নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
তিন বছর।
আশ্চর্য। দেখতে দেখতে তিন বছর পেরিয়ে গেল। এই সেদিন মনে সামুতে নিক খুললাম আর আজ চোখের পলকে আমি সামু তিন বছরের এক বৃদ্ধ ব্লগার। সত্যি সময় কি দ্রুত চলে যায়।
তো প্রথমেই দেখে নেই আমার ব্লগ পরিসংখ্যানঃ
পোস্ট করেছেন: ১১০টি
মন্তব্য করেছেন: ১০৮২৯টি
মন্তব্য পেয়েছেন: ৬৮৬৫টি
ব্লগ লিখেছেন: ৩ বছর ৫ দিন
ব্লগটি মোট ১৪৭৪৪০ বার দেখা হয়েছে
এর আগে কখনোই সামুতে বর্ষপূর্তি পোস্ট দেয়া হয়নি।এক বছর গেল, দুই বছর গেল, পঞ্চাশতম বা শততম পোস্ট- কখনোই কোন স্পেশাল পোস্ট দেয়া হনি। দেয়ার প্ল্যান ছিল না- একথা বলব না। কিন্তু অলস মানুষ। তাই যা হওয়ার তা-ই হয়। প্ল্যানগুলো সব মাথার ভেতরেই থেকে যায়, বাস্তবে আর রূপান্তরিত হয় না।
তবে সামুতে না দিলেও বর্ষপূর্তি পোস্ট দিয়েছিলাম বর্নমালায় আর চতুরে। বর্নমালায় একাউন্ট খুলেছিলাম ২০১১ এর শুরুর দিকে, ফেব্রুয়ারী বা মার্চে-ঠিক মনে নেই। এই বছর হঠাৎ কি মনে করে বর্নমালায় বর্ষপূর্তি পোস্ট দিয়েছিলাম। কোন ব্লগে এটাই আমার দেয়া প্রথম কোন বর্ষপূর্তি পোস্ট।পোস্টটা ছিল চরম ফ্লপ।সর্বসাকুল্যে কমেন্ট করেছিলেন দুইজন ব্লগার
এর পর বর্ষপূর্তি পোস্ট দিয়েছিলাম চতুরে। গতবছর জানুয়ারীতে চতুরে নিক খুলেছিলাম। একট পোস্ট লিখেছিলাম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গুগল ডুডল পরিবর্তনে তরুনদের প্রচারনা নিয়ে। এই পোস্টটাকে ছড়িয়ে দেয়ার জন্যই মূলত চতুরে নিক খোলা।
এ বছর মে মাসে এসে হঠাত দেখি চতুরে আমার বয়স ১ বছর ৫ মাস। তাই তাড়াহুড়া করে একটা বর্ষপূর্তি পোস্ট দেয়া।
সেদিক থেকে দেখলে সামুতে বরং বর্ষপূর্তি পোস্টটা অনেক তাড়াতাড়িই দিচ্ছি। চতুরে পোস্ট দিতে গিয়ে যেখানে ৫ মাস দেরী হয়ে গিয়েছিল, সেখানে সামুতে মাত্র কয়েকদিন দেরী। নিঃসন্দেহে অলসতার মাত্রা কমছে
সামুতে বর্ষপূর্তি পোস্ট দেয়ার কয়েকটা প্যাটার্ন লক্ষ্য করেছি। সিনিয়র ব্লগাররা সাধারনত তাদের বর্ষর্পূর্তি পোস্টগুলোয় পুরনো দিনের কথা স্মৃতিচারন করেন, পুরনো ব্লগারদের কথা বলেন।ব্লগের মডারেশন নিয়ে তাদের সেই লেখাগুলোয় ক্ষোভ থাকে, প্রতিভাবান ব্লগারদের চলে যাওয়া নিয়ে কষ্ট থাকে, আগের মত মত সেই লেভেলের লেখক ব্লগ থেকে উঠে আসছে না, ব্লগের পরিবেশ-এসব নিয়ে হতাশা থাকে। এসব পোস্ট পড়লে ব্লগের ইতিহাস সম্পর্কে একটা ভাল ধারনা পাওয়া যায়, অনেক হারিয়ে যাওয়া লেখকের ব্লগের সন্ধান পাওয়া যায়।ব্লগার একরামুল হক শামীমের পাঁচ বছর পূর্তি, ব্লগার আবদুর রাজ্জাক শিপনের চার ও পাঁচ বছর পূর্তি পোস্টগুলো এই ক্যাটাগরীতে পড়বে।
আরেক টাইপের পোস্ট দেখা যায় যেগুলো আকারে খুব বেশী বড় হয় না। লেখক অল্প কথায় জানিয়ে দেন তার অত বছর পূর্ন হয়েছে,সকলকে ধন্যবাদ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।সেলিব্রেটি ব্লগাররা এধরনের পোস্ট কখনো দেন না।এই পোস্টগুলো আসে সত্যিকারের সাধারন ব্লগারদের কাছ থেকে।
তৃতীয় টাইপের পোস্টগুলোতে লেখক শুরুতে জানিয়ে দেন তার বর্ষপূর্তি কথা। এরপর পোস্টে থাকে প্রিয় ব্লগার বা যেসব ব্লগারের লেখা ভাল লাগে তাদের বিশাল লিস্ট। এ ধরনের পোস্ট লিখতে একেতো সময় আর ব্যাপক পরিশ্রমের প্রয়োজন, তার উপর কোন ব্লগার নিজের নাম না দেখে দুঃখ পাওয়ার আশংকা থাকে।আবার অনেকেই অপ্রত্যাশিতভাবে নিজের নাম দেখে খুশিতে গদগদ হয়ে ওঠেন।এই টাইপের পোস্টে ব্যাপক তেলের ছড়াছড়ি দেখা যায়।
এই বর্ষপূর্তি পোস্টটা কোন ক্যাটাগরিতে পড়বে?
আমি নিজে এখনো জানিনা। লেখা এগোতে থাকুক। দেখি কোনদিকে যায়।
তো প্রসঙ্গে ফিরে আসি।বর্ষপূর্তি পোস্ট। সুতরাং স্মৃতিচারন থাকবেই। সামুর প্রথম সন্ধান পাই ২০০৯ এর ডিসেম্বরে। তখন মাত্র নিজের নেট কানেকশান নিয়েছি, সারাদিন ফেসবুকে পড়ে থাকি। একদিন হঠাৎ সিএসই এর বন্ধু একট লিংক দিল চ্যাটে। বলল, দেখ বুয়েট নিয়ে কিসব লিখেছে।প্রত্যেক বুয়েটিয়ানের মধ্যেই বুয়েট নিয়ে একটা আলাদা আবেগ কাজ করে।সুতরাং লিংকে ক্লিক করাটা ছিল অবধারিত।
হলও তাই। দিলাম ক্লিক আর আমি প্রথম প্রবেশ করলাম সামুতে।
পোস্টটা ছিল “মৌমাছি” নামক একজন ব্লগারের। পোস্টের বিষ্যবস্তু ছিল বুয়েটিয়ানদের দোষ বা তাদের চরিত্রের খারাপ দিকগুলো।লেখক নিজেই দাবী করেছিলেন বুয়েটিয়ান ভাল দিকগুলো আর তাদের সাফল্য নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা তিনি লিখতে পারবেন। যেহেতু সেসব বহুবারই লেখা হয়েছে, তাই তিনি নতুন কিছু লিখতে চান, তিনি লিখবেন বুয়েটিয়ানদের খারাপ দিকগুলো নিয়ে। একটা লিস্ট ছিল, তাতে মোট দশটা পয়েন্টে বুয়েটিয়ানদের চরিত্রের খারাপ দিকগুলো তুলে ধরেছিলেন।
উল্লেখ্য, পুরো পোস্টে ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছুই ছিল না। উদাহরনস্বরূপ বলতে পারি, লেখকের দাবী অনুসারে বুয়েটের ছেলেরা পরীক্ষা পেছানোর দাবীতে মিছিল করে স্যারদের আবাসিক এলাকায় ঢুকে স্যারদের বাসায় ঢিল মারে, পরীক্ষা না পেছালে স্যারদের পরিবার ও তাদের কাজের লোকেরা ছাত্রদের হাতে আক্রান্ত হয়, বুয়েটের ছাত্ররা দেশে ফিরে আসে না, দেশের প্রতি কোন দায়বদ্ধতা নেই- ইত্যাদি ইত্যাদি।
বুয়েটের সাম্প্রতিক কিছু ঘটনা দেখলেই বুঝতে পারবেন দাবীগুলো কতটা মিথ্যা। ছাত্রলীগের সন্ত্রাসীরা একজন ছাত্রের ওপর আক্রমনের প্রতিবাদে সাধারন ছাত্রদের আন্দোলন (জানুয়ারী ২০১২) বা সর্বশেষ ঘটে যাওয়া ভিসি বিরোধী আন্দোলনের দিকে তাকালেই বোঝা যায় বুয়েট ছাত্ররা কতটা শান্তিপ্রিয়। মারপিট বা ভাংচুর দূরে থাক, এইসব আন্দোলনে কোন গাছের একটা পাতাও ছেড়া হয় নী। আর সেখানে ইনি দাবী করলেন কেবলমাত্র পরীক্ষার পেছানোর দাবী ছাত্ররা স্যারদের বাসায় আক্রমন করে। কি হাস্যকর।
বুয়েটের যে পরিমান ছাত্র, সে হিসেবে অন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানের তুলনার সামুতে বুয়েটিয়ান বগারের সংখ্যা সবসময়ই বেশী।তাই পোস্টে প্রতিবাদ হতে কোন দেরী লাগেনি।লেখক কমেন্টে করা একটা প্রশ্নেরও জবাব দিতে পারেননি। উলটো দাবী করে বসে সে বুয়েটের সিএসই’র প্রথম দিকের ব্যাচের ছাত্র(৯০ বা ৯১) এবং পরবর্তীতে শিক্ষক, এখন পিএইচডি’র জন্য বাইরে আছে। সেখানেও সে ধরা খায়। কারন ৯০ বা ৯১ ব্যাচ হলে তার ৯৭ বা ৯৮ সালের মধ্যে পাশ করার কথা। এরপর ডিওয়ার্টম্যান্টে যোগ দিয়ে ২০০৯ এ পিএইডির জন্য যাবে (মাঝখানে ১০+ বছর)-এটা কোনভাবেই বিশ্বাসযোগ্য না।
যা-ই হোক, এরপর থেকে সামুকে ফলো করা। বন্ধুরা সামুর বিভিন্ন পোস্ট শেয়ার করে। আমি পড়ি, কমেন্ট করতে হাত নিশপিশ করে, কিন্তু নিক নেই বলে কমেন্ট করতে পারি না। এরই মধ্যে আমাদের ক্লাসের দুজনের সামুতে নিক আছে বলে জানতে পারি। আমার নিক খোলার পেছনে তাদের নিক থাকাটা বেশ প্রভাব রেখেছিল। অবশেষে ১৭ই জুন ২০১০ এ সামুতে নিক খুললাম।
পেরিয়ে গেল এক সপ্তাহ। কিন্তু জেনারেল করেনা। তাই কোন কমেন্টও করতে পারি না, প্রথম পাতায় এক্সেসও পাই না।একজনের পরামর্শে তখন পোস্ট দিলাম, এতে নাকি নিক দ্রুত সেফ হয়। প্রথম পোস্ট দেয়ার পর কাজ ছিল খালি মনিটরের দিকে তাকিয়ে থাকা আর একটু পর পর পেজ রিফ্রেশ করা। যদি কেউ পোস্ট পড়ে, যদি কেউ কমেন্ট দেয়।আমার পোস্টে প্রথম কমেন্ট দিয়েছিলেন ব্লগার মেঘলা আকাশ ও বিষন্ন মন। তাকে ধন্যবাদ।
এরপরের গল্প সিম্পল।ক্লাস শেষে রুমে আসি, পিসি অন করি, তারপর সারাদিন সামুর সামনে।বহুদিন এটাই ছিল আমার রুটিন।
ঐ সময় সামুতে প্রচুর পরিমানে ১৮+ জোক্স আসত।হিট হত ভালই, কিন্তু কমেন্ট থাকত না।অস্বীকার করব না আমার জোক্স পোস্ট করার পেছনেও কারন ছিল এটাই-হিট।কিন্তু একটা সময় বুঝতে পারলাম লোকে এধরনের পোস্ট পড়ে বটে, কিন্তু যারা ১৮+ জোক্স পোস্ট করে- তাদের ভাল চোখে দেখে না।তাই শেষ পর্যন্ত জোক্স পোস্ট করা বাদ দিয়েছিলাম।
সামুতে আমার অন্যতম সফল সিরিজ ছিল “আসুন আরেকবার জানি সামু সম্পর্কে”। সামু নিয়ে বিভিন্ন পরিসংখ্যানমূলক তথ্য তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য।এই সিরিজ লিখতে গিয়ে কি পরিমান ব্লগে সময় দিতে হয়ছে আর কত ব্লগারের ব্লগ ঘুরে তথ্য সংগ্রহ করতে হয়েছে তা কেবল আমিই জানি। তবে পাঠক সিরিজটা পছন্দ করেছিল-এটাই সুখের কথা।
সামুতে আরো বেশ কয়েকটা সিরিজ লেখার চেষ্টা করেছিলাম।রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে ঘড়ির সমন্বর ঘটিয়ে কিছু স্যাটায়ার টাইপ গল্প লেখার চেষ্টা করেছিলাম, পরে আর সিরিজটা কন্টিনিউ করা হয় নী। একইভাবে “অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং” নামে আরেকট সিরিজ শুরু করেছিলাম। কিন্তু দেখলাম এখানে সিভিল ছাড়া বাকিদের খুব বেশী লেখার সুযোগ নেই,। কেননা বড় বড় স্থাপনাগুলো ছবি দিয়ে দেখানো সম্ভব আর অল্প কথা বলে দেয়া যায় কেননা অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং বলছি। কিন্তু অন্যান্য ইঞ্জিনিয়ারিং নিয়ে বলতে গেলে প্রচুর টেকনিক্যাল টার্ম চলে আসে-যা হয়ত সাধারন পাঠকের অ্যান্টেনার শতহাত ওপর দিয়ে যাবে।তাই এই সিরিজটাও কন্টনিউ করা হয়নি।
সামুতে মোটমাট জেনারেল হয়েছিলাম চারবার। প্রথম যখন ওয়াচ থেকে জেনারেল হলাম, তারপর সেফ। এর কয়েকদিন পরই রাজাকার কন্যা ফারজানা মাহবুবাকে গালি দিয়ে আবার জেনারেল। সেবার মনে বড় ব্যাথা পেয়েছিলাম। তৃতীয়বার জেনারেল হই নটবর ভাদার পোস্ট নিয়ে মডুকে গালি দিয়ে। নটবর ভাদার পোস্ট দেখে মেজাজ সেবার নিয়ন্ত্রনে রাখতে পারিনি, ফলশ্রুতিতে আবার জেনারেল। আর শেষ জেনারেল হয়েছিলাম য়চিনপুরের বুয়েট বিরোধী পোস্টের কাউন্টার পোস্ট দিয়ে।এরপর থেকে সাবধান হয়ে গেছি। ক্যাচাল থেকে এখন দূরে থাকারই চেষ্টা করি।
গত তিন বছরে সামুতে অনেক সিন্ডিকেটেরই উত্থান ও পতন দেখেছি।আমি ব্লগে আসার আগেই এ টীমের পতন ঘটেছিল। যখন ব্লগে আসি তখন নাস্তিকদের ব্লগে মারাত্মক দাপট, বাতাসে উড়ো খবর ভেসে বেড়াতো মডু প্যানেলেও নাকি এই নাস্তিক সিন্ডিকেটের লোকজন দিয়ে ভরা।তাই নাস্তিক নামধারী ইসলাম বিদ্বেষীরা যত জঘন্য পোস্টই দিক কোন সমস্যা নাই, কিন্তু সামান্য প্রতিবাদ করলেই জেনারেল, ব্যান ইত্যাদি।
সেই নাস্তিক সিন্ডিকেট আর নাই। এক্সময়ের প্রবল পরাক্রমশালী মামা-ভাগিনা ওরফে সিঙ্গারা-সমুচা সিন্ডিকেটও একসময় ভেঙ্গে পড়েছিল।ব্যাপক ঘোষনা দিয়ে ব্লগে এসেছিল জাতীয়তাবাদী সিন্ডিকেট, যদিও তাদের কোন কার্যক্রম চোখে পড়ে না এখন।ব্লগে কাডল পাতার অভাব হয়ায় ছাগুদের ম্যাতকারও আগের মত আর শুন্তে পাই না।
সামুতে বিনোদনের অভাব হলেই মাঝে মাঝে কিছু গ্রুপ নিকের সৃষ্টি হয়, যার কাজই থাকে ভাড়ামো করে হিট বাড়ানো।এই নিকের তালিকায় আমি মনে প্রথম দেখেছিলাম প্রিন্স-নাভান সিভিল ইঞ্জিনিয়ার।লুলামিতে এই নিক ছিল অদ্বিতীয়। এই লিস্ট পরবরতীতে আরো আসে রাশেদ হাসান- যার কাজ ছিল বাংলা ভাষাকে ধর্ষন করা। তবে এই ধারায় সবচেয়ে জনপ্রিয়তা পায় সাঃ উঃ জাঃ মোর্শেদ কুতুব মজনু।এখন আর এ ধরনের নিক দেখা যায় না। (স্যার জাকারিয়া এই লিস্টে আসবেন কিনা তা নিয়ে আমার মনের মধ্যে আজও সন্দেহ রয়ে গেছে।)
সামু নিয়ে আরো অনেক কিছুই লেখার ছিল। আর টাইপ ক্রতে ইচ্ছা করছে না। কোন প্রিয় ব্লগারের লিস্ট দিলাম না, পোস্ট তাহলে আর শেষ করতে পারব না। স্মৃতিচারন করতে গেলেও অনেক কিছু লিখতে ইচ্ছে করে। সবতো আর এক পোস্টে লেখা সম্ভব না, তাই ভাবছি নতুন একটা সিরিজই শুরু করব-“আমার দেখা সামু”।
আজ এ পর্যন্তই। সকলকে শুভ রাত্রি।
হ্যাপী ব্লগিং।জয়তু ফ্রেশ ব্লগিং।
২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ কালোপরী
২| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫
টিভি পাগলা বলেছেন: বুয়েটের কথা আসলোই যখন, তখন এই পোস্টখানা একটু পড়ুন,
''য়চিনপুর'' কে মনে আছে নিশ্চয়ই।
বুয়েট বিদ্বেষী ব্লগার য়চিনপুরী কট
২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৯
আমি তুমি আমরা বলেছেন: শিট।স্মৃতি এভাবে প্রতারনা করল আমার সাথে। য়চিনপুরের কথা লিখতে লিখলাম কিনা ইয়াজিদ সিকান্দারের কথা।
স্মৃতি তুমি বেদনা,
স্মৃতি তুমি প্রতারনা
৩| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০১
টিভি পাগলা বলেছেন: ইয়াজিদ সিকান্দার তো বিশিষ্টি জ্বীন বিশেষজ্ঞ, যদিও ইয়াজিদ সিকান্দার এবং য়চিনপুর, দুইজনই ব্যাংকার ।
২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৩
আমি তুমি আমরা বলেছেন: তাদের পেশা কি জানিনা। তবে কোন একটা ঘটনার প্রেক্ষিতে মনে হয়েছিল য়চিনপুর নিজেও হয়তবা বুয়েটিয়ান। ব্লগে হিট হওয়ার জন্য আর মজা নেয়ার জন্যই আসলে সে বুয়েট বিরোধী পোস্ট দেয়।
সত্য মিথ্যা জানিনা।
৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০২
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: হ্যাপী এনিভার্সারী!!!!!
২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৩
আমি তুমি আমরা বলেছেন: এনিভার্সারী!!!!!
ধন্যবাদ
৫| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৪
ইমরাজ কবির মুন বলেছেন:
অভিনন্দন ||
২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৪
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন
৬| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৭
পাড়ার মেঝ ভাই বলেছেন: শুভেচ্ছা রইল
২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ
৭| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভেচ্ছা।
২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ
৮| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৫
আমি+তুমি=আমরা বলেছেন: মূল নিকের সাথে আমার এখন আছে একটা পাঁচ মাস বয়সী মাল্টি
২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৬
আমি তুমি আমরা বলেছেন:
৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৬
বৃতি বলেছেন: তিন বছরপূর্তির শুভেচ্ছা ।
২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ বৃতি
১০| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৬
অপু তানভীর বলেছেন: আপনে সামুর তিন বছরের এক বৃদ্ধ ব্লগার !!
তিন বছর !!
অভিনন্দন !!
২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
আপনারা আছেন বলেই এখনো ব্লগে আসা যাওয়া।
১১| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৬
লিঙ্কনহুসাইন বলেছেন: অভিনন্দন । চালাইয়া যান সাথে আছি ....................
২১ শে জুন, ২০১৩ রাত ১১:৩১
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় লিঙ্কনহুসাইন।
আপনারা আছেন বলেই ব্লগে পথ চলাটা এত আনন্দদায়ক
১২| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৮
তামিম ইবনে আমান বলেছেন: শুভেচ্ছা
২১ শে জুন, ২০১৩ রাত ১১:৩২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ তামিম।
১৩| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:২০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: !:#
পার্টি দেন।
২১ শে জুন, ২০১৩ রাত ১১:৩৬
আমি তুমি আমরা বলেছেন: এই লনঃ
১৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৬
খেয়া ঘাট বলেছেন: ভালো লিখেছেন। শুভহোক তিনবছর পূর্তি।
২১ শে জুন, ২০১৩ রাত ১১:৩৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় খেয়াঘাট।
১৫| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫১
খেয়া ঘাট বলেছেন: থাকে।আবার অনেকেই অপ্রত্যাশিতভাবে নিজের নাম দেখে খুশিতে গদগদ হয়ে ওঠেন।এই টাইপের পোস্টে ব্যাপক তেলের ছড়াছড়ি দেখা যায়।
হাহাশে।
২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫
আমি তুমি আমরা বলেছেন: সত্যি কথা। সামুতে চাইলেই এই টাইপ বর্ষপূর্তি পোস্ট খুজে পাবেন।
১৬| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম দুইবার পড়লাম । খুব সুন্দর হয়েসে । ব্লগতো অনেক উপভোগ করেস দেখি । নবম ভাল লাগা।
পোস্ট করেছেন: ১১০টি
মন্তব্য করেছেন: ১০৮২৯টি
মন্তব্য পেয়েছেন: ৬৮৬৫টি
ব্লগ লিখেছেন: ৩ বছর ৫ দিন
ব্লগটি মোট ১৪৭৪৪০ বার দেখা হয়ে
২২ শে জুন, ২০১৩ রাত ১২:০৫
আমি তুমি আমরা বলেছেন: হুম, একসময়তো সারাদিনই ব্লগে পড়ে থাকতাম। আহা, সেইসব দিনগুলো ... ...
১৭| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:০১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একটা মন্তব্য দুইবার এসেছে । উপরেরটা ডিলেট কয়রে দিও ।
২২ শে জুন, ২০১৩ রাত ১২:০৬
আমি তুমি আমরা বলেছেন: দিলাম
১৮| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম বাই দ্যা ওয়ে উয়িশ ইউ অল দ্যা বেস্ট । হ্যাপি ব্লগিং ।
২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৯
আমি তুমি আমরা বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১৯| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৩৬
নিয়েল হিমু বলেছেন: আপনার দেখা সামু সিরিজের আইডিয়াটা খারাপ না । পড়তে ভালই লাগবে নিশ্চয়
৩য় বর্ষ পুর্তির শুভেচ্ছা রইল ।
অঃটঃ আপনার মতই আরেকটা নিক মনে হয় দেখেছিলাম বেশ কিছুদিন আগে খালি + - চিহ্ন দেয়া ছিল । আপনারই কি ঐটা ?
২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪৭
আমি তুমি আমরা বলেছেন: শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
আসলে সিরিজটা নিয়ে এখনো চিন্তা ভাবনা করতেছি, সিরিয়াসলই কিছু শুরু করি নাই।দেখি, কদ্দূর কি হয়।
আর "আমি+তুমি=আমরা" আমারই নিক। একটা অতিরকিত নিক খুলে রাখলাম ব্যাক আপ হিসেবে।
২০| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৩৮
রেজোওয়ানা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা!
২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ
২১| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪৮
মনিরা সুলতানা বলেছেন: শুভেচ্ছা আপনাকে ।।
২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
২২| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯
সায়েম মুন বলেছেন:
শুভেচ্ছা রইলো। আরো দীর্ঘদিন কাটুক এখানে।
২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় সায়েম মুন।আপনারা পাশে থাকলে এভাবেই কেটে যাবে আরো বহু বছর
২৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯
আরজু পনি বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা রইল।
ভালো লাগার ডজন পুরা করলাম।
২২ শে জুন, ২০১৩ রাত ১:০০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।ডজনখানেক ধন্যবাদ
২৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১:০০
নাফিজ মুনতাসির বলেছেন: সামু ব্লগ নিয়ে আপনার সিরিজ পোষ্টগুলো আসলেই দূর্দান্ত.........বর্ষপূর্তির শুভেচ্ছা........
২২ শে জুন, ২০১৩ রাত ১:০৭
আমি তুমি আমরা বলেছেন: অসংখ্য ধন্যবাদ নাফিজ ভাই। তবে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। আপনার কাছ থেকে এখন আর মুভি নিয়ে নতুন কোন দূর্দান্ত পোস্ট পাইনা কেন?
২৫| ২২ শে জুন, ২০১৩ রাত ১:৪৭
নাজিম-উদ-দৌলা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা থাকল আপনার জন্য। ব্লগ জীবন দীর্ঘ থেকে দীর্ঘতর হোক।
২২ শে জুন, ২০১৩ রাত ১:৫০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় নাজিম উদ দৌলা। যতদিন আপনার অসাধারন গল্পগুলো পাব, ততদিন পর্যন্ত ব্লগজীবন দীর্ঘায়িত হবে বলেই আশা রাখি
২৬| ২২ শে জুন, ২০১৩ রাত ২:০০
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ভাই শুভেচ্ছা নেন , হাল্কা একটা খানাপিনার ব্যবস্থা করেন
২২ শে জুন, ২০১৩ রাত ২:২১
আমি তুমি আমরা বলেছেন: শুভেচ্ছার জন্য ধইন্যাপাতা
লন খানাপিনাঃ
২৭| ২২ শে জুন, ২০১৩ রাত ২:১৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: তিন বছর পূর্তিতে অভিনন্দন
২২ শে জুন, ২০১৩ রাত ২:২৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মাসুম আহমেদ
২৮| ২২ শে জুন, ২০১৩ রাত ২:২৩
মাক্স বলেছেন: ত্রিবর্ষপূর্তির শুভেচ্ছা হে বৃদ্ধ ব্লগার!
২২ শে জুন, ২০১৩ রাত ২:৩০
আমি তুমি আমরা বলেছেন: ধনিয়াপাতা হে প্রিয় গল্পকার
২৯| ২২ শে জুন, ২০১৩ রাত ২:২৮
বোকামন বলেছেন:
সম্মানিত আমি তুমি আমরা,
বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি
ভার্চুয়াল এবং রিয়েল ..
সুন্দর এবং আনন্দময় হোক প্রতিটি ক্ষণ !
ভালো থাকবেন :-)
হ্যাপি ব্লগিং
২২ শে জুন, ২০১৩ রাত ২:৩০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় বোকামন
৩০| ২২ শে জুন, ২০১৩ রাত ২:৩৩
*কুনোব্যাঙ* বলেছেন: ব্যাক্তিগতভাবে আপনি আমার প্রিয় ব্লগারদের অন্যতম। তাই চাই দীর্ঘ থেকে দীর্ঘতর হোক আপনার ব্লগীয় পথ চলা। অনেক অনেক শুভ কামনা রইলো
২২ শে জুন, ২০১৩ রাত ২:৩৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় কুনোব্যাঙ
৩১| ২২ শে জুন, ২০১৩ রাত ৩:৪৭
একজন আরমান বলেছেন:
আমি বুঝি না এই হিট দিয়ে কি হয় !
এই হিট বেঁচে যদি বেনসন খাওয়া যেত তবে ভেবে দেখতাম, তাছাড়া এই গরমে হিট আর বাড়ানোর কোন ইচ্ছে নেই।
বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো ভাই।
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ আরমান।
৩২| ২২ শে জুন, ২০১৩ ভোর ৪:০১
মুশাসি বলেছেন: তিন বছর পূর্তির শুভেচ্ছা
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মুশাসি
৩৩| ২২ শে জুন, ২০১৩ সকাল ৭:৪০
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: গো এহেড ব্রো। গো এহেড।
শুভেচ্ছা। অভিনন্দন। মো-বা-র-ক। কনগ্রেট্স্।
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মুন্না ভাই
৩৪| ২২ শে জুন, ২০১৩ সকাল ৮:১৪
আর.হক বলেছেন: সকালের নাস্তাটা এখনো হয় নাই। মিস্টি নাস্তার পরে খামু কিন্তু খাওয়াবে কে?
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৩৭
আমি তুমি আমরা বলেছেন: অহনতো রাইত অইয়া গেছে। ভাত খাইবেন নি??
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪০
আমি তুমি আমরা বলেছেন: এই লন, ভাত খানঃ
৩৫| ২২ শে জুন, ২০১৩ সকাল ৯:০৬
আরমিন বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো!
কিছু মনে করবেন না, বুয়েটিয়ানরা যে দেশে ফিরে আসে না , এটা কিন্তু সত্যি! অন্তত আমার পরিচিত যে কয়জন আছে, তারা কেউ ফিরেনি!
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪১
আমি তুমি আমরা বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ আরমিন
৩৬| ২২ শে জুন, ২০১৩ সকাল ৯:০৯
মাহবু১৫৪ বলেছেন: অভিনন্দন
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪১
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
৩৭| ২২ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৪
আমিনুর রহমান বলেছেন:
ত্রিবর্ষপূর্তির শুভেচ্ছা।
তা পার্টি কবে, কোথায়
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
পার্টি এখানেই হচ্ছে, এখনই হচ্ছে। কেবল আপনার যোগ দেয়াটাই বাকি
৩৮| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৪
মৃন্ময় বলেছেন: অভিনন্দন.....।
শুভ ব্লগিং।
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মৃন্ময়
৩৯| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তিন বছর বর্ষপূর্তি শুভ হোক
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৪
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ
৪০| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:০০
সপ্নাতুর আহসান বলেছেন: আপনার ব্লগিং ক্যারিয়ার তো উজ্জ্বল। শুভেচ্ছা।
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আহসান ভাই
৪১| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৯
মাহমুদ০০৭ বলেছেন: হালকা চালে অনেক বিষয় তুলে এনেছেন ।
বর্ষপূর্তিতে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ।
শুভ হোক আপনার পথ চলা ।
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ
৪২| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
শাওণ_পাগলা বলেছেন: তিন বছর হোক আর তিরিশ বছর হোক ব্লগ ছাইড়া যাইয়েন না। তাইলেই হবে
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৭
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় শাওন। তিরিশ বছরতো কম সময়, আজীবন ব্লগে থাকতে চাই।
৪৩| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা !
হেপ্পি ব্লগিং !
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়
৪৪| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৯
আমিভূত বলেছেন: শুভেচ্ছা এবং শুভ কামনা
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৯
আমি তুমি আমরা বলেছেন: ভৌতিক শুভকামনা পেয়ে ধন্য হলাম
৪৫| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:০৪
লেখোয়াড় বলেছেন:
শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার ব্লগিং দীর্ঘ হোক।
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখোয়াড়
৪৬| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৪
মামুন রশিদ বলেছেন: তিন বছর পূর্তির শুভেচ্ছা ।
ব্লগ-পরিসংখ্যান অনেক সমৃদ্ধ
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫২
আমি তুমি আমরা বলেছেন: ব্লগ পরিসংখ্যান সম্ররদ্ধির বিষয়টা আসলে আপেক্ষিক।
কমেন্টের জন্য ধন্যবাদ মামুন ভাই।
৪৭| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অভিনন্দনও শুভেচ্ছা রইল।
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় কা ভা
৪৮| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৬
আমি ইহতিব বলেছেন: ৩য় বর্ষপূর্তিতে অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা।
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ইহতিব
৪৯| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মুরাদ-ইচছামানুষ বলেছেন:
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫৬
আমি তুমি আমরা বলেছেন:
৫০| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৭
ফারজুল আরেফিন বলেছেন: শুভ ত্রিবর্ষপূর্তি
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ফারজুল আরেফিন
৫১| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: বিশাল অভিজ্ঞতার ভান্ডার শেয়ার করলেন !
অভিনন্দন !
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় অভি
৫২| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:৩৯
আমিনুর রহমান বলেছেন:
আগড়ুম-বাগড়ুম বুঝাইয়া লাভ নাইক্কা, খাওয়াতে হবে এটাই ফাইনাল
২৩ শে জুন, ২০১৩ রাত ৩:৩৩
আমি তুমি আমরা বলেছেন: ঠিক আছে ভাই, খাওয়া নিয়ে কোনরকম চুদুরবুদুর হবে না
৫৩| ২৩ শে জুন, ২০১৩ ভোর ৪:৪০
কাজী মামুনহোসেন বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: বিশাল অভিজ্ঞতার ভান্ডার শেয়ার করলেন !
অভিনন্দন !
হালকা পাতলা খাবারের ব্যাবস্থা করলে ভাল হয়না ?
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৮
আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
এই নিন খানাপিনাঃ
৫৪| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:২২
নুর ফ্য়জুর রেজা বলেছেন: ৩ বছর পূর্তির শুভেচ্ছা!!
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:০০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রেজা ভাই
৫৫| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৮
সাহিদা আশরাফি বলেছেন: ৩ বছর পূর্তির শুভেচ্ছা!!
২৪ শে জুন, ২০১৩ রাত ৮:০১
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
৫৬| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৮
সাহিদা আশরাফি বলেছেন: ৩ বছর পূর্তির শুভেচ্ছা!!
৫৭| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:১২
লিটল হামা বলেছেন: আপনি সামু অন্তঃপ্রাণ ব্লগার। শুভেচ্ছা। হ্যাপি ব্লগিং।
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ হামা ভাই
৫৮| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:২১
রোজেল০০৭ বলেছেন: সামুর নিবেদিত প্রান ব্লগারদের একজন আপনি।
শুভকামনা রইল।
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রোজেল
৫৯| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
শ।মসীর বলেছেন: ৩ বছর পূর্তির শুভেচ্ছা!!
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ শামসীর ভাই
৬০| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫
মাহমুদা সোনিয়া বলেছেন: অনেক অনেক অভিনন্দন!!
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আপু
৬১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২
হাসি .. বলেছেন: ৩ বছর পূর্তির শুভেচ্ছা
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৪
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ হাসি
৬২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৫
এসএমফারুক৮৮ বলেছেন: শুভ ব্লগিং।
০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
৬৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ১০৩ নাম্বার মন্তব্যের জবাবে দেওয়া খাবার গুলো লোভনীয়
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৯
আমি তুমি আমরা বলেছেন: এগুলা তোমার জন্যঃ
৬৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪০
মোসতাকিম রাহী বলেছেন: শুভেচ্ছা!
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ
৬৫| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৬
প্রিয়ভাষিণী বলেছেন: ঐতিহাসিক পোস্ট তাই প্রিয়তে নিলাম।
কতো বছর হলো যেনো?
৩ বছর!
বর্ষফুর্তির অভিবাদন নিন। ইমোটিকন যোগ করতে পাচ্ছি না তো!
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয়ভাষিণী।
এই নেন, আমিই ইমোটিকন যোগ করে দিলাম
৬৬| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: অভিনন্দন।হ্যাপি ব্লগিং।১১৩ নম্বর মন্তব্যের জবাবে যা দিলেন তা পাওয়ার জন্য আমি নির্লজ্জ হতেও রাজী আছি
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ জেনারেশন সুপারস্টার
এইবার আপনারে আপ্যায়নের পালাঃ
৬৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
কোজাগরী চাঁদ বলেছেন: ভালোই লিখছেন।
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫০
কালোপরী বলেছেন: শুভেচ্ছা