ||
  ১৮ ই মে, ২০১৩  রাত ৮:৪৫
১৮ ই মে, ২০১৩  রাত ৮:৪৫
আমি তুমি আমরা বলেছেন: ধইন্যাপাতা    
   
 
২০|  ১৮ ই মে, ২০১৩  রাত ৮:৪৮
১৮ ই মে, ২০১৩  রাত ৮:৪৮
প্রিন্স হেক্টর বলেছেন: লুল হইলেও সেয়ানা আছি,ইরাম পুষ্ট আগে অফলাইনে পড়ি 
  ১৮ ই মে, ২০১৩  রাত ৮:৫৫
১৮ ই মে, ২০১৩  রাত ৮:৫৫
আমি তুমি আমরা বলেছেন: আপনে হইলেন পিরিঞ্চ মানুষ। আপ্নে সেয়ানা না হইলে হইব কেডা?  
 
২১|  ১৮ ই মে, ২০১৩  রাত ১১:২১
১৮ ই মে, ২০১৩  রাত ১১:২১
একজন আরমান বলেছেন: 
ফডু এক্কেরে খারাপ হয় নাই। তয় আরেট্টু র হইলেও পারতো  
 
  ১৮ ই মে, ২০১৩  রাত ১১:৪৮
১৮ ই মে, ২০১৩  রাত ১১:৪৮
আমি তুমি আমরা বলেছেন: আরো র??? 
তাইলে এইডা লন।  
২২|  ১৯ শে মে, ২০১৩  সকাল ১১:৩০
১৯ শে মে, ২০১৩  সকাল ১১:৩০
s r jony বলেছেন: 
আমি কিন্তু রাতের আধারে আসি নাই, দিনের আলোতে "মুল নিক" দিয়াই আইছি আর কমেন্ট কইরা গেলাম।
ইয়ে আগামিতে "লুল ব্লগার" ইলেকশনে ভোট'টা আমরই দিয়েন  
  ১৯ শে মে, ২০১৩  বিকাল ৪:২৫
১৯ শে মে, ২০১৩  বিকাল ৪:২৫
আমি তুমি আমরা বলেছেন:  ইয়ে আগামিতে "লুল ব্লগার" ইলেকশনে ভোট'টা আমরই দিয়েন 
না চাইলেও আপনেরেই দিতাম  
   
  
২৩|  ০৩ রা জুন, ২০১৩  সকাল ৯:৫৯
০৩ রা জুন, ২০১৩  সকাল ৯:৫৯
 আমিনুর রহমান বলেছেন: 
দেখতে আইলাম কে কে ১৮+ ধরা খাইলো, আগেই অফলাইনে পড়ইরা কট খাইছিলাম 
  ০৭ ই জুন, ২০১৩  রাত ২:২৭
০৭ ই জুন, ২০১৩  রাত ২:২৭
আমি তুমি আমরা বলেছেন:   
   
   
 
২৪|  ০৭ ই জুন, ২০১৩  রাত ১:৫৬
০৭ ই জুন, ২০১৩  রাত ১:৫৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  খাইলাম ধরা   
 
  ০৭ ই জুন, ২০১৩  রাত ২:২৭
০৭ ই জুন, ২০১৩  রাত ২:২৭
আমি তুমি আমরা বলেছেন:   
   
   
 
২৫|  ১৬ ই জুন, ২০১৩  রাত ২:০৯
১৬ ই জুন, ২০১৩  রাত ২:০৯
মাক্স বলেছেন: খাইসি ধরা! 
  ১৬ ই জুন, ২০১৩  রাত ২:৩১
১৬ ই জুন, ২০১৩  রাত ২:৩১
আমি তুমি আমরা বলেছেন:   
   
   
   
   
   
 
২৬|  ০৮ ই নভেম্বর, ২০১৩  রাত ১:৫৫
০৮ ই নভেম্বর, ২০১৩  রাত ১:৫৫
নূর আদনান বলেছেন: আমি আইসা লস করি নাই...
  ০৯ ই নভেম্বর, ২০১৩  রাত ১২:০৫
০৯ ই নভেম্বর, ২০১৩  রাত ১২:০৫
আমি তুমি আমরা বলেছেন:  
 
২৭|  ১৮ ই জুন, ২০১৪  রাত ৯:১৭
১৮ ই জুন, ২০১৪  রাত ৯:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক বাঁচা গেলো, ধরা খাই নাই।
  ১৮ ই জুন, ২০১৪  রাত ৯:৩৩
১৮ ই জুন, ২০১৪  রাত ৯:৩৩
আমি তুমি আমরা বলেছেন: আপনিতো বেশ "সেয়ানা" দেখা যায়  
 
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৩  রাত ৩:০২
১৮ ই মে, ২০১৩  রাত ৩:০২
নতুন বলেছেন: আপনিও মঘার চেয়ে কম না