নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

বুয়েটের এক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প ;) ;) :P :P

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

ঘটনাটা ২০০৮ সালের মাঝামাঝি।মাত্রই ১-২ শুরু হয়েছে। ১-১ এর মারাত্মক রেজাল্টের পর তখন রীতিমত ক্লান্ত এবং হতাশ।



এরই মাঝে হঠাৎ জানতে পারলাম যারা ২০০৭ সালে এইচ এস সি তে এ প্লাস পেয়েছে (চট্টগ্রাম থেকে), চট্টগ্রাম সমিতি তাদের বৃত্তি দেবে।



তো অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করলাম। তাতে এইচ এস সির রেজাল্টের সাথে হলের প্রভোস্ট আর ডিপার্টম্যান্টের হেডেরও সাইন লাগবে। প্রভোস্ট স্যার সাইন দিয়ে দিলেন। কোন সমস্যা হল না।সমস্যা বাধল ডিপার্টম্যান্টের হেডকে নিয়ে।



প্রথমদিন স্যারের কাছে গেলাম ফর্ম নিয়ে।



স্যার- কি চাই?



আমি- স্যার বৃত্তির ফর্মে সিগনেচার।



স্যার- ১-১এ রেজাল্ট কি?



আমি(ভয়ে ভয়ে)-৩.**



স্যার(চেচিয়ে)- তোমরা যদি সব বৃত্তি নিয়ে যাও তাহলে ভাল ছাত্রদের কি হবে?



আমি- স্যার, এটা আঞ্চলিক বৃত্তি আর দেয়া হচ্ছে এইচ এস সি'র রেজাল্টের ওপর ভিত্তি করে।



স্যার(মুখ বাকিয়ে, বিরক্ত হয়ে)- অ। দেখি, ফর্ম দাও। আর তোমার আইডি।



উল্লেখ্য, তখনো বুয়েটে নতুন। আইডি কার্ড সাথে রাখার চেয়ে রুমে রেখে আসাটাই নিরাপদ ভাবতাম(এখন বুঝি বিষয়টা বেকুবি ছাড়া আর কিছুই ছিল না)।



আমি(মাথা চুলকে)-স্যার, আইডি কার্ডতো হলে।



স্যার-তাহলে আইডি নিয়ে এসো।তারপর সাইন দেব।



পরেরদিন আইডি নিয়ে আবার স্যারের কাছে গেলাম। এবার স্যারের নতুন প্রশ্ন- হলের তোমার কাছে হলের কোন পাওনা আছে?



আমি- না স্যার।



স্যার-কিভাবে বুঝব? যাও হল থেকে "কোন পাওনা নেই"- এরকম একটা লেখা নিয়ে এসো। এদিনও স্যার সিগনেচার দিলেন না।



পরের দিন আবার হল থেকে "কোন পাওনা নেই" মর্মে একটা কাগজ নিয়ে গেলাম স্যারের কাছে।আজকে স্যারের কাছে কোনভাবেই আটকাব না(কারন সাথে আইডিও ছিল)-এরকম একটা ধারনা ছিল।



তো সেদিন স্যারকে বলার পর তিনি বললেন- দেখি, তোমার ফর্ম।



আমি ফর্ম এগিয়ে দিলাম।



স্যার ফর্ম হাতে পেয়েই চেচিয়ে উঠলেন।তিনদিন আগের ডেট কেন? এখন এই ফর্মে আমি পুরনো ডেট দিয়ে সাইন করব।



ইচ্ছা হচ্ছিল স্যারকে তখন বলি- আমিতো ফর্ম পাওয়ার সাথে সাথেই ফিলাপ করছিলাম। আপনি সামান্য একটা সিগ্নেচারের জন্য তিনদিন ঘুরাচ্ছেন বলেই তিনদিনের পুরনো ডেট।



কথাগুলো বলা হয় নাই।বলার অবশ্য দরকারও হয় নাই। কেননা কোন এক অজানা কারনে স্যার সেদিন আমাকে নতুন ফর্ম নিয়ে আসতে আর বলেন নাই। পুরনো ফর্মে পুরনো ডেটেই সিগনেচার করে দিয়েছিলেন।



সেদিনই বুঝতে পেরেছিলাম বুয়েটের স্যাররা কি জিনিস। একাডেমিক দিক দিয়েতো বটেই, এর বাইরেও তারা বাশ দেয়ার একটা সুযোগ পেলেও মিস করেন না (কিছ ব্যতিক্রম সবখানেই থাকে।তাদের কথা বাদ)।





===============================================





ঘটনাটা স্ট্যাটাস হিসেবে একদা আমার মূল একাউন্ট ("আমি তুমি আমরা" থেকে না) থেকে দিয়েছিলাম। এই মাসে কোন পোস্ট দেয়া হয় নাই, তাই ভাবলাম এটাই পোস্ট হিসেবে দিয়ে দেই।





===============================================





বুয়েট নিয়ে আরো কিছু মজার ঘটনাঃ



বুয়েট: যখন মনে হয় কেউ আমারে মাইরালা

বুয়েটের এক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প

পৈশাচিক প্রতিশোধ

বুয়েটের Kung fu Panda

একটি আঠারো প্লাস মুড়ি খাওয়ার গল্প

মন্তব্য ৬২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
বুয়েট !!
আমার ছোটবেলার ক্রাশ এখন বুয়েটে /:) ||

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

আমি তুমি আমরা বলেছেন: আমার ছোটবেলার ক্রাশ এখন বুয়েটে /:)

আমিতো মনে হয় তাহলে আপনার সম্বন্ধী হই ;) :P

২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: পোস্ট দিয়ে ভাল করেছেন।++

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯

আমি তুমি আমরা বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ সেলিম ভাই :)

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫

েবনিটগ বলেছেন: এটা খুব দুখখ জনক মন মানসিকতা

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫১

আমি তুমি আমরা বলেছেন: সেটাই। আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষাতো খালি মানুষকে ডিগ্রী আর ক্যারিয়ার দেয়। নীতি-নৈতিকতা আর আচার-ব্যবহার পরিবার থেকে শিখে আসতে হয়।

৪| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১১

বাংলার হাসান বলেছেন: স্যার তো দেখি এত্তোগুলা পঁচা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

আমি তুমি আমরা বলেছেন: হ রে ভাই। পচা সাবান দিয়ে গোসল করতে করতে নিজেও পচা হয়ে গেছে... :P

৫| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৩

পাকাচুল বলেছেন: কে ছিলেন হেড তখন?

মা আ নু? আ রা মো আ? মক হে? মাহ আ?

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

আমি তুমি আমরা বলেছেন: ই হ ।

ডিপার্টম্যান্ট বললাম না। তাহলে হয়ত সবাই চিনে ফেলবে।

৬| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৬

অশান্ত কাব্য বলেছেন: :D :D :D এইরকম একটা ঝামেলায় পরছিলাম একবার বৃত্তির টাকা তুলতে যাইয়া । জাই হক... ভাইয়াকি ০৭ ব্যাচের ??

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

আমি তুমি আমরা বলেছেন: হ্যা, আমি ০৭

৭| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:২২

খেয়া ঘাট বলেছেন: একটা সিগনেচার নিতে এতো ঝামেলা????

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

আমি তুমি আমরা বলেছেন: হ রে ভাই, একটা সিগনেচারের জন্যই এতকিছু :(

৮| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:
স্যার তো পাজি দেখা যায়।
পোষ্টের শিরনাম দেখে আমি তো ভেবেছিলাম মহিলা শিক্ষকের পিছনে ঘুরেছেন বুঝি :P

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

আমি তুমি আমরা বলেছেন: পোষ্টের শিরনাম দেখে আমি তো ভেবেছিলাম মহিলা শিক্ষকের পিছনে ঘুরেছেন বুঝি

;) ;) :P :P

৯| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৯

লিঙ্কনহুসাইন বলেছেন: তাই নাকি ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

আমি তুমি আমরা বলেছেন: তবে আর বলছি কি

১০| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯

আমিনুর রহমান বলেছেন:



কপাল ভালো তৃতীয় দিন আবার যেতে হয়নি ! শুকরিয়া বলুন :P

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

আমি তুমি আমরা বলেছেন: শুকরিয়া B-) B-)

১১| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

ভিটামিন সি বলেছেন: আমার কাছে আসেন। সত্যায়িত কইরা দেই সিগনেচারটা। বেশি কইরা ভিটামিন সি নিয়া আসবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

আমি তুমি আমরা বলেছেন: লেনতো ভিটামিন সি কিসে বেশী ... কলায় না আমে? B-)) B-))

১২| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

সরকার আলী বলেছেন: হায় রে শিক্ষক-ছাত্র সম্পর্ক:-*:-*

আর আমার ছাত্র মোবাইলে ফোন করে কয়: 'স্যার, আমিতো বাড়ীতে। পরীক্ষার ফরম ফিলাপের তারিখ পিছানো যায় না'?

আদতেই দুনিয়াটা বড়ই বিচিত্র জায়গা !!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

আমি তুমি আমরা বলেছেন: আর আমার ছাত্র মোবাইলে ফোন করে কয়: 'স্যার, আমিতো বাড়ীতে। পরীক্ষার ফরম ফিলাপের তারিখ পিছানো যায় না'?

বদ পুলা দেখা যায় /:) /:)

১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

লিন্‌কিন পার্ক বলেছেন:

শিরোনাম দেখে ভাবছিলাম :#>

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

আমি তুমি আমরা বলেছেন: ;) ;)

১৪| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

আমি তুমি আমরা বলেছেন: আমার দুঃখে আপনি হাসতে পারলেন???

১৫| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: এই ধরনের ঘটনা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ঘটে। :(

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

আমি তুমি আমরা বলেছেন: :(

১৬| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২

পাকাচুল বলেছেন: হেডের সিগনেচার নিজে দিয়ে দিতেন। চট্টগ্রাম সমিতি এতো কিছউ ভেরিফাই করে না।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

আমি তুমি আমরা বলেছেন: তখনতো ছোট ছিলাম। এত কিছু বুঝতাম না :(

১৭| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: মজার

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

আমি তুমি আমরা বলেছেন: আমার দুঃখের ঘটনাকে আপনি বললেন মজার?

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

েবনিটগ বলেছেন: ejaj hossein?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

আমি তুমি আমরা বলেছেন: নামতো বলা যাবে না। যত যাই হোক, তিনি বুয়েটের একজন "সম্মানিত" শিক্ষক। এভাবে জনসমক্ষে তার নাম প্রকাশ করি কিভাবে?

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

দি সুফি বলেছেন: সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেশিরভাগই এমন হয়।
এক শিক্ষকের কাছে মিডটার্মের খাতা দেখতে গিয়েছিলাম পরে তার জবাব ছিলঃ "খাতা দেখানো যাবে না। তোমার কি মনে হয় খাতার মার্ক ঠিকভাবে গুণতে না পারলে আমি পিএইচডি করতে পারতাম?" :-&
উল্লেখ্য, তিনি পিএইচডিধারী এবং কম্পিউটার সাইন্স রিলেটেড একটা সাবজেক্টের জন্য বাংলাদেশের সেরা শিক্ষক! আড়ালে-আবডালে পোলা-মাইয়া তারে গালি দেয় তার এই ব্যবহারের কারনে!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

আমি তুমি আমরা বলেছেন: :(

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

রাতুল_শাহ বলেছেন: স্যারদের সিগনেচার নেওয়া খুব পেইন রে ভাই।

একটা সিগনেচার দেওয়ার সময় কতনা প্রশ্ন করে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

আমি তুমি আমরা বলেছেন: হ ভাই। ভার্সিটি লাইফে সিগনেচারের জন্য কম পেইন খাই নাই।

তা দিনকাল কেমন চলে এখন?

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন:

এহ্ এটা কী হলো ! ?
শিরোনাম দেখে আমি তো অন্য কিছু ভাবছিলাম :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

আমি তুমি আমরা বলেছেন: B-)) B-)) B-))

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্টের শিরনাম দেখে আমি তো ভেবেছিলাম মহিলা শিক্ষকের পিছনে ঘুরেছেন বুঝি :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

আমি তুমি আমরা বলেছেন: আহারে, সেই চান্স যদি পাইতাম ... ...

আপনাকে ইদানীং ব্লগে অনেক কম দেখি।

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: =p~ =p~ =p~

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

আমি তুমি আমরা বলেছেন: :)

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৩

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা

শিরোনাম দেখে ভেবেছিলাম কোন প্রেমের কাহিনি হবে :P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

আমি তুমি আমরা বলেছেন: এটা প্রেমের কাহিনী নয়, বাম্বু খাওয়ার কাহিনী।

২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৬

আম্মানসুরা বলেছেন: আশা ভঙ্গ হল :|
'মে হু না' মুভির শাহরুখ খানের মতন আপনার প্রেমের গল্প পাব ভেবেছিলাম #:-S
সে আশায় গুড়েবালি |-)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

আমি তুমি আমরা বলেছেন: আশায় গুড়েবালি হবে কেন? সামনে কোন একদিন লিখব নাহয়। :)

২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২০

িটউব লাইট বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন:
বুয়েট !!
আমার ছোটবেলার ক্রাশ এখন বুয়েটে /:) | :-P :-P :-P


পুস্ট পইড়া যত না মাজা কমেন্ট পইড়া বেশি মজা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

আমি তুমি আমরা বলেছেন: বইয়া বইয়া কমেন্ট পড়েন তাইলে :)

২৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬

অস্পিসাস প্রেইস বলেছেন:
"কিছু ব্যতিক্রম সবখানেই থাকে...."

কিন্তু থিসিস সাইন করাতে যখন টিচার রা ইচ্ছে করে দেরি করে আবার কিছু বললে 'তুমি জান আমরা স্যারদের পিছনে কত ঘুরতাম' অথবা ' কয়েকদিনেই বিরক্ত হয়ে যাচ্ছ, পরে কি করবে, জান দুনিয়া কত কঠিন ..........

তখন কেমন লাগে কিছু বললাম না।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮

আমি তুমি আমরা বলেছেন: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

তাসজিদ বলেছেন: আগেই পড়েছিলাম মনে হয়।

পাবলিক ইউনিভার্সিটির টিচাররা নিজেদের কি যে ভাবে।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০

আমি তুমি আমরা বলেছেন: তারা সব আর্য আর আমরা তাদের দাস

২৯| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: I have a feeling that I know (or I was in that room) in the first part !!

is it in Civil Engineering Department ? :P

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

আমি তুমি আমরা বলেছেন: জ্বি না, আমি সিভিলে নই।

৩০| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ৭:০২

সীমানা ছাড়িয়ে বলেছেন: হেহেহে, পোস্ট পইড়া ব্যাপক মজা পাইলাম। আমার অবশ্য টিচারদের সাথে অভিজ্ঞতা খুব একটা খারাপ না। তবে রেজিস্ট্রেশনের সময় ব্যাংকের লাইনের কথা মনে পড়লে এখনো জ্বর আসে :(

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৩

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৩১| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ৮:১৪

নীল-দর্পণ বলেছেন: শিরোনাম দেখে ভাবলাম কোন ম্যাডামের পেছনে ঘোরার কাহিনী বুঝি :P

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৩

আমি তুমি আমরা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.